Originally Posted by
HasanXM
ফরেক্স মার্কেট সম্পর্কে অনেকেই এমন ধারনা পোষন করে থাকেন যে ফরেক্স মার্কেট সম্পূর্ন জুয়া, এটি এক প্রকার gambling market, এমন কি দীর্ঘ দিন ফরেক্স মার্কেটে ট্রেডিং এর সাথে সম্পৃক্ত অনেকেই ফরেক্স মার্কেট সম্পর্কে এমনটি ধারনা পোষন করেন, কিন্তু এ বিষয়ে তাদের কাছে কিছু অকল্পনিয় ও উদ্ভট যুক্তি আছে, যা সম্পূর্ন অজ্ঞতার পরিচয় বহন করে. ক্ষেত্র বিশেষ দেখা যায় প্রশ্নকর্তা একজন নতুন ট্রেডার কে জিজ্ঞেস করে বসল কিন্তু নবীন ট্রেডার এই মার্কেট সম্পর্কে আর কতটুকুও বা জানে, ফলে তার বর্ননার উপর ভিত্তি করে বাস প্রশ্ন কর্তা বিভিন্ন বিষয় গুলো অনুমান করে অবৈধ ব্যবসার সীকৃতি দিয়ে দিল আসলেই কি আমাদের এসব আচরন সঠিক ?