-
ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়, তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী। কারণ সবাইকে ব্যবসা ছাড়াও অন্য কোন কাজে ব্যবস্ত থাকতে হয়। যেমন আমি অন্য একটি স্থায়ী চাকুরী করছি। তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি। আমি দুপুর ৩ টার থেকে রাত ১০ টা পর্যন্ত ফরেক্স ট্রেডিং এ বেশি সময় দেয় ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বাসবা থেকে শিখা নিতে হবে। আমরা জপদি মন দিএ এই বাবসা শিক্তে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা আয় করতে চাই।
-
আপনার বাছাই করা সময়টা খুবই উপযুক্ত একটা সময়।
কারন এই সময় মার্কেট অনেক বেশী ভোলাটাইল
থাকে বলে অল্প সময়েই প্রফিট করে বের হয়ে
যাওয়া যায়।আমিও এই সময়টা বেশী পছন্দ করি।
-
ফরেক্স এ নিজস্ব সময় ঠিক করার কোন কারন নেই ।মার্কেট খোলা থাকলে ২৪ ঘণ্টা ফরেক্স এ ট্রেড করা যায় । কিন্ত আমার মতে বাংলাদেশ এর দুপুর ১ থেকে রাত ১০ পর্যন্ত মার্কেট অনেক বেশী নাড়াচাড়া করে ।
-
কেউ যদি চাই যে ২৪ ঘন্টাই ফরেক্স ট্রেডিং করবে কোন ব্যাপার না সে করতে পারে, কারণ ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।
-
Forex ব্যবসা আমি পার টাইম জব হিসেবে করে থাকি । আমি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করে থাকি কারন এ সময় মার্কেট বেশি চলে । তখন ট্রেড করলে লাভের আশা করা যায় ।
-
ফরেক্স মার্কেট দিন রাত চব্বিশ ঘণ্টাই খোলা থাকে এখানে যার যে সুবিধা মত সময় অনুযায়ী ট্রেড করতে পারেন। তবে সবসময় মার্কেট মুভমেন্ট এক থাকেনা। ফরেক্স মার্কেট এ যে চারটি সেশন রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি মুভমেন্ট করে নিউইয়র্ক সেশন ও লন্ডন সেশনে। এর জন্য ফরেক্স মার্কেটে টাইম সেশন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং সেই সময় অনুযায়ী মার্কেটে এন্ট্রি নিলে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি নিজেও চাকরির পাশাপাশি ফরেক্স করি এবং এতে করে আমার সময়গুলোকে পর্যাপ্ত কাজে লাগাতে পারি। যা থেকে আমি আর্থিকভাবে বাড়তি সুবিধা আদায় করতে পারি।
-
ফরেক্স মার্কেট মূলত একটি অনলাইন বিজনেস মার্কেট। এখানে মুদ্রা ক্রয় বিক্রয় হয়ে থাকে ট্রেডিং এর মাধ্যমে । ফরেক্স মার্কেটে ট্রেড করার অনেক নিয়ম কানুন রয়েছে। যারা এসব ফলো করবে তারা ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে অনেক ভালো কিছু করতে পারবে। যেমন ট্রেড করার আগে মার্কেট সম্পর্কে ভালভাবে এনালাইসিস করা। ফরেক্স মার্কেটে ধৈর্যসহকারে ট্রেড করা ইত্যাদি।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের বিজনেস । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন সময় নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযায়ী বের করে নেয়া উচিত কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বিজনেস থেকে শিখতে হবে। আমরা জদি মন দিএ এই বাবসা শিখতে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা উপার্জন করতে চাই।
-
আমার মনে হয়, যাদের কোন কাজ নেই, বেকার তারা যদি ফরেক্স করেন, তাহলে সারাদিন তাদের ফরেক্স এ ট্রেড করা উচিৎ। কারণ তারা অনেক লাভ করতে পারবে। আমি নিজেও সারাদিন ফরেক্স এ ট্রেড করি। আর যারা অন্য কোন কাজ করেন। আমি মনে করি আপনি যদি ফরেক্স শিখে ট্রেড করেন তাহলে আপনি যেকোনো সময় ট্রেড করতে পারেন।কারন ট্রেডিং করে নিজেকে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ও পরিশ্রমী ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলবেন।আমি এখন রাতে ট্রেড করি কারন এই সময়টা আমি ট্রেড করার জন্য সময় পাই আর সকালে ট্রেড করি।