-
আসলে ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে বিভিন্ন দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করা। বিশেষ করে আপনি যেই দেশের পেয়ারটিতে ট্রেড করতে ইচ্ছুক সে দেশ এবং বিপরীত দেশের পেয়ার সম্পর্কে অর্থনৈতিক ভাবে যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো সম্পর্কে ভাল জ্ঞান রফত করতে হবে এবং পাশাপাশি আপনাকে বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি কিরূপ ধারণ করতে পারে সে সম্পর্কেও আপনাকে অভিজ্ঞ থাকতে হবে। যখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে ভাল জ্ঞান আয়ত্ব করতে পারবেন তখন অবশ্যই আপনি এই মার্কেটে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর এই বিষয়গুলো সম্পর্কে জানার একমাত্র মাধ্যমই হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস এর কাজ।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস সাধারণত কোন দেশের অর্থনৈতিক খবর এবং রাজনৈতিক অবস্থান এর উপর ভিত্তি করে করা হয়ে থাকে। এটা টেকনিক্যাল এনালাইসিস থেকে অনেক কঠিন। আমি সাধারণত ফান্ডামেন্টাল এনালাইসিস করি না কারণ সেটার ব্যপারে আমার তেমন জ্ঞান নেই। আমার মতে ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য আপনার ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা বাঞ্চনীয়। আপনার যদি সেটা না থাকে তাহলে আপনি কখনই ফান্ডামেন্টাল এনালাইসিস করে সফল ট্রেডার হতে পারবেন না।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস বিষয়টি হচ্ছে কোন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক দিকগুলো বিচার বিশ্লেষণ করে ট্রেড করাকে বুঝায়। তবে এটা অন্যান্য এনালাইসিসগুলো হতে একটু বেশি কঠিন। আর এজন্য আমি ফান্ডামেন্টাল এনালাইসিসটা একটু বেশি বেশি করার চেষ্টা করি। আর এ হিসেবে আমি আপনাকে বলতে চাই ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জানতে চাইলে আপনাকে ভালমানে অভিজ্ঞ ও দক্ষ জ্ঞানের অধিকারী হতে হবে। যখন আপনি আপনার দক্ষ ও অভিজ্ঞ জ্ঞান অর্জনকারী হিসেবে এই মার্কেটে গড়ে তুলতে পারেন তাহলে আপনি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করে সফল ট্রেডার হতে পারবেন।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হলে আপনাকে দেশের অরথনইতক অবস্থা সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তাদের দেশের বেকারত্ত হার উদ্দৃতি এ সকল বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে আপনি এই এনালাইসিস নিয়ে ফরেক্স মার্কেট হতে ভাল করে ট্রেড করতে পারবেন বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেট এ দুই ধরনের আনালাইসেস করা হই ১ টেকনিকাল , ২ ফাণ্ডামেণ্টাল । সবচে কঠিন আর প্রফিটেবল এণালাইসেস হোল ফাণ্ডামেণ্টাল এনালাইসেস । এই টা করা একটু কোঠীণ। ফান্ডামেন্টাল এনালাঈসিস সম্পরকে আমি খুব ভালমত জানি না কারন আমি ফরেক্স এ নতুন
-
ফান্ডামেন্টাল এনালাইসিস হল এমন একটা এনালাইসিস ব্যবস্থা যেখানে মার্কেট এনালাইসিস এর জন্য সুচক হিসাবে ধরা হয় কোন দেশের অর্থেনৈতিক সামাজিক এবং রাজনৈতিক অবস্থার প্রভাবে উক্ত দেশের কোরেন্সি বা মুদ্রার উপর কেমন প্রভাব রাখতে পারে।
-
আপনি আপনার মুলধন কিভাবে বিনিয়োগ করবেন এবং লস না করে তার সঠিক রক্ষনাবেক্ষন কিভাবে করবেন তা জানতে হলে বা করতে হলে আপনাকে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। ফান্ডামেন্টাল এনালাইসিস করা একজন দক্ষ ট্রেডারের নিয়মিত কাজ।
-
ফরেক্স মার্কেটে এনালাইসিস তিন ধরনের,১ টেকনিকাল , ২ ফাণ্ডামেণ্টাল এবং ৩ সেন্টিমেন্টাল এনালাইসিস। ফাণ্ডামেণ্টাল এনালাইসিস নির্ভর করে কোন দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির উপর। এইজন্য ফাণ্ডামেণ্টাল এনালাইসিস এর জন্য নিউজকে গুরুত্ব দিতে হয়।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস হল বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর মার্কেটের বর্তমান অবস্থা। যেমন কোন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এই সব বিষয়ের কারনে ঐ দেশের মুদ্রা উঠা-নামা করে আর এই সব বিষয়ের উপর পরিপূর্ন জ্ঞানকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়। যার ফান্ডামেন্টাল এনালাইসিস সক্ষমতা বেশি তার জন্য ট্রেড করা তত সহজ।
-
আমার কাছে যেটা মনে হয় যে ফান্ডামেন্টাল এনালাইসিস হল এমন একটা এনালাইসিস ব্যবস্থা যেখানে মার্কেট এনালাইসিস এর জন্য সুচক হিসাবে ধরা হয়। এবং কোন দেশের অর্থেনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থার প্রভাবে উক্ত দেশের কারেন্সি বা মুদ্রার উপর যেমন প্রভাব রাখতে পারে। আর এই রাজনৈতিক, অর্থনৈতিক,
সামাজিক এই সব বিষয়ের কারনে ঐ দেশের মুদ্রা ওঠা-নামা করে আর এই সব বিষয়ের উপর পরিপূর্ন জ্ঞানকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়।ধন্যবাদ