করণীয় হচ্ছে আবার এক মাস যাবত ফোরাম পোস্টিং করে নিজের একাউন্ট এ টাকা আনা এবং পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে পুনরায় ট্রেড করা এছাড়া আর উপায় নেই
Printable View
একাউন্ট ব্যালেন্স শুন্য হলে আপনাকে একটু সমস্যায় পড়ে যেতে হবে কারন আমি যতটুকু জানি আপনি একমাসে যতটুকু বোনাস পাবেন তা যদি লস করে ফেলেন তবে পরবর্তী মাসের বোনাস দিয়ে আপনাকে প্রথমেই তা রিকোভার করতে হবে যা হয়তো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আর এইজন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে করে কম প্রফিট নিয়ে হলেও যেন আমরা এখানে আমাদের ব্যালেন্সটাকে টিকিয়ে রাখতে পারি।
অ্যাকাউন্ট ব্যালেন্স শুণ্য হলেও কোন সমস্যা হবে না যদি আপনি ইন্সটাফরেক্স ও ফোরামের নিয়ম ভঙ্গ না করে থাকেন। মনে রাখবেন ইন্সটাফরেক্সের বোনাস অফারগুলো মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য। অথচ শত শত প্রতারক ট্রেডার আছে, যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে। সুতরাং টেনশন নেওয়ার কোন কারন নেই আপনি ঠান্ডা মাথায় ফ্রেস মাইন্ড নিয়ে ট্রেড এবং ফোরাম পোস্ট দুটোই চালিয়ে যেতে পারেন, আশা করা যায় কোন সমস্যা হবে না।
ফরেক্সে একাউন্ট শূন্য হতে পারে এটা খুব ই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু যদি কারো একাউন্ট বার বার শূন্য হতে থাকে তবে সেটা মোটেও স্বাভাবিক কোন ব্যাপার নয়। তখন আসলে বুঝে নিতে হবে যে আপনার শিখায় কোথাও কমতি রয়েছে। আর একাউন্ট যদি শূন্য হয়ে যায় তবে হতাশ হওয়া যাবে না , ভেঙ্গে পড়া যাবে না । বরং মনে সাহস যোগাতে হবে আর নতুন করে সব কিছু শুরু করতে হবে। একাউন্ট শূন্য হবার পিছনে কারন টি খুজে বের করতে হবে। একটি ভুল একবার করলে সেটি মানায় তবে একি ভুলের জন্য বার বার একাউন্ট শূন্য করলে সেটি মানায় না
অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে গেলে ওই মুহূর্তে করার মত কিছুই থাকে না তাই নিজেকে উত্তেজিত না করে মাথা ঠান্ডা রেখে স্বাভাবিক থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ একাউন্ট শুন্য হয়ে গেলেও পরবর্তী মাসে আপনার একাউন্টে ফোরামের বোনাস যোগ হবে যদি আপনি পূর্ববর্তী মাসে পোস্ট করে থাকেন। তাছাড়া কতবার আপনার একাউন্ট শূন্য হলে আপনার একাউন্টে ফোরামের বোনাস যোগ হবে এই ব্যাপারে কোন লিমিটেশন নেই অর্থাৎ আপনি যদি নিয়মিত ফোরামে পোস্ট করে থাকেন তাহলে ফোরাম প্রতিমাসেই আপনার একাউন্টে বোনাস প্রদান করবে অবশ্য তার জন্য প্রতি দুই মাস অন্তর অন্তর আপনার একাউন্ট এটাস্ট করতে হবে।
প্রতিটি ট্রেড এর পেছনে কারন থাকতে হবে। কারন ছাড়া ফরেক্স্ এ ট্রেড এন্টার করা যাবে না। মার্কে্ট চালু থাকলে যে মার্কেট এ ট্রেড করতে হবে এমন কোন কথা না। যখন যে ট্রেড ওপেন করলে প্রফিট হবে এমন কোন গ্যারান্টি নেই। যদি একবার একাউন্ট জিরো হয় তাহলে খুব ছোট ভলিয়ম দিয়ে ট্রেড করতে হবে।
আপনার একাউন্টস ব্যালেন্স শুন্য হলে, এক্ষেত্রে আপনার উত্তেজিত না হয়ে মাথা ঠাণ্ডা রেখে বিষয়টি নিয়ে ভাবতে হবে যে কি কারনে আপনার ব্যালেন্স শুন্য হল। আর যদি উল্টাপাল্টা ভেবে ট্রেড করা বন্ধ করে দেন তাহলে আপনারই ক্ষতি। তাই আমি বলব , চিন্তা ভাবনা করে ভুলটা কোথায় ছিল তা খুজে বের করে সংশোধন করা।
ফরেক্সে একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া খুব কঠিন কোন বিষয় নয়। এমন কোন ফরেক্স ট্রেডার নেই যাদের ব্যালেন্স শূন্য হয় নি। ব্যালেন্স শূন্য হয়ে গেলে ফোরাম বোনাসের জন্য পরবর্তী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সতর্কতার সাথে ট্রেড করা উচিত যেন একাউন্ট কোন প্রকার ঝুঁকিতে না পড়ে। আমারও বেশ কয়েক বার একাউন্ট শূন্য হয়ে গেছে। আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে। এটাও অনেক বড় অভিজ্ঞতা ।
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আর যদি উল্টাপাল্টা ভেবে ট্রেড করা বন্ধ করে দেন তাহলে আপনারই ক্ষতি। তাই আমি বলব , চিন্তা ভাবনা করে ভুলটা কোথায় ছিল তা খুজে বের করে সংশোধন করা।
ফরেক্সে আবার ট্রেড করতে হলে ফরেক্সের একাউন্টে আবার ডলার ঢুকাতে হবে তারপর ট্রেড করা যাবে । ফরেক্সে কাজ করে একাউন্ট ব্যালেন্স খুব কম শুন্য হয় । আর এই শুন্য হওয়ার পেছনেও অনেক কারন থাকতে পারে । ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করতে হলে আমাদের কে ভাল করে ডেমো প্রেকটিস করতে হবে।ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো করে নাই এরকম লোক খুজা কঠিন তাই আমাদের কে এমন ভাবে ট্রেড করতে হবে যেন একাউন্ট জিরো না হয়।