ক্যান্ডেলস্টিক মাধ্যমে মার্কেটের আগাম বার্তা পাওয়া যায় । যার ফলে আমারা সহজে মার্কেট সম্পর্কে ধারনা লাভ করতে পারি এবং তখন বাই করবো না সেল করবো তা নির্দেশ করে । ক্যান্ডেলস্টিকের সম্পর্কে যদি আমাদের ধারনা থাকে তাহলে আমাদের লসের পরিমান কম হবে এবং সহজে লাভ করা যাবে । তাই ক্যান্ডেলস্টিক সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক । আসলে আমাদের প্রত্যেকেরই উচিত ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা রাখা।এ সমপকে যদি আমরা জানতে পারি বুঝতে পারি তাহলেই আমরা ফরেক্স এর মাধ্যমে ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে।