ফোরাম পোস্টিং করে আমি যদি ১০০ ডলার করি। এবং সেই ডলার দিয়ে যদি ট্রেড করার পর লসে করি ৫০ ডলার তাহলে আমাকএ প্রফিট উত্তোলন করার জন্য ৫০ ডলার রিকভার করতে হবে। মানে আমাকে ১০০ ডলার এর উপর ব্যলেন্স করতে হবে।সুতরাং এটা দিয়ে আপনি ট্রেড করে বাড়তি মুনাফা যেটা উপার্জন করবেন সেটা আপনি তুলতে পারবেন, তবে যদি আপনার অল্প/বেশি লস হয় সেক্ষেত্রে আপনি আগে লসটা রিকভার করবেন তারপর টাকা তুলতে পারবেন।