আমার জানা মতে ফোরামে পোষ্ট করার জন্য কোন নির্ধারীত নিয়ম নেই। তবে প্রতিদিন আপনি ৪০ থেকে ৪৫টি পোষ্ট করাই ভাল, কেননা সব কিছুর একটা নিয়ম আছে কথায় আছে না অতি লোভে তাতি নষ্ট অতএব একটা নির্ধারীত নীতি অনুযায়ী থাকা ভাল। অতিরিক্ত পোষ্ট করার জন্য হয়ত আপনার এ্যাকাউন্ট বন্ধও হয়ে যেতে পারে। তাই আমি মনে করি একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে থাকাটাই সবচেয়ে ভাল। তাই বেশি পোষ্ট না করে অল্প পোষ্ট করুন এবং যা পোষ্ট করবেন সবগুলো মান সম্মত পোষ্ট করার চেষ্টা করুন। শুধু বোনাসের আসায় পোষ্ট করবেন বরং আপনার পোষ্ট গুলো পড়ে অন্য ট্রেডারের উপকার আসে সেই ধরনের পোষ্ট করুন। তাহলে আপনি অবশ্যই অল্প পোষ্ট করেও ভাল বোনাস উপার্জন করতে পারবেন এমনটাই আমার বিশ্বাস।