-
আমরা যারা ফরেক্স এ ভালো তারা সবাই ভালো ভাবেই অবগত যে ফরেক্স থেকে আমরা কত টুকু পেতে সফল হয়েছি। আমি মনে করি আমাদের দেশে ফরেক্স খুবি দ্রুত ছরিয়ে পড়া দরকার। ফরেক্স দ্বারা এক জন বেক্তি তার বেক্তি জীবনে যেমন ভুমিকা রাখতে পারে, নিজেকে সমাজে বদলে দিতে পারে তার অবস্থান, তেমনি সে ফরেক্স দ্বারা তার পরিবারকে সাপোর্ট দিতে পারে। আর তার এই অবধান দেশীও অর্থনীতিতে ভুমিকা রাখতে সক্ষম। তাই আমি মনে করি আমাদের এই বেকার সমস্যায় জর্জরিত দেশে ফরেক্স আরও দ্রুত ছরিয়ে পড়া দরকার।
-
আমাদের দেশে বতমানে প্রায় ২কোটি বেকা শিক্ষিত বেকার যুবক আছে। কিন্তু এই বেকার যুবকদের জন্য চাকুরী পাওয়া আজ সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছ। এমাতা অবস্থায় ফরেক্স তাদের জন্য এক টি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ফরেক্স বিষয় এক টু জ্ঞান আর অল্প পুঁজি দিয়েই ফরেক্স করা সম্ভব। এবং মাস শেষ এ অনেক টাকা আয় করা সম্ভ। তাই আমি মনে করি বাংলাদেশর সব প্রান্তে ফরেক্স ছড়িয়ে দেওয়া উচিত
-
আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে আমি মনে করি তারা যদি ফরেক্স বেবশা করে তাহলে অনেক বেকারত্ব কমে যাবে আমরা আশা করি ফরেক্স বেবশা আমাদের দেশে খুব তারাতারি ছরিয়ে পরুক এবং বেকারত্ত কুমুক।
-
হ্যা উচিত।বাংলাদেশে প্রচুর শিক্ষিত যুবক রয়েছে।শিক্ষিত হয়ে সবাই যেন ভবঘুরে জীবনযাপন করছে।এজন্য নতুন করে বাংলাদেশের অনেক মানুষ শিক্ষার ব্যাপারে খারাপ সমালোচনা করা শুরু করেছে।কেননা টাকা খরচ করে পড়ালেখার পর যদি কোনো চাকরি না পাওয়া যায় তবে এমনটি তো হবেই।তাই আমার মনে হয় এইসব শিক্ষিত বেকাররা যদি ভবঘুরে হয়ে না বেড়িয়ে ফরেক্স শিখে নিজেদের কর্মের ব্যবস্থা করে তবে মানুষের ঐসব খারাপ দৃষ্টিভঙ্গি দূরীভূত হবে।এজন্য আমাদের দেশে দ্রুতই ফরেক্স ছড়িয়ে পড়া উচিত।
-
আমার মতে ফরেক্স আমাদের দেশ সহ সব দেশিএই ছরিয়ে পরা উচিত । আমাদের দেশে বেকার সমস্যা দূর করতে অনেক ভূমিকা রাকবে । ফরেক্স সম্পর্কে যদি সকলের মাঝে ধারনা দেয়া যাই তাহলে আর বেকার সমস্যা থাকবে না । এবং দেশের অর্থনৈতিক মান অনেক দ্রুত উন্নয়ন ঘটবে । অনেকেই পরাশুনা শেষ করে বসে আছে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন হবে । এই জন্য সকলের মাঝে ফরেক্স ব্যবসা ছরিয়ে পরা উচিত ।
-
ফকেক্স থেকে আমরা আমাদের বেকারত্ব ঘূচাতে পারি । আমারেদ দেশে যেহেতেু অনেক বেকার তো আর আমাদের দেশের অধিক জনসংখার কারনে আমদের দেশের আর্থিক উন্নয়নের জন্য আমাদের ফরেক্স সুযোগ করে দেয় যে আমরা যেন আমাদের দেশের আর্থিক অবস্থা ভাল করতে পারি তার জন্য আমাদের ফরেক্স কে আমাদের দেশে ছড়িয়ে পরা উচিৎ।
-
তৃতীয় বিশ্বের অন্যতম একটি দেশ হচ্ছে বাংলাদেশ । এদেশে বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । সরকার সবাইকে চাকরী দিতে পারতেছেনা । আর তাই আমি মনে করি আমাদের মধ্যে যারা শিক্ষিত বেকার মানুষ আছে তাদের উচিৎ ফরেক্সের দিকে এগিয়ে যাওয়া । ফরেক্স ভাল করে শিখে ফরেক্স ব্যবসা করা । আর এর জন্য আমাদের সরকারের উচিৎ ফরেক্স শিখার জন্য বেশি বেশি ট্রেনিং এর ব্যবস্থা করা ।
-
ফরেক্স একটি লাভ জনক পেশা যার মাধ্যমে আমদের দেহের বেকার সমসসা দূর হতে পারে । তাছাড়া ফরেক্স আর মাধ্যমে আয় করা অর্থ আমদের দেশের রিসারভ কারেঞ্চি পরিমান বৃদ্ধি করবে । তাতে করে আমদের দেশের টাকার মান বারবে । আমদের মুদ্রা স্ফিতি দূর হবে । অনেক বেকার এর আত্নকর্মসংস্থান সৃষ্টি হবে ।
-
ফরেক্স আমাদের দেশে দ্রত থেকে দ্রততর গতিতে ছড়িয়ে দেওয়া উচিত কেন না, দেশের অধিকাংশ তরুণই বেকার আর যে দেশের তরুণরা বেকারত্বের অভিশাপ এ জর্জরিত সেদেশের উন্নয়নের মাপকাঠি জিরো টলারেঞ্চেই থাকার কথা তাই ফরেক্সই হতে পারে আমাদের দেশের যুবকদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি তাই ফরেক্স এর সঠিক প্রশিক্ষণই হতে পারে একমাত্র পথ।
-
ভাই ফরেক্স জত দ্রুত ছরিয়া পরবে আমরা তত বেশি তত দ্রুত উন্নতি করতে পারব । আমদের বেকার সমসসা দূর হবে গরিবের মুখে হাশি ফুথবে । এবং মনে রাখতে হবে ফরেক্স একটি অনলিনে বাবাশা তাই জাছাই বাছাই করে তারপর টাকা ইনভেস্ত করতে হবে ।