-
ফরেক্স মার্কেটে আমাদের প্রথম কাজ হচ্ছে ফরেক্স শিখা।আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন আমাদের উচিত ট্রেডিং দক্ষতা বৃদ্ধির জন্য প্রচুর পরিমান ডেমো প্রাক্টিস করা।আপনি যদি মনে করেন আমার আর ডেমো প্রাক্টস করার দরকার নেই আর আপনি নিজেকে রিয়েল ট্রেড করার উপযোগী মনে করেন।তাহলে আপনি রিয়েল একাউন্ট খুলে ডিপোজিট করতে পারেন।তবে প্রথমে আপনার জন্য ৫০ ডলার ডিপোজিট করাই ভালো।
-
নতুন অবস্থায় খুব বেশি ইনভেস্ট করা লাগেনা। তাই বলে একদমই যে কম ডিপজিট করবেন তা নয়। নতুন অবস্থায় কমপক্ষে ১০০ ডলার ডিপজিট করা উচিত।এবং ট্রেড ক্রার সময় সরবোচ্চ ১ সেন্ট ট্রেড ক্রা উচিত।তারপর ধিরে ধিরে অভিজ্ঞ হয়ে উঠলে লট বারাতে পারেন।
-
আমার মতে নতুন অবস্থায় ইনভেস্ট করা একদম জুকিপূর্ণ । কারন ফরেক্স একটি জুকিপূর্ণ ব্যবসা।শুধু মাত্র অভিজ্ঞ ট্রে ডার রা এখানে টিকে থাকে। তাই নতুনদের ক্যাশ বিনিয়োগ না করে উচিত হবে ফোরাম পোস্ট করে যে বোনাস পাবে তা দিয়ে কয়েক মাস চালিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা। তাহলে বহু দিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে।
-
ফরেক্স ট্রেডে যারা নতুন আমার মতে তাদের স্বল্প পরিমানে ইনভেস্ট করাই ভাল। নতুন অবস্থায় ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞানের অভাবে ও দক্ষতা কম থাকার কারণে লস হবার সম্ভাবনা বেশি থাকে। তাই নতুন অবস্থায় ইনভেষ্ট কম থাকলে- লাভ হলে ভাল কথা আর লস হলে কম হবে। অল্প পরিমান ইনভেস্টে লস হলে তা আবার অল্প সময়ের মধ্যেই ভুল থেকে শিক্ষা নিয়ে তাড়াতাড়ি রিকভার করা সম্ভব।
-
আসলে আমি মনে করি যে যদি একজন ট্রেডার সম্পূর্ণ নতুন হয় তবে এক ডলারও ইনভেস্ট করা উচিত নয় । কারণ নতুন থাকা অবস্থায় কেউ দক্ষ থাকে না । আর দক্ষতা না থাকলে সফল হওয়া যাবে না । আর যেখানে সফল হওয়া যাবে না সেখানে একশ ডলার লস দেওয়ার কনো মানে হয় না । আমি অনেক ট্রেডারভাইকে দেখেছি তারা এখানে নতুন অবস্থায় এসে ডলার ইনভেস্ট করে অার পরবর্তীতে ধরা থায় । ডলার ম্যানেজমেন্ট করার মত ট্রেডিং দক্ষতা অর্জন করতে পারল তবেই ইনভেস্ট করা উচিত ।
-
আমি বলব প্রথম অবস্থায় ইনভেস্ত না করে ফরাম করুন ।ফোরাম থেকে যে বোনাস পাবেন তা দিয়ে সুরু করুন ফরেক্স । এটাই উত্তম পন্থা হবে ।
-
আমিও মনে করি নতুন অবস্থায় ফরেক্স এ বেশি ইনভেস্ট করা প্রযকন নেই,অল্প ইনভেস্ট করে তাকে অনেক করার চেষ্টা করুন.ডেমো ট্রেড এর অভিজ্ঞতা এবং মাঝারি আকারের মূলধন নিয়ে ফরেক্স এ প্রথমে চেষ্টা করা টাই ভালো.মাঝারি আকারের মূলধন থাকলে ত্রাদেররা অনেক পর্যবেক্ষণ করে ট্রেড করে যা ট্রেডিং এর জন্য ও ভালো টাই প্রথমে অতিরিক্ত মূলধন নিয়েই ট্রেড করে লস করাটা যুক্তিযুক্ত নয়.
-
সম্পূর্ণ নতুন অবস্থায় কোনরুপ টাকা ইনভেস্ট না করাটাই নিরাপদ বলে আমি মনে করি । কেননা অামরা যারা ট্রেড করি তারা জানি যে সম্পূর্ণ নতুন অবস্থায় একজন ট্রেডারের কোন ধরনের অভিজ্ঞতা থাকে না যে যা দিয়ে সে একশ ডলারকে ভালভাবে পরিচালিত করতে পারবে । তাই ডেমো অথবা ফোরাম পোস্টিং বোনাস দিয়ে ফরেক্স বেসিক শিখলে তারপরই ইনভেস্ট করা নিরাপদ হবে ।
-
নতুন অবস্থায় ফরেক্সে কম ইনভেস্ট করাই ভালো। তবে আপনি চাইলে ফোরামের বোনাস দিয়ে নতুন ট্রেড করতে পারেন। প্রথম রিয়েল ট্রেড করতে অনেকের সমস্যা হয় যার কারনে তেমন লাভ করতে পারেনা। তাই নতুন সবার উচিত ডেমো ট্রেড করে ভয় কাটানো এবং যথা সম্ভব কম ইনভেস্ট করা। ট্রেড করে যখন মনে হবে ইনভেস্ট বাড়ানো দরকার তখন বেশি ইনভেস্ট করা।
-
নতুন অবস্থায় ১০০ ডলার যথেষ্ট । এই ডিপোজিট দিয়ে ভাল করে ট্রেড করা যায় । আমি ৭০ ডলার ইনভেস্ট করেছিলাম। ট্রেড করছি ছোট লটে। লোভ করা যাবে না। যেহেতু টাকা কম তাই লাভ কম । কোন ক্রমেই লোভ করা যাবে ।