-
ফরেক্স খুব লাভজনক ব্যবসায় কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ ও বটে । কিন্তু আমরা ফরেক্সে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে আমাদের লস ও মুনাফার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারি । স্টপ লস হচ্ছে আমরা কোনো ট্রেড নিয়ে কত টাকা ঝুঁকি নিবো, আপনি যদি অর্থোপার্জন করতে চান তবে যথাসম্ভব আরও শিখুন। আপনি যত বেশি উপার্জন করবেন তত বেশি শিখবেন। উপার্জনের জন্য, আপনাকে অবশ্যই শিখতে হবে।
-
ফরেক্স মার্কেটে টেক প্রফিট ও স্টপ লস হচ্ছে আপনি কত পরিমান প্রফিট ও লস মেনে নিবেন তা নির্ধারন করে দেওয়া। যখন কোন ট্রেডে স্টপ লস ও টেক প্রফি সেট করে দিবেন মার্কেট তখন আপনার স্টপ লস ও টেক প্রফি ট ছুবে তখন তা মার্কেট অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্স ট্রেডিং এ টেক প্রফিট ও স্টপ লসের সঠিক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ন বিশেষ করে নতুন ট্রেডারদেন জন্য। নতুন ট্রেডাররা স্টপ লস ব্যবহার না করলে যে কোন সময় ব্যলেন্স জিরো হয়ে যেতে পারে। স্টপ লস ব্যবহারের কিছু অসুবিধা থাকলেও অন্তত একাউন্ট জিরো হওয়া থেকে রক্ষা কর যায়। এতে করে আপনার একউন্ট সুরক্ষিত থাকে।
স্টপ লসের (Stor loss) মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
এবং টেক প্রফিটের (Take profit) মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
মনে করুন আপনি ১.৭৪৩২ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে
-
আসলে আমি মনে করি টেক প্রফিট এর চেয়ে স্টোপ লসের গুরুত্ব অপরিসীম। কারন সামন্য লস অনেক বড় ক্ষতির কারন হয়ে থাকে। তাই আমাদের কে ভালো এন্ট্রি খুঁজে ট্রেড নিলেও স্টোপ লস ব্যাবহার করতে হবে। কারন আমরা সবাই জানি ফরেক্স মারকেটে পরিবর্তন হয় প্রতিনিয়ত।
-
ফরেক্স মার্কেটে টেক প্রফিট ও স্টপ লস হচ্ছে
আপনি কত পরিমান প্রফিট ও লস মেনে নিবেন তা
নির্ধারন করে দেওয়া। যখন কোন ট্রেডে স্টপ লস ও
টেক প্রফি সেট করে দিবেন মার্কেট তখন আপনার
স্টপ লস ও টেক প্রফি ট ছুবে তখন তা মার্কেট
অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে অনেক ট্যাকনিক রয়েছে নিজেকে টিকিয়ে রাখার জন্য সে রকম স্টপ লস এবং টেক প্রফিট ।এই টেকনিক ২টা ট্রেড করার সময়ে ব্যভার করলে একাউন্টটার ঝুকি কম থাকে এবং পরবর্তীতে আমরা ট্রেড কারার সুজোগ থাকে ।এমন সময় আসে যখন মারকেট অনেক মুভমেন্ট করে তখন স্টপ লস এবং টেক প্রফিট খুব কার্যকর ভুমিকা রাখে ।
-
টেক প্রফিট ও স্টপ লচ
ফরেক্স এ ট্রেড সফল ভাবে শেষ করা বেশ কঠিন কাজ, ঠিক সময় ট্রেড করা ও ঠিক সময় ট্রেড শেষ করা কঠিন এবং অতিরিক্ত লচের হাত থেকে অ্যাকাউন্ট বাচাতে স্টপ লচ ব্যবহার করা উত্তম তাই আমাদের টেক প্রফিট না বসালেও স্টপ লচ বসাতে ভুল না করাই ভালো, এই কারনে আমি মনেকরি সবারই টেক প্রফিট ও স্টপ লচ বসানো উচিৎ। আপনারা আপনাদের মতামত জানান।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
এক কথায় আপনি যে প্রাইস পর্যন্ত প্রফিট করতে চান বা যে প্রাইস পর্যন্ত প্রফিট থাকে ,সাধারণত আমরা তাকে টেক প্রফিট বলে থাকি।আর অপর পক্ষে স্টপ লস বলতে যে প্রাইসে ট্রেডগুলো লস হয় বা ক্লোজ তা বুঝায়।ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত এগুলো ব্যবহার হয়ে আসছে।আর এগুলো ব্যবহার করার ফলে আমরা অমাদের একাউন্টগুলোকে মাত্রাতিরিক্ত লসের হাত থেকে রক্ষা করতে পারি।
-
স্টপ লস ও টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ অংশ ফরেক্সে। এই টুলসের গুরুত্ব অপরিসীম। আমাদের নিদিস্ট কোন স্থানে প্রফিট বা লস করার ইচ্ছা থাকলে, আমাদের অনুপস্থিততে মার্কেট
কাঙ্খিত স্থানে হিট করলে অটোমেটিক ক্লোজ হওয়ার প্রক্রিয়া হলো স্টপ লস ও টেক প্রফিট বলা হয়। এটি ব্যবহার না করলে ফরেক্সে আপনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তার প্রমান আমি নিজে এমন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমি ট্রেড দিয়ে স্টপ লস ( এসএল) না দিয়ে রাতে ঘুমিয়ে পড়ছিলাম। সকালে উঠে দেখি আমার ব্যালেন্স জিরো হয়েছে। এর পরবর্তী সময় থেকে এটা সেট করতে আমি কখনও ভুল করি না। এছাড়াও অনেক সময় আমাদের নেটওয়ার্ক বা পিসি দূরে থাকতে হয়, সেই সময় যদি আমরা স্টপ লস ব্যবহার না করি তাহলেও ক্ষতির মুখে পড়তে হয়ে।
-
ফরেক্স ট্টেডিং এ স্টপ লস ও টেক প্রফিট খুবই একটি গুরুপ্তপূর্ন বিষয়। এ ফরেক্স ট্টেডিং এ স্টপ লস ও টেক প্রফিট আমাদের কে অনেকটা শাস্রয়ী করে দেয়। স্টপ লস:- স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। আর টেক প্রফিট:- টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। আর এটাই হচ্ছে ফরেক্স ট্টেডিং এ স্টপ লস ও টেক প্রফিট।