ফরেক্স ট্রেডিডং করার জন্য আপনারতো অন্য কিছুর প্রয়োজন নেই । আপনি যদি ধৈয্য নিয়ে ফরেক্স এ কাজ করেন এবং সত্য পথে চলতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স ব্যবসা ভাল করবেন । তবে কখনো লোভ করবেন এতে বিপরীত হতে পারে ।
Printable View
ফরেক্স ট্রেডিডং করার জন্য আপনারতো অন্য কিছুর প্রয়োজন নেই । আপনি যদি ধৈয্য নিয়ে ফরেক্স এ কাজ করেন এবং সত্য পথে চলতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স ব্যবসা ভাল করবেন । তবে কখনো লোভ করবেন এতে বিপরীত হতে পারে ।
আসলে ভাই কথা অনেক গুরুত্ব বহন করর। আমি এখন ডেমোতে শিখছি। কিন্তু যখন রিয়েল একাউন্টে ট্রেড করব তখন মনে হঈ তাই করতে হবে। যদি ও এই ব্যবসা যে কোনো জায়গায় বসে করা যাইনা কেন। এই ব্যবসাকে বাকি সব ব্যবসার মতই ভাবা উচিৎ। আর বেশি মূলধন নিয়ে করলে তাই করা ভাল।
ফরেক্স একটা জটিল বিষয় সেটা করতে অবশ্যই অনেক গভীর মনযোগ প্রয়োজন । তবে এটার মানে এই নয় যে আপনাকে অালাদা কোন অফিস কিংবা স্পেস নিতে হবে । এতে করে আপনার কস্ট বেড়ে যেতে পারে । তাই আমার সাজেসন্স হল আপনি সম্ভব হলে নিজের মধ্য মাইন্ড সেটিং করে ফেলেন এই ব্যাপারে যে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিমাণে ধৈর্য্যশীলতার পরিচয় দিতে হবে ।
ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে সফল হয় এবং অনেক মূলধন বিনিয়োগ করে ব্যবসা করে তাদের উচিত আলাদা কোথাও এই ব্যবসা করা। কারন ঘরে পরিবারের মাঝে এই ব্যবসা করলে আপনার মনযোগ ট্রেডে সম্পূর্ন দিতে পারবেন না এবং বড় ধরনের লস করতে পারেন। তাই কোন অফিস ভাড়া করে সেখানে স্বাধীন ভাবে মাথা ঠিক রেখে ট্রেড করতে হবে।
ফরেক্স একটা এমন এক ব্যবসা যা একটু ভুল হলে অনেক লসের সম্মুখীন হতে হয়। ফরেক্স এ কাজ করতে হলে অনেক ঠান্ডা মাথায় নিরবে কাজ করতে হয়। কোন ঝামেলা জায়গায় বা কোন কথোপকথন এর জায়গায় এই ফরেক্স করাটা অনেকটা ঝুকিতে থাকতে হয় বা লসে পরতে হয়। তাই ফরেক্স করতে হলে একটি নিরকছিন্ন কক্ষে ফরেক্স এ কাজ করলে এর ভাল *সুফল পাওয়া যায়।
না আমি ফরেক্সে ট্রেড করার জন্য কনো কম্পানি বা অফিস ব্যভার করি না কারন আমি এই ব্যবসাটি বাসায় বসে করতেই সাচ্ছ্যন্দ বোধ করি , আমি এই ব্যবসাটি বেছে নিয়েছি শুধু এই কারনে যেনো ব্যবসাটি ঘরে বসেই করা যায় । আমি একজন গৃহিনী তাই এই ব্যবসাটি বাসায় করতে পারলেই ভালো এজন্য আমি বাসায় বসে বসেই করি ।
না আমি ফরেক্স ট্রেডিং করার জন্য আলাদা কোন ট্রেনিং নেইনি । আমি আমার নিজস্ব পদ্ধতি মোতাবেক ট্রেডিং করি । আমার নিদিষ্ট একটি পদ্ধতি রয়েছে । আমি অনলাইন থেকে নিজে নিজে ফরেক্স ট্রেডিং শিখেছি । আপনি যদি চেষ্টা করেন তবে আপনিও পারবেন বলে আশা করা যায় । তাই আপনি ফরেক্স ট্রেডিং অনলাইনে শিখতে পারবেন ।
আমি ফরেক্স শেখার জন্য আলাদা কোন জায়গায় ট্রেনিং করি নি । অন্যের কাছ থেকে শুনে শুনে মাঝে মাঝে ইউ টিউব এর থেকে ভিডিও দেখে দেখে ফরেক্স শিখেছি । এখন আমি ফরেক্স সম্পর্কে অনেক ভাল জ্ঞান ধারনা অর্জন করতে পেরেছি । ফরেক্সে আসার পেছনে আমার একটাই উদ্দেশ্য যে আমি ফরেক্স থেকে মাসে কিছু টাকা আয় করতে পারব এবং যা দ্বারা আমার অবস্থার উন্নতি হবে । ফরেক্সে কাজ করতে পারলে সবাই টাকা আয় করতে পারবে ।
হা, আমি ফরেক্স ট্রেডিং করার জন্য আলাদা করে ব্যাংক থেকে লোন নিয়েছি । কিন্তু আমি নতুন ট্রেডার তাই ইনভেস্ট করতেছি না । আসা করি কিছু দিনের মধ্যেই ইন্সতা ফরেক্সে ইনভেস্ট করবো ও প্রতি মাসে অনেক অনেক ডলার প্রফিট করবো । আমার তো টাকা নাই তাই বাধ্য হয়ে ব্যাংক থেকে লোন নেয়া লাগলো ।
আসলে আপনি ফরেক্স ব্যবসা জানলে যেকোন জায়গা থেকে করতে পারেন তবে যখন ট্রেড করবেন পুরোপুরি মনযোগ থাকতে হবে নইলে লসের সম্মুখীন হতে পারেন । আপনার প্রথম কাজ হচ্ছে ট্রেড সিলেকশন আপনি কি বাই করতে যাচ্ছেন না সেল নিতে চাচ্ছেন । আপনার সিলেকশন যদি পজেটিব হয় তাহলে আপনি লাভ করতে পারবেন ।