-
ফরেক্স ছাত্র ছাত্রীদের জন্য একটি উত্তম পেশা । ফরেক্স এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা বাড়তি কিছু আয় করে একদিকে যেমন নিজের চাহিদা পূরন করতে পারে অন্য দিকে পরিবারও কিছুটা সাপোর্ট পায় । চাইলে তারা এটাকে নিজের জীবনের পেশা হিসাবে ও গ্রহন করতে পারে । তাই আমিও আপনার সাথে একমত পোষণ করে বলছি যে, ফরেক্স ছাত্র ছাত্রিদের জন্য অবশ্যই অনেক কল্যাণকর। আমি ছাত্র অবস্থায়্ এর সুফল পাচ্ছি ।
-
একজন ছাত্র পড়ালেখার পাশাপাশি ফরেক্স করে ভালো টাকা আয় করতে পারে। আর তাছারা ফরেক্স করার জন্য কোন অফিস বা বাইরে যেতে হয় না। ফরেক্স যেকোন জায়গায় বসে করতে পারে। তাই ফরেক্স একজন ছাত্রের জন্য খুব ভালো একটা কাজের সেক্টর হিসাবে বিবেচিত হয়।
-
ছাত্রজীবনে ফরেক্স
ছাত্রজীবনে যদি কেও ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা ট্রেড করে ভালো আয় করতে পারবে।ছাত্রজীবনে ফরেক্স মার্কেট এর ভূমিকা অনেক বেসি।ছাত্ররা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা তাদের পরা লখার খরচ বহন করতে পারবে।ছাত্ররা যদি তাদের পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা তাদের জীবন কে সুন্দর ভাবে গঠন করতে পারবে।তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে অনেক বেসি আয় করতে পারবে।তাই ছাত্রজীবনে ফরেক্স মার্কেট এর গুরুত্ব অনেক।
-
ছাত্র জীবনে ফরেক্স অনেক ভূমিকা রাখতে পারে। ছাত্ররা তাদের অবসর সময় ফরেক্স এর পিছনে কাজে লাগিয়ে তাদের পরাশুনা ও হাত খরচ রোজগার করতে পারে। বিষেষ করে ছাত্র জীবনে মানুষের ব্রেন বেশি শার্প থাকে। তাই এই সময় আমার মনে হয় ফরেক্স মাথায় ভাল কাজ করবে। যার ফলে ছাত্ররা অল্পতেই ফরেক্স শিখে নিজেদের সাবলম্বি করতে পারে।
-
আমি মনে করি পড়াশোনার পাশাপাশি ফরেক্স অনেক ভাল ও নিরভরজজ্ঞ ব্যবসায় ব্যবস্থা। ফরেক্স ছাত্রজীবন হতে শুরু করে যেকন পেশার পাশাপাশি করা যাই।ছাত্রজীবন হতে ফরেক্স শুরু করলে ভবিষ্যৎ এ অনেক ভাল ফল পাওয়া যাবে এবং ছাত্রজীবন হতেই নিজের পায়ে দাড়ান সম্ভব হবে।
-
ছাত্রজীবনে ফরেক্স মার্কেট এর গুরুত্ব অনেক।আমরা যদি আমাদের পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে আমাদের বাকি কাজ ছাড়তে হয় না।তাই আমরা আমদের পড়ালেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।আমরা যখন আমাদের পড়ালেখা শেষ করবো তখন আমাদের আর চাকুরীর পেছনে ছুটতে হবে না যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
আমি বলব যদি পড়ালেখাকে প্রধান্য দিয়ে পার্ট টাইম জব হিসেবে ফরেক্স কে গ্রহন করা যায় তাহলে আশা করি ফরেক্স ছাত্র জীবনে গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করতে পারবে। কিন্তু রাতা রাতি বড়লোক হওয়ার আশায় যদি কেউ ফরেক্সকে প্রধান্য দেয় আর পড়ালেখাকে পার্টটাইম হিসেবে গ্রহন করে তাহলে ফরেক্স তার জীবনে কোন সফলতা বয়ে আনতে পাবেনা। তাই ছাত্র জীবনের সফলতা ব্যার্থতা নির্ভর করবে একজন ছাত্র এটাকে কিভাবে গ্রহন করছে তার মনোভাবের উপর।
-
ছাত্র জীবনে ফরেক্স মার্কেট কতটা ভূমিকা রাখতে পারে সেটার বেশির ভাগটাই নির্ভর করে ছাত্ররা কীভাবে ফরেক্স কে নিতে চাচ্ছে সেটার উপর । একজন ছত্রি যদি তার পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ শুধু ফরেক্স নিয়ে পড়ে থাকে তাহলে এটা তার কাল হয়ে দাড়াতে পারে ।
-
আমি আপনার সাথে এই বিষয়ে একমত হতে পারলাম না । কেননা ফরেক্স আমার কাছে সহজ কোন ব্যবসায় বলে মনে হয় না । ফরেক্স অত্যান্ত জটিল একটি ব্যবসা । ছাত্র জীবনে ফরেক্স মার্কেটের সাথে জড়িয়ে পড়লে ছাত্ররা যদি মার্কেটে লস করে তাহলে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে । যা তাদের পড়াশুনায় মারাত্বক প্রভাব ফেলবে॥
-
ফরেক্স এর সবচাইতে ভালো হলো টউশনিতে গার্ডিয়ানরা যেমন বকবক করে তার চেয়ে ফরেক্স ট্রেড ১০০ গুণ ভালো । টউশনিতে মাথা নষ্ট হয় আর ফরেক্সে ইন্টারনেশনাল মার্কেটে কাজ করার সুযোগ পাওয়া যায় । তাই ফরেক্স ছাত্র জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ছাত্র জীবনে ফরেক্স এর ভূমিকা অনেক রয়েছে। যা হচ্ছে কোন দরিদ্র ছাত্র থাকলে তার পড়ালেখার খরচ সে নিজেই চালাতে পারবে সে এই ফরেক্স এর আয় দিয়ে ভবিষ্যতে অনেক বড় কিছু একটা করতে পারবে নিজের পরিবারকে এই ফরেক্স এর মাধ্যমে সে বহন করতে পারবে। তাই আমি মনে করি সকল ছাত্র-ছাত্রীর উচিত এই ফরেক্স ব্যবসায় যোগদান করা এবং অন্যকে ফরেক্স সম্পর্কে বলা এবং ফরেক্স এর প্রতি অহব্বান করা।
-
আমি মনে করি একজন ছাত্রের জীবনে ফরেক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । ফরেক্স একমাএ ছাত্ররাই ভালো করে করতে পারবো। কারন তাদের একনই সময় তাদেই ইচ্ছা বেশি ধয্য বেশি এবং লোভ সামলাতে পারে তাই তারে এই ব্যবসার জন্য বেশিরভা্গই উপযোগি। তাই আমি বলবো যে ছাত্রারা যদি এই ফরেক্স করে আর তার যদি এই খানে সময় দিয়ে ধর্য্যর সহকারে ধরে রাখে তহলে সে অবস্যই সাফল্যা অর্জন করতে পারবে।
-
ছাত্র জীবনে ফরেক্স অন্যরকম একটা অভিজ্ঞতা দিতে পারে যে কোন একজন ছাত্রকে । কেননা আমি নিজেও একজন ছাত্র হিসেবে বর্তমানে ফরেক্স ট্রেডিং করছি । অার সে হিসেবে বলতে পারি যে ফরেক্স করার মাধ্যমে একজন ছাত্রের বহুমুখি অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয় এবং নিজেও ইনকাম করার সুযোগ থাকে । তাই ছাত্রদের সুযোগটা কাজে লাগানো উচিত ।
-
ফরেক্স ছাত্রজীবনে অনেক ভুমিকা রাখে।বর্তমান যুগে অধিকাংশ ভার্সিটির ছাত্ররা পরাশুনার খরচ আর হাত খরচ চালানোর জন্য পার্টটাইম জব খোজে।কিন্তু সবাই জব খুজে পায়না।যারা খুজে পায়না তারা ঘরে বসে না থেকে ফরেক্স শিখে বিজনেস করতে পারে। তবে যদি ভাল করে কেউ ফরেক্স ট্রেডিং করতে পারে তাহলে পার্টটাইম জবের থেকে অনেক ভাল হবে।
-
পড়ালেখার পাশাপাশি একজন ছাত্রের জন্য ফরেক্স এমন একটি আয়ের পথ যা ঐ ছাত্রকে অল্প সময়ে স্বাবলম্বী হতে একধাপ এগিয়ে দেয়। চাকুরীজীবীরা চাকুরীর পাশাপাশি ফরেক্সে খুব বেশি সময় দিতে পারে না যেখানে একজন ছাত্র ভাল ভাবে সময় দিতে পারে। তবে ছাত্র কে তার পড়াশোনায় বেশি প্রাধান্য দিতে হবে।
-
ছাত্র জীবন সময়টা হলো শিখার সময়। এই সময়টায় সকল কিছুই অল্প সময়ে আয়ত্ত করা সম্ভব হয়। ফরেক্স ছাত্র জীবনে অনেক ভুমিকা রাখে। একজন ছাত্র ফরেক্স শিখে নিজের আয়ের উৎস সৃস্টি করতে পারে। ছাত্র জীবন থেকে ফরেক্স শিক্ষা নিতে থাকলে পরবর্তীতে ফরেক্সে আরও দক্ষতা অর্জনে সুবিধা হয়। একজন ছাত্র তার পড়ালেখার পাশাপাশি ফরেক্স ট্রেড করতে পারে এটাই সবচেয়ে বড় সুবিধা।
-
ফরেক্স একটি স্বাধীন পেশা যা ঘরে বসেই করা যায় । এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা, পড়াশুনা এবং মার্কেট এ্যনালাইসিস । ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন এবং দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে । ফলে ছাত্ররা ও ফরেক্স ব্যবসা করতে পারে । তবে আমি মনে করি ছাত্র জীবনে এই পেশায় না আসাই ভাল । কারণ এতে ছাত্ররা লোভে পড়ে পড়াশুনা ছেড়ে দিয়ে সারা দিন শুধু ফরেক্স মার্কেট নিয়ে বসে থাকতে পারে । ধন্যবাদ ।
-
পড়ালেখাকে প্রধান্য দিয়ে পার্ট টাইম জব হিসেবে ফরেক্স কে গ্রহন করা যায় তাহলে আশা করি ফরেক্স ছাত্র জীবনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারবে। আমারা আমাদের নিজ নিজ করমসংস্তান গড়ে তোলতে পারি ।
-
ছএজীবনে ফরেক্স অত্যন্ত গুরুত্ত পুরনো ভুমিকা রাখতে পারে এমনকি পড়ালেখার খরচ যোনো ইত্যাদি । তাছাড়া অড্ডা থেকে বিরত রাখে অযথা সময় নস্ট না করে ফরেক্স করলে সুবিধা অনেক ।
-
আমি মনে করি যেসমস্ত শিখখিত বেকার যুবক বাজে আড্ডা দিয়ে সময় নস্ট করে । তাদের যদি ফরেক্স এর আওতায় আনা যায় তবে সমাজের অনেক অন্যায় কাজকরম বিরত রাখা যায় ।
-
আমি মনে করি একজন ছাত্রের জন্য ফরেক্স একটি উত্তম পেশা । যেকোনো পার্ট টাইম জব গুলো হয় পার্ট টাইম কিন্তু আসল সময় টাই নষ্ট করে দেয় । ফরেক্স লাভজনক এবং সুবিধাজনক পেশা । ফরেক্স যেকোনো জায়গায় এবং যেকোনো সময় করতে পারি । আমি মনে করি যেটুকু সময় আমরা ছাত্র সমাজ বন্ধু দের সাথে আড্ডা দিয়ে আর ঘুরে নষ্ট করি, সেই সময় ফরেক্স এ সময় দেওয়া উচিত ।
-
ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্স খুবই গুরুত্বপূর্ণ । কারণ ফরেক্স ব্যবসা করে অনেক দেশের ছাত্ররা অনেক স্বাবলম্বী হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ছাত্রদের উৎসাহ প্রদান করব যাতে তারাও স্বাবলম্বী হতে পারে । অতএব আমরা ও আমাদের ছাত্রদের বেশী বেশী করে ফরেক্স ব্যবসা করার জন্য উৎসাহ প্রদান করে থাকব ।
-
ফরেক্স আমাদের অনেক উপকার করে থাকে ফরেক্স করে আমরা আমাদের অর্থনৈতিক চাহিদা পুড়ন করতে পারি । ছাত্র জীবনে ফরেক্স দিয়ে আমারা আমাদের নিজ নিজ করমসংস্তান গড়ে তোলতে পারি । ছাত্র জীবনে ফরেক্স করে আমরা পারব আমাদের জীবন কে আর বেশী সুন্দর করে গড়ে তোলতে ,ফরেক্স করে একজন ছাত্র তার ভবিষ্যৎ কে উজ্জ্বল করতে পারবে ।
-
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
-
ছাত্রজীবনে ফরেক্সের ভূমিকা অপরিশীম । ছাত্ররা পড়াশুনার পাশাপাশি ফরেক্স ব্যবসা চালিয়ে নিতে পারেন এই ব্যবসাটা বুঝে করতে পারলে অনেক লাভ করা যায় । নিজের জীবনে এবং জাতীয় ভাবে ফরেক্স ব্যবসা করে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা যায় ।
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।
-
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
ছাত্র জীবনে ফরেক্স অনেক ভূমিকা পালন করে থাকে। এ ফরেক্স এ ছাত্র-ছাত্রী তাদের অর্থের চাহিদা ও কর্মসংস্থান করার সুযোগ করে দিচ্ছে। তাদের ভবিষ্যতের অনেকটা মেরুদন্ড দার করিয়ে দিচ্ছে। এছাড়া তাদের বৈদেশিক মুদ্রার সম্পর্কে অনেকটা ভাল জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দিচ্ছে।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
প্রবণ হওয়া আর না হওয়া ের থেকে বড় কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বিষয় হল ঠিকমত মার্কেট এনালাইস করা । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । আবেগ নিয়েই মানুষের জীবন গঠিত
-
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
-
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
ফরেক্স ব্যবসাটি খুব ভাল একটি ব্যবসা সে কারনে যে কেউ ফরেক্স করতে পারে , ছাত্ররাও সহজে ব্যবসাটি করতে পারে তারা তাদের অবসর সময়গুলোতে বসে ট্রেড করে কিছু টাকা উপারজন করে তাদের হাত খরচ এবং পরিক্ষার ফি গুলো সংগ্রহ করতে পারে ।তাই আমি বল্ব যে ছাত্রদের জন্য ফরেক্স খুব উপযোগী ।
-
ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।