-
স্টপ লস ছাড়া ট্রেড করলে মার্কেট এ মাসের পর মাস লস করে বসে থাকতে হয়। মার্কেট এ মাসের পর মাস লস ধরে বসে থাকলে তাহলে ফরৈক্স করে কি লাভ। মাসশেষে যদি প্রফিট ই না করতে পারি তাহলে ফরেক্স এ অযথা সময় নস্ট করে কোন লাভ নেই। তাই এখন আমি স্টপ লস ব্যবহার করে ট্রেড করি।
-
আমার মনে হয় স্টপ লস আসলে ফরেক্স এ টিকে থাকার জন্যই দেওয়া হয়েছে। কারণ যেকোনো সময় মার্কেট হাতের বাইরে চলে যেতে পারে। তাই এই স্টপ লস ব্যাবহার করতে হয়। এটি ব্যাবহার না করলে যখন আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে। তখন শুধু আপসোস করবেন। কেন আমি স্টপ লস ব্যাবহার করলাম না। যেমন আমি বাস্তবে অনেবার এর সম্মুখীন হয়েছি। তাই স্টপ লস অনেক গুরুত্বপূর্ণ।
-
ব্রেক ছাড়া গাড়ি আর স্টপলস ছাড়া ট্রেড একই রকম। তাই আমি মনে করি ট্রেড এ এন্ট্রি নেওয়ার আগে আপনার উচিত স্টপলস সেট করা। না হলে পরে পস্তাতে হতে পারে। তাই সব সময় স্টপলস ব্যবহার করুন আর নিজের একাউন্টকে বাচিয়ে রাখুন। নতুবা আপনার একাউন্ট যে কোন সময় বড় রকমের হুমকিতে পড়তে পারে। সময় থাকতে সাবধান হয়ে যান।
-
স্টপ লস ছাড়া ট্রেড করা ফরেক্স মার্কেটে অনেক ঝুকি থেকে যাই।কোন দিন যদি মার্কেটে বড় ধরনের মুভ ঘটে আর ট্রেড যদি বিপক্ষে যাই তাহলে অনেক লসের সম্ভবনা থাকে।তাই সব সময় ফিবোনিচি এনালাইসিস করে স্টপ পয়েন্ট সেট করতে হবে।
-
ফরেক্স এ স্টপ লস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল । এই স্টপ লস আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে একেবারে জিরো করার হাত থেকে রক্ষা করতে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে । আপনি একটি ট্রেড ওপেন করার পর সিদ্ধান্ত নিলেন যে আপনিত ৪০ পিপস প্রফিট লাভ করবেন, বিপরীত দিকে মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় সেক্ষেত্রে আপনি ২০ পিপস লসে ঐ ট্রেড ক্লেজ করবেন । সেই ক্ষেত্রে আপনি স্টপ লস ব্যাবহার করতে পারেন যার ফলে মার্জিন কল থেকে বেচে যাবেন ।
-
আমি মনে করি স্টপ লস ছারা আপনি ট্রের্ড করতে পারবেন। কিন্ত আপনাকে আগে দক্ষ হতে হবে। আপনি যদি দক্ষ না হন তা হলে আপনি স্টপ লস ছারা কাজ করতে পারবেন না। তা হলে আপনি আপনার কাজে লস করতে পারেন। তািই আপনাকে আগে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে,বুঝতে হবে ,জানতে হবে,কিভাবে কাজ করলে আপনি লাভ করতে পারেন। তা হলে আপনি স্টপ লস ছারা ট্রেড করতে পারবেন।
-
যারা নতুন তারা লস এড়ানোর জন্য অবশ্যই স্টপ লস করতে পারেন যদি স্টপ লস ঠিক করে না দেন তাহলে আপনাকে সবসময় কম্পিউটারের সামনে বসে থাকতে হবে যাতে বেশি লস না হয় এখানেই স্টপ লস আমাদের সাহায্য করে থাকে এজন্য এই স্টপ লস ব্যাবহার করতে হয় এটি ব্যাবহার না করলে যখন আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে তখন শুধু আপসোস করবেন কেন আমি স্টপ লস ব্যাবহার করলাম না যেমন আমি বাস্তবে অনেবার এর সম্মুখীন হয়েছি ।
-
ফরেক্স স্টপ লস ও টেক পপিট খুব গুরুত্বপূর্ণ, ট্রেড বসানোর সময় স্টপ লস ও টেক পপিট বসানো উত্তম কারণ আপনার লাভ বা লসের একটি সীমা থাকা ধরকার, যখনই ঐ সীমা অতিক্রম করবে তখনই আপনি আপনার টেড্র কোলজ করে দেওয়াই ভাল। এর জন্য ট্রেড বসানো আগে প্রয়োজনে আপনি স্টপ লস আর টেক পপিট বসাতে পারেন । লোভ আর আবেগ কোনটা ফরেক্স জন্য ভাল না ।
-
স্টপলস ছারা ট্রেড করাটা আমার কাছে বোকামি বলে মনে হয় কারন আমি বুজেছি স্টপলস বয়াবহার না করার কতোটা। মার্কেটে অনেক সময় ঝড় ওঠে বললেই চলে তখন যদি স্টপলস ব্যাবহার না করা হয় তখন একাউন্ট মুহুর্তেই জিরো হয়ে যেতে পারে।
-
আমরা সকলেই জানি যে এই ব্যবসা কতটা ঝুকিপূর্ণ। এই ব্যবসা হতে যদি কেউ সফলভাবে মুনাফা উপার্জন করতে চায় তাহলে তাকে আগে নিশ্চিত করতে হবে তার লস কমিয়ে আনার আর আমার মনে হয় একমাত্র স্টপলসের মাধ্যমেই আমরা আমাদের লস কমিয়ে আনতে পারি। এখন আপনি যদি স্টপ লস ঠিক করে না দেন তাহলে আপনাকে সবসময় কম্পিউটারের সামনে বসে থাকতে হবে যাতে বেশি লস না হয়। এখানেই স্টপ লস আমাদের সাহায্য করে থাকে। স্টপ লস আমাদের বিশাল লসের হাত থেকে রক্ষা করে থাকে।