-
আসলে নিউজ ট্রেডটা সবার করা উচিত না কারন হচ্ছে নিউজ ট্রেড করতে গিয়ে যারা ফরেক্স মার্কেটে নতুন তারা লস করে বসে তাই আমি মনে করি যারা অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার তারাই নিউজ ট্রেড করলে ভাল হয় । নতুন ট্রেডারদের ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করতে হবে তারপর তারা সবধরনের ট্রেড করবে ।
-
নিউজ ট্রেড নতুনদের জন্য অনেক বিপদজনক। কেননা হাই ইম্পেক্ট নিউজ এর সময় মার্কেট 400 পিপস পর্যন্ত মুভ করতে পারে , ঐ সময় ট্রেড করলে মার্কেট যদি আপনার বিপরীতে দাঁড়িয়ে যায় তখন অনেক বেশি অর্থ লস হবে, ব্যালান্স জিরো হয়ে যেতে পারে । নিউজ এর সময় ট্রেড না করাই ভালো।
-
হাই ইম্পেক্ট নিউজ এর সময় ট্রেড করে প্রচুর প্রফিট করতে চাইলে আগে ডেমো একাউন্ট এ সিরিয়াসলি নিউজ ট্রেড প্র্যাকটিস করতে হবে । আপনি ডেমো একাউন্ট এ নিউজ এর সময় ট্রেড করে করে যখন অভিজ্ঞতা অর্জন করবেন এবং দেখবে নিউজ ট্রেড এ আপনা কৌশল প্রয়োগ করে আপনি প্রফিট করতে পারেন তখন , আপনি রিয়েল একাউন্ট এ নিউজ ট্রেড আরম্ভ করতে পারেন ।
-
নিউজ ট্রেড এর জন্য ট্রেডাররা কিছু কৌশল অবলম্বন করে তার মধ্যে একটি হচ্ছে - হেড্জিং ট্রেড । নিউজ এর সময় হেড্জিং ট্রেড করার জন্য রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5 ব্যবহার করতে হবে । বাই ও সেল উভয় ট্রেড একই সময়ে ও একই প্রাইস এ ওপেন করতে হবে নিউজ এর দশ মিনিট আগে ।
-
নিউজ এর সময় মার্কেট মুভমেন্ট অনেক বেশি মুভ করে তাই রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5 অনুযায়ী স্টপ লস 30 পিপস টেক প্রফিট 150 পিপস সেট করে হেড্জিং ট্রেড ওপেন করতে হবে অর্থাৎ বাই ও সেল উভয় ট্রেড ।নিউজ পাবলিশ এর সাথে সাথে যদি একটি ট্রেড স্টপ লস হিট করে এবং একটি ট্রেড টেক প্রফিট হিট করে তাহলে আপনি 120 পিপস প্রফিট করতে পারবেন ।
-
আমি ব্যক্তিগতভাবে নিউজ ট্রেড খুব পছন্দ করি । আসলে নিউজ ট্রেডের বিশেষ কিছু নিয়ম আছে যা মেনে চলতে পারলে লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে । তাই আমি মনে করি অবশ্যই যারা ফরেক্স ট্রেড করে তাদের নিউজ ট্রেড সম্পকে একটা ধারনা থাকাটা জরুরী । না হলে অনেক কিছুই মিস হতে পারে ।
-
হাই ইম্পেক্ট নিউজ এর সময় মার্কেট 400 পিপস পর্যন্ত মুভ করতে পারে , ঐ সময় ট্রেড করলে মার্কেট যদি আপনার পক্ষে যায় আর আপনার ট্রেড এর পরিমান যদি 1 লট হয় , তাহলে 1 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি 400$ পর্যন্ত প্রফিট করতে পারবেন। 1 লট এর মত বড় লট এর রিস্ক না নেওয়া ভালো ।
-
নিউজই তো বুঝিনা , নিউজ ট্রেড করবো কিভাবে ? নিউজ এর সময় মার্কেট up হবে না down হবে তা বুঝব কিভাবে ? তার সহজ পদ্ধতি হলো , নিউজ এর ফলাফল যদি, একচুয়াল > ফরকাস্ট = গুড ফর কারেন্সি হয় তাহলে মার্কেট প্রাইস বেড়ে যাবে তখন বাই ট্রেড ওপেন করতে হয় এবং একচুয়াল < ফরকাস্ট = বেড ফর কারেন্সি হয় তাহলে মার্কেট প্রাইস কমে যাবে তখন সেল ট্রেড ওপেন করতে হয় ।
-
নিউজ ট্রেড অতীব ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ ট্রেডের মধ্যে এটা সবার উপরে। এর জন্য আগে নিউজের ইফেক্ট তা কেমন হবে তার সম্পকে ধারণা পাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অনুশীলন করতে হবে। এবং প্রথমে সবচেয়ে ছোট লটে রিয়েল ট্রেড শুরু করতে হবে। ডেমো করলে হবে না। কারণ স্ক্যাল্পিং হওয়ার কারণে এক্ষেত্রে ব্রোকারের আচরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রয়োজনে মুহূর্তে ট্রেড ক্লোজ করার জন্য শক্তিশালী ইএ বা স্ক্রিপ্টের সাহায্য নিতে হবে।
-
নিউজ ট্রেড সব সময়ই খুব রিস্কি তাই অবশ্যই ষ্টপ লস ব্যাবহার করবেন । আপনি যত বেশি নিউজ এ্যানালাইসিস করবেন আপনার যত বেশি ট্রেডিং এর বয়স বৃদ্বি পাবে যত বেশি ট্রেড করবেন তত বেশি আপনার নিউজ ট্রেডিং এর দক্ষতা বাড়বে ও সফলতার দরজা খুলতে থাকবে ।