ফরেক্স মার্কেটে কোন সময়ে ট্রেড করলে ভালো অর্থ প্রফিট করা যাবে এবং কোন পেয়ারে ট্রেড করলে ভালো অর্থ উপার্জন করা যাবে,,, এইরকম করে কোনো সময় বা কোনো পেয়ার নির্ধারণ করে দেওয়া নাই । ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করাটা নির্ভর করে একান্তই একজন ট্রেডারের দক্ষতার উপর ।আর যদি মার্কেট এনালাইস না করে সর্ট টাইমে ট্রেড করা হয় তাহলে 1মিনিটে ফকির হতে হবে।

