-
ইমশনাল হোয়ে ট্রেড করা উচিৎ নয় কারন আমরা যকন ইমশনাল হোয়ে পরি তখন ভুরের পরিমান বেড়ে যায়। একবার লাভ হোরেই ইমশনাল হোয়ে দ্বিতীয়বার লাভের জন্য আমরা ট্রেড দেই ফলে লস করে তাকি। অপরদিকে সেই লসের সাথে সাথেই রিভেন্জ নেবার চেষ্টা করি ফলে আবারো লস। তাই আমাদের সকরেরি উচিৎ আমাদের ইমশন কে কন্ট্রোল করার। ভাল প্রফিট ফরেক্স থেকে লাভের স্বার্থে সেই সময়কেই আমাদের ট্রেড করার জন্য বেছে নেওয়া প্রয়োজন যখন মার্কেট মুভমেন্ট অনেক ভার থাকে আর এটি ট্রেড করার পূর্বে বুঝার জন্য ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকা একান্ত ভাবে প্রয়োজন।সময় মত ট্রেড করতে পারলে বেশ ভাল আয় করা সম্ভাব।
-
ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক নয়
-
ইমোশনাল হয়ে কোন কাজ করা ঠিক নয় কারণ এমন একটা মানুষকে অনেক লুজ করে দিতে পারে। একজন ফরেক্স ট্রেডারের গুণ হচ্ছে নিজের কন্ট্রোল করতে হবে ইমোশনকে। নিজের ইমোশন নিয়ে ট্রেড ওপেন করলে একাউন্ট জিরো হয়ে যেতে পারে এমনকি অনেক লস এর সম্মুখীন হতে হবে
-
আমার জানামতে ফরেক্স বাজারে আবেগের কোন স্থান নেই। কারণ মানুষ আবেগের সহিত কোন ভাল কাজ করতে পারে না। তাছাড়া এটা একটা ব্যবসা আর এখানে যদি আপনি আপনার আবেগ প্রয়োগ করেন তাহলে কোনদিনই সফল হতে পারবেন না। আপনি যদি এই ব্যবসায় সফল হতে চান তাহলে অবশ্যই আপনার আবেগককে নিয়ন্ত্রণ করতে হবে। যদি সেটি না পারেন তাহলে আপনি কোন প্রকার উন্নতি করতে পারবেন না। আমি মনে করি, ট্রেড করতে হলে মাথা ঠাণ্ডা রেখে ট্রেড করতে হবে। তুমাকে মনে রাখতে হবে তুমি ট্রেড করে তুমার জীবনে সফলতা বয়ে আনবে। তুমি একবার না পারলে বার বার চেষ্টা করে দেখতে হবে। তুমাকে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে। তাই কোন ইমোশনাল ভাবে ট্রেড না করে শান্ত ভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে।
-
ফরেক্স বিজনেস আমি মনে করি বৈদেশিক মূদ্রা ক্রয় বিক্রয়ের বিজনেস।আর এই বিজনেস করতে হলে আমি মনে করি আপানাকে ফরেক্স জানতে হবে শিখতে হবে জ্ঞ্যান অভিজ্ঞতা কোশলী হতে হবে তাহলে আপনি ফরেক্স বিজনেস করে ভাল আয় করতে পারেন বলে, একটি অতি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত তাই এখানে কোনোরকম ইমোশন করে আপনি আপনার ক্যারিয়ার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবেন না আশা করি। প্রত্যেকটি মানুষ যে যার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে উক্ত ক্ষেত্রে ইমোশনের কোন দাম নেই।
-
ইমোশনাল ফরেক্স একাউন্ট জিরো হবার অন্যতম কারন। কেননা আমরা বেশীরভাগ সময় ট্রেড করার আগে এনালাইসিস করে ট্রেড এ ঢুকি। ট্রেড করার পর অনেক সময় আমাদের ট্রেড লসে যায়। কিন্তু যখন লস হয় তখন আমরা বড় লটে ট্রেড ওপেন করে আমরা আমাদের লস রিকভার করতে চাই। দেখা পরের ট্রেড টি ও লসে যায়।
-
ইমোশনাল হয়ে ট্রেড করলে আপনি অধিকাংশ সময়েই লস করবেন। কারণ আপনি ইতিহাস ঘাটালে দেখতে পারবেন ইমোশনাল হলে বা লোভী হয়ে কেউ ট্রেড করে সফলতা অর্জন করতে পারেনি বরং খুব দ্রুত এই মার্কেট থেকে চলে যেতে বাধ্য হয়েছে। অতএব বুঝতেই পারছেন আপনার আবেগকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে আপনি কখনই সফলতা লাভ করতে পারবেন না। তাই এখানে কোনোরকম ইমোশন করে আপনি আপনার ক্যারিয়ার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবেন না আশা করি। প্রত্যেকটি মানুষ যে যার নিজের মতো করে এগিয়ে যাচ্ছে উক্ত ক্ষেত্রে ইমোশনের কোন দাম নেই।
-
ফরেক্স মার্কেটে ইমোশনাল নিয়ে ট্রেড করাটা একটি বড় ধরনের লস এর কারণ। আমরা যদি ইমোশনাল নিয়ন্ত্রণের করতে না পারি তাহলে কখনোই ফরেক্সের ট্রেড করে প্রফিট করতে পারব না। আমি একটি পূর্বে যতবার লস করেছি তার পেছনে ইমোশনাল ও অতিরিক্ত লোভের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই লস করেছি। কেননা ইমোশনাল নিয়ে ট্রেড করতে গেলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না কখনো। তাই এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তাহলে আমরা লস থেকে রক্ষা পাবো।
-
প্রবাদে আছে , যে জাতি যত বেশী ধৈর্য্যশীল সে জাতি তত বেশী উন্নতি । ঠিক তেমনি কোন ব্যক্তি যদি ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করে অবশ্যই সফলকাম হবে আর যদি কোন ব্যক্তি ইমোশনাল হয়ে ট্রেড করে অবশ্যই সে ক্ষতিগ্রস্থ হবে । সুতরাং আমরা যখনই ট্রেড করব এ্যানালাইসিস করে তারপর ট্রেড করব ।
-
ফরেক্স এমন একটি আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক ব্যবসা যেখানে ইমোশনের কোন প্রকার স্থান নেই । এখানে ইমোশন করতে গেলে ফরেক্স মার্কেট থেকেই বিদায় নিতে হবে । কারন আমরা অনেকেই এইসব ভুল করে থাকি যে আবেগের বশে কোন কিছু সঠিকভাবে আনালাইসিস না করেই ভুল ট্রেড দেই বা ট্রেড দেয়ার ক্ষেত্রে ইমোশনাল হয়ে যাই যার ফলে লসের সম্মুখীন হতে হয় । তাই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের কারোরই ইমোশনাল হয়ে ট্রেড করা উচিত নয় ।