ফরেক্স মার্কেটে আমরা ব্যাবসা করি লাভ করার জন্য কিন্তু অনেকে লাভ বা লস কে ভাগ্যের উপর নির্ভর করে। আমি সেটা বিশ্বাস করি না কারন ফরেক্স মার্কেট ভাগ্যের উপর চলেনা আপনাকে অভিজ্ঞাতার সাথে ট্রেড করতে পারলে ফরেক্স মার্কেটে সফলতা সম্বভ।
Printable View
ফরেক্স মার্কেটে আমরা ব্যাবসা করি লাভ করার জন্য কিন্তু অনেকে লাভ বা লস কে ভাগ্যের উপর নির্ভর করে। আমি সেটা বিশ্বাস করি না কারন ফরেক্স মার্কেট ভাগ্যের উপর চলেনা আপনাকে অভিজ্ঞাতার সাথে ট্রেড করতে পারলে ফরেক্স মার্কেটে সফলতা সম্বভ।
ফরেক্স করতে হলে লাভ লস হবেই লস হলে ভেঙ্গে পরতে নেই কারন এর পর আমাদের জন্য লাভ অপেক্ষা করছে তাই আমাদের কে এখানে নিজেদের ভাগ্য কে নিজেদের কে চেষ্টা করে পরিবর্তন করতে হবে তবেই আমি এই মার্কেট থেকে ভাল করে লাভ করতে পারব ।
ভাগ্য বলে একটা জিনিস আছে এটা মেনেই নিতে হবে আমাদেরকে । কেননা এটা সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদের লাভ লস নির্ভর করে নিশ্চিতভাবেই আামদের ফরেক্স দক্ষতার উপর । আমরা কতটুকু দক্ষ সেটাই আমাদের সফলতা কতটুকু তা নির্ভর করে দিবে । তাই নিজের দক্ষতাকেই এক্ষেত্রে প্রাধান্য দিতে হবে।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে ভাগ্য কে নিয়ে সব সময় ভাবতে হয় তা না হলে আমরা এই মার্কেট হতে কখনই ফরেক্স এ লাভ করতে পারব না । ফরেক্স মার্কেট থেকে লাভ করার জন্য সব সময় এখানে বেশী করে আমাদের ট্রেডিং এর অবিজ্ঞতা অর্জন করতে হবে ।
ভাগ্যর উপর দোহাই দিয়ে কোনভাবে ফরেক্স থেকে প্রফিট করা সম্ভব নয়। আপনি নিজেকে আগে অভিজ্ঞ করে গড়ে তুলুন তাহলে আপনি নিজের দক্ষতায় লাভ করতে পারবেন।সব সময় লাভ লস ভাগ্যর উপর ছেরে দেয়া ঠিক হবে না। ট্রেড চালিয়ে যেতে হবে অভিজ্ঞতা বাড়ানোর জন্য।
আমাদের প্রত্যেককে আমাদের নিজ নিজ ভাজ্ঞের উপর নির্ভর করা উছিত আর এটাই চিরন্তন সত্য।যেহেতু ফরেক্স একটা বিজনেস তাই লাভ লস এখানে থাকবেই।তবে আমি মনে করি ফরেক্স এ আমাদের নিজেদের ভাগ্য নিজেদেরকেই পরিবর্তন করতে চেষ্টা করতে হব।ফরেক্স করতে হলে আমাদের কে সব সময় মনে রাখতে হবে এই মার্কেট এ কখনই ভাগ্যের উপর দোষ দিয়ে কোন কিছু করা চলবে না এখানে আপনাকে নিজের যোগ্যতা দিয়ে আপনাকে এই মার্কেট হতে প্রফীট করতে হবে।এখানে ভাগ্য মুখ্য বিষয় না কারন আল্লাহ যার যার ভাগ্য তার নিজের গলায় ঝুলিয়ে দিয়েছে।দরকার সুধু সঠিক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা।
নিজের ভাগ্যকে নিজেই গড়ে নিতে হয়, ব্যাপারটি এমন যে একটি আম গাছে একটি পাকা আম ঝুলে আছে কিন্তু সে আমটি খাওয়ার জন্য আপনাকে কষ্ট করে তা পেড়ে খেতে হবে। ভাগ্যের ব্যাপারটি আমার কাছে এমনি মনে হয়। হয়ত আপানর ভাগ্যে আছে কিন্তু আপানাকে এ জন্য চেষ্টা করতেই হবে।
ফরেক্স একটি মুদ্রা বিনিময়ের বাজার। এটা লটারি খেলার মার্কেট না। এখানে যারা দক্ষ তারাই লাভ করতে পারবে। আর যারা অদক্ষ তারাই লস করবে। যারা ভাগ্যের উপর নির্ভর করে ফরেক্সে ট্রেডিং করতে চায় আমি মনে করি তারা ভুল সিদ্ধান্তে আছে। ফরেক্সে যে যত অভিজ্ঞতা অর্জন করবে আর মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করবে তারাই ভাল কিছু পাবে। যদি কেউ ফরেক্সে নতুন হয় তাহলে ডেমো একাউন্ট অনুশীলন করে তাহলে বুঝা যাবে ফরেক্স ভাগ্যের উপর নির্ভর করে না।
আমার মতে ফরেক্স কোন জুয়া খেলা নয় যে তাতে লাভ ও লোকশান ভাগ্যের ওপরে নিভর্র করে। এটা সমাপূর্ন আপনার এনালাইসিস এর ওপরে নির্ভর করে। যে যত ভাল মার্কেট এনালাইসিস করতে পারে সে তত বেশি ভাল প্রফিট করতে পারে। ভাগ্যের ওপরে নির্ভর করে হয়ত দু একটি ট্রেডে প্রফিট করা সম্ভব কিন্তু অবশেষে রেজাল্ট জিরো আসে। তাই ফরেক্স কে ভাগ্য দিয়ে নয় টেকনিক দারা এনালাইসিস করা শুুখুন।
হাঁ অবশ্যই ফরেক্স মার্কেটের লাভ অথবা লস কখনও ভাগ্যের উপর নির্ভর করে না। অবশ্যই ফরেক্স ব্যাবসা করে স্বাবলম্বী হতে চাইলে আমাদের মার্কেট এ্যানালাইসিস অবশ্যই দক্ষতা ও কৈৗশল প্রয়োজন। এছাড়া প্রতিটা ব্যবসায়ই লাভ অথবা লস তবে থাকবেই ঐ ব্যবসা অভিজ্ঞতা থাকলে লসের ভাগটা কমই হয় আর অভিজ্ঞতা না থাকলে লসের পরিমাণ বেশী হয় এমন কি ব্যবসায়ই শেষ হয়ে যেতে পারে। তাই প্রতিদিন মার্কেটে কি ঘটছে তা যদি আমরা মার্কেট বিশ্লেষন, মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,অর্থনৈতিক নিউজ ইত্যাদি জানি তবে লাভ করা যাবে।
যেকোনো ব্যাবসাই বলেন না কেন,প্রত্যেক ব্যাবসার নিজস্ব কিছু কলা-কৌশল থাকে,যাকে আমরা "বিজনেস পলিসি" বলি এবং সেটা কখোনোও ভাগ্য নয়৷সিক্রেট টেকনিক বা ট্রেডিং স্ট্র্যাটেজী যেকোনো ব্যাবসার মূলমন্ত্র,এগুলো দীর্ঘ সময় নিয়ে শিখে ও নিয়মিত প্র্যাকটিস করে করে আয়ত্ব করতে হয়৷অধ্যাবসায়,ধৈর্য্য,শিখার জন্য দৃঢ় আগ্রহ,সংকল্পবদ্ধতা,পেশাদারী মনোভাব...ইত্যাদিই সফলতার চূড়ায় নিয়ে যাবে৷"পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতী"৷
হ্যা আমিও আপনার সাথে সম্পূর্ন একই মত যে ফরেক্স এ লাভ ও লোকশান ভাগ্যের ওপরে নির্ভর করে না। ফরেক্স ট্রেড করতে আপনাকে অবশ্যই অনেক ভাল ট্রেড জানতে হবে। মার্কেট কে এনালাইসিস করতে শিখতে হবে। এবং ফান্ডামেন্টাল নিউজ কে এনালাইসিস করতে শিখতে হবে। ডেমো একাউন্টে ট্রেড করে অবশ্যই নিজেকে অধিক সাবলম্বি করে তুলতে হবে। ফরেক্স এ ভাগ্যের থেকে দক্ষতার প্রাধান্য বেশি।
হাঁ অবশ্যই ফরেক্স মার্কেটের লাভ অথবা লস কখনও ভাগ্যের উপর নির্ভর করে না। এছাড়া প্রতিটা ব্যবসায়ই লাভ অথবা লস তবে থাকবেই ঐ ব্যবসা অভিজ্ঞতা থাকলে লসের ভাগটা কমই হয় আর অভিজ্ঞতা না থাকলে লসের পরিমাণ বেশী হয় এমন কি ব্যবসায়ই শেষ হয়ে যেতে পারে। তাই প্রতিদিন মার্কেটে কি ঘটছে তা যদি আমরা মার্কেট বিশ্লেষন, মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,অর্থনৈতিক নিউজ ইত্যাদি জানি তবে লাভ করা যাবে।
হ্যা আমিও আপনার সাথে সম্পূর্ন এক মত। ফরেকস্র্র লাভ ও লোকসান ভাগ্যের ওপরে নির্ভর করে না। এখানে ব্যবসা করতে হলে প্রয়োজন সঠিক স্কিল, ধৈর্য এবং মন মানুষিকতা। য কোন ব্যবসাই জটিল সেখানে ফরেক্স হোল ইন্টারন্যাশনাল বিজনেস এখানে টিকতে হলে ফরেক্স সম্পর্কে অনেক ভালভাবে জানতে হবে এবং প্রচুর পরিমানে প্যাকটিস করতে হবে। যে যত বেশি প্যাকটিস করে সে তত বেশি শিখতে পারে ও ব্যবসাতে ভাল উন্নতি ও করতোো পারে।
আপনার কথাটার সাথে আমি একমত নয়। কারন যে কোন কাজেই আল্লাহও দরকার ইল্লাহও দরকার। ফরেক্স ব্যবসাও লাভ করতে হলে আপনার ভাগ্যও দরকার আছে আবার আপনি না জেনে যদি ভাগ্যের উপর নির্ভর করেন তাহলে কিন্তু হবে না। আপনার ভাগ্যের সাথে সাথে আপনার জানতেও হবে এবং চেষ্টাও করতে হবে।
ফরেক্স এ লাভ লস নির্ভর করবে আপনি কতটুকু ফরেক্স বুজতে পেরেছেন তার উপর। কারন ফরেক্স এ যে যত বেশি অভিজ্ঞ সে ততবেশী সফল। এখানে ভাগ্যের দোষ দিয়ে কোন লাভ নেই। আপনি যদি ফরেক্স এ অভিজ্ঞ হোন তবে আপনি ভালোই লাভবান হবেন। হ্যা, ভাগ্যের ও কিছু সাপোর্ট লাগে তবে সেটা একান্ত কিছুটা সমইয়ের জন্য। তবে ওই সময় গুলো তে ট্রেড না করাই ভালো।
ফরেক্স এ লাভ অথবা লস আপনার ভাগ্যর উপর নির্ভর করেনা কারন আমরা জানি যে ট্রেড ব্যবসা অনেক কঠিন একটা কাজ আর এই কাজ টা যদি আপনি জেনে বুঝে করে থাকেন তাহলে আপনি লস করবেন এখানে ভাগ্যর দোষ দিয়ে কোন লাভ হবেনা আপনি যদি কৌশল করে ব্যবসা করে থাকেন তাহলে আপনি সাফল্য পাবেন বলে আমি মনে করি তাই ফরেক্স এ লস লাভ নিজের উপর নির্ভর করে বলে আমি মনে করি
যেকোনো কাজের সাফল্যই নির্ভর করে আমরা কতটা গুরুত্বের সাথে কাজটি করছি এবং কতটা দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করতে পারছি ফরেক্স ট্রেডিং মার্কেট এ ও আমাদের সাফল্য নির্ভর করে আমাদের ট্রেডিং দক্ষতার উপর আমরা কতটুকু নিখুত ভাবে ট্রেড করতে পারছি । তাই ফরেক্স এ কোন কিছু ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নায়।
ফরেক্স একটি উন্নত মানের ব্যাবসা। এখানে মানুষ নিজেই তার ভাগ্য ণির্মাতা। প্রতিদিন নিয়মিত পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আপনাকে দিতে পারে সাফল্য। যদি আপনি ভাগ্যের উপর নির্ভর করে থাকেন তাহলে কখনই আপনি ফরেক্সে সফল হতে পারবেন না। একজন ট্রেডার এর মূল লক্ষ্য হলো নিয়ম নীতি অনুসরণ করা।
আপনি এছাড়াও আপনি আপনার জন্য হতে হবে যে জিনিস সম্পর্কে জানা জন্য আপনাকে হতে হবে যে জিনিস Aout জানা প্রয়োজন. কিছু জিনিস আপনি aslo এটি সম্পর্কে জানতে হবে যে জিনিস সম্পর্কে জানা প্রয়োজন. কিছু কিছু বিষয় আপনাকে জানতে হবে যে জিনিস সম্পর্কে জানতে সময় প্রয়োজন.
আমি মনে করি মুনাফা এবং ক্ষতি সম্পূর্ণ নির্ভর করে আপনার অভিজ্ঞতা আর জ্ঞানের উপর। আপনি যদি মনে করেন মুনাফা এবং ক্ষতি ভাগ্যের উপর নির্ভর করে তাহলে সম্পূর্ণ ভূল আর আমার জানামতে বর্তমানে অনেক নতুন ট্রেডার এটাই মনে করে, যার ফলে তারা বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারে না। এখানে আসলে ভাগ্যের কোন সুযোগ নাই, কারণ এটা একটা ব্যবসা। আপনি যদি কোন ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে চান তাহলে সেখানে আপনার অভিজ্ঞতা আর জ্ঞান কে কাজে লাগাতে হবে।
আমার বিশ্বাস একজন ট্রেডারের ভাগ্যে নির্ভর করে সম্পূর্ণ তার দক্ষতা ও অভিজ্ঞতার উপর। কেননা বেশির ভাগ ট্রেডার ভাগ্যের উপর বিশ্বাস রেখে ট্রেড করে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা আমি মনে করি। আর এই ভুল ধারণার জন্যই ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লস করে থাকে। আর সে হিসেবে বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারে না। তাই আমি মনে করি শুধু ভাগ্যের উপর নির্ভর না করে আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে বিশ্বাস করুন পাশাপাশি নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করুন যে আপনি সঠিক জ্ঞান প্রয়োগ করেই ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন।
ট্রেডিং এ লাভ ও লোকসান আছে । এটা এমন একটা বিষয় আপনি যদি ট্রেড করতে চান ফরেক্স এ ,এই ফরেক্স উপকার করতে পারে না, শিখতে এবং ফরেক্সে লাভ পেতে হলে অনুশীলন চালিয়ে যেতে হবে।
ফরেক্স এর লাভ লস কখনও ভাগ্যের উপর নির্ভর করে না। একজন ট্রেডারের উপর নির্ভর করে কতটুকু লাভ হবে, অভিজ্ঞতার উপর নির্ভর করে একজন ট্রেডারের। যিনি অভিজ্ঞতার আলোকে মার্কেট এনলাইসিস করতে পারবেন তিনি তত বেশী পরিমানে প্রফিট নিতে পারবেন। সুতরাং সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে এবং কয়েকটি মাধ্যমে ফিল্টার করার পরই একটি ট্রেড এ এন্ট্রি নিতে হবে তাহলে লাভ হওয়ার সম্ভাবনা থাকে বেশী।
আপনি একদম ঠিক কথা বলেছেন, ফরেক্স ব্যবসায় মুনাফা এবং ক্ষতি কখনই ভাগ্যের উপর নির্ভর করে না। এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার উপর।যে ব্যক্তি পর্যাপ্ত পরিমাণের জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে এই ব্যবসা শুরু করতে পারবে আমার মনে হয় শুধুমাত্র সেই ব্যক্তিই এই ব্যবসা হতে ভাল উপার্জন করতে পারবে আর যে ব্যক্তি জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসা শুর করবে সে বেশিদিন এই ব্যবসায় টিকে থাকতে পারবে না।
কেন যেন আমর কাছে মনে হচ্ছে বা হয় কিছুটা হলেও ভাগ্যের উপর নির্ভরশীল। আপনি আমি যতই এনালাইসিস করি না কেন মার্কেট কিন্তু তার নিজের গতিতে চলবেই। আপনার আমার এনালাইসিসকে দাম দেবার কোন সময় আছে বলেও আমি মনে করি না। আমার মতে ভাগ্যের কিছুটা হলেও ফজিলত অবশ্যই আছে।
ফরেক্স এর লাভ এবং লস উভয় নির্ভর করে আমাদের ট্রেড অভিজ্ঞতা উপর এই টা আমিও মানি,লাভ এবং লস কখনো আমাদের ভাগ্যের উপর নির্ভর করে না,যদি আপনি ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড করেন তাহলে আপনি বেশি টাইম এই বিজিনেস এ থাকতে পারবেন না টিকে,তাই ভাগ্যের উপর নির্ভর না করে সফলতার জরনে প্রচুর অনুশীলন করুন,এক জন দক্ষ ট্রেডার তার জ্ঞান এর উপর নির্ভর করে থাকে।
ভাগ্যের ব্যাপার আসে জুয়া খেলায়। আমরা এটাকে জুয়ার মত ভাববো না, কারন ফরেক্র জুয়া খেলা না। তাই ভাগ্য কে দোষ দিয়ে কোন লাভ নাই। সঠিক মানিম্যানেজমেন্ট মেনে চললে সব কিছু ঠিকমত করলে লাভ করা সম্বাব। লস প্রতিটি ব্যবসায়ই হয় এটাকে ব্যাবসায়ী খরচ হিসাবে ধরে নিতে হবে। তাই ফরেক্র শিখার কোন বিকল্প নাই। জেনে বুজে যেকোনো কাজ করলে তাতে সফলতা আসে। আর জুয়ার মত ভেবে শুরু করলে লস ছাড়া কোনদিন লাভ হবে না।
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ লাভ লস নিজের উপর নির্ভর করে কারন আপনি ফরেক্স মার্কেট এ যত ভাল করে শিখতে পারবে আর তা যত ভাল করে কাজে লাগাতে পারবেন তত আপনি ফরেক্স মার্কেট এ ভাল করবেন আর যে লাভ গুল করবেন সেই লাভ ধরে রাখতে পারলে সব থেকে ভাল হয় এই ভাবে ফরেক্স মার্কেট এ একজন সফল ট্রেডার হয় মার্কেট এ
ফরেক্স করতে ভাগ্যের দরকার হয় না দরকার হয় অভিজ্ঞতার ।আপনি যদি ফরেক্স সম্পর্কে কোনরূপ ধারনা ছাড়াই ট্রেড করতে থাকেন তাহলে হয়তো দু একসময় লাভ করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে লস গুনতে হবে।প্রথম প্রথম আমিও ভাগ্যের উপর নির্ভর করে ট্রেড করেছিলাম তাতে শুধু লসই করেছি এখন এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি।
আমার কাছে মনে হয় বিশেষ কিছু ক্ষেত্র বাদ দিলে লাভ লস কিন্তু ভাগ্যের উপরই নির্ভর করে। না হলে এত এত লুজার এর মাঝে সামান্য কিছু লোক গেইনার। জিনিসটা কেমন যেন হয়ে গেল না। যদি আপনি মনে করেন এই বস্তুটা যে এটা ভাগ্যের উপর নির্ভর করে না তবে তার কিছু লজিক আমাদের কাছে উপস্থাপন করেন।
লাভ লস কে আমাদের মেনে নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে কারন আমরা আমাদের লসের জন্য এখানে অনেক বড় কিছু হারিয়ে ফেলতে পারি তাই আমাদের এই হারিয়ে ফেললে আমরা লস করে ফেলব তাই আমাদের কে এই লস কে অমিয়ে নিত্যে আমাদের কে ট্রেড করতে হবে তবেই আমরা পারব এখানে থেকে আমরা ভাল লাভ করতে ।
ভাই ফরেক্স মার্কেটে ট্রেডারদের লাভ-লস এটা ভাগ্যের উপর নির্ভর করে না। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ধৈর্য, চেষ্টা এবং হালালভাবে পরিশ্রমের ভিত্তিতে।তবে ভাগ্যকে একেবারে অস্বীকার করাও যাবে না। কেননা আপনার ভাগ্যে যতটুকু আছে আপনি এর অতিরিক্ত কখনই উপার্জন করতে পারবেন না। তাহলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে, আমার ভাগ্যে যা আছে সেটাতো আমি পাবোই তবে কাজ করব কেন ? আপনি কাজ করবেন সেটা তো একটা ওছিলা, ওটার বিনিময়ে সৃষ্টিকর্তা আপনাকে দিবেন। সুতরাং অভিজ্ঞা অর্জন করুন তাহলে ট্রেডিং এ সফলতা পাবেন।
ভাই আপনি কোন ধর্মের লোক জানিনা।আমি একজন মুসলিম হিসাবে আপনাকে বলতে চাই অবশ্যই ভাগ্যে সব কিছুই নির্ধারিত থাকে । আপনি/ আমি আজ ফরেক্সএ এসেছিে এটাও ভাগ্যের লিখন।তবে চেষ্টা-প্রচেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন হতে পারে।
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাগ্যের পরিমান ৫% আর বাঁকি সব গুলা আপনার উপরে নির্ভর করে, কারন একজন ভাল ত্রেদারের ১০ টা ট্রেডের মধ্যে ৯ টা সঠিক হয়, এখানে ভাগ্য বলে কোন ব্যপার থাকলে ৯ টা ট্রেড সঠিক হল কি ভাবে ? বরং আপনি জেনে বুঝে ট্রেড ওপেন করেন আপনার ট্রেড ভুল হবে না, যদি লস ও করাই তাহলে আপনাকে সংকেত দিয়ে করবে ।
ফরেক্স মার্কেটে আপনার লাভ লস নির্ভর করে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। এটা কোন জুয়া অথবা লটারি নয় যে এখানে আপনার জিততে হলে ভাজ্ঞ লাগবে। আপনি ভাজ্ঞের জোরে হয়তো দুই একটি ট্রেডে সফল হবেন কিন্তু পরমুহুরতেই আপনি হয়তো আপনার দুরভাজ্ঞের জন্য সব হারাবেন।
এখানে ভালো ভাগ্য আর খারাপ ভাগ্য্ বলতে কিছুনাই। লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে না । যে ব্যবসায় যত লাভ করার সুযোগ রয়েছে সে ব্যবসায় তত লস হওয়ারও সম্ভাবনা থাকে। তাই সব সময় ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দেওয়া বুদ্দিমান এর কাজ না।
ভাগ্য এখানে কিছুই না আমি মনে করি, কাজের সাফল্যই নির্ভর করে আমরা কতটা গুরুত্বের সাথে কাজটি করছি এবং কতটা দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করতে পারছি তার উপরে, ফরেক্স এ ও তেমন তা না জেনে করলে ধরা তহ খেতেই হবে , জেনে বুজে করলে লাভ হবে ,ফরেক্স জানে যে ে সসহজে লাভ করতে স্পারবে ।
ভাই আপনি ভুল কথা বললেন। আপনার তকদির বা ভাগ্যে যদি এই সেক্টরে রিজিক না থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন কোন লাভ নেই, সফলতা পাবেন না। মৃত্যু যেমন মানুষকে খুঁজে নেয়, তেমনি আপনার রিজিক যদি থাকে এখানে সময়মত সেটা পেয়ে যাবেন। তাই আমাদেরকে প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে চাইতেও হবে আবার কাজও করতে হবে এবং ধৈর্য্য ধারণ করে থাকতে হবে।
আমি প্রথমদিকে একটি কথা বলতে চাই যে আমারা ভাগ্য নিয়ে জন্মাই নি আমাদের ভাগ্য আমাদের তৈরি করে নিতে হয়। ফরেক্স মার্কেট এ লাভ লস নির্ভর করে থাকে আপনার অবিজ্ঞতার উপর এখানে ভাগ্য এর উপরে নির্ভর করা একদম ঠিক হবে না বলে আমি মনে করি । আপনি যদি লস করেন আর সেই দোষ আপনার ভাগ্যের উপর দেন তাহলে আপনি কোনদিন ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারবেন না । ফরেক্স মার্কেট এ লাভবান হতে হলে আপনাকে প্রয়োজন মত ফরেক্স শিখতে হবে ফরেক্স মার্কেট এ আপনার অবিজ্ঞতা বৃদ্ধি করতে হবে তাহলে আপনি এখানে থেকে লাভবান হতে পারবেন ধন্যবাদ