ফরেক্স শুধুমাত্র যুবকদের, না এই কথা টা আমি মানতে পারবো না কারন ফরেক্স সব ধরনের লোকদের জন্যই । তবে হ্যা যুবকরা ফরেক্স থেকে অবশ্যয় ভালো ফল পায় । কারন অনেক যুবকই বেকার থাকে তাদের ফরেক্স ই একমাত্র উপার্জনের উৎস, তাই তার এখানে অনেক সতর্কতার সাথে ট্রেড করে এবং লাভবান হন ।