শুরু করার জন্য ১০০ ডলার অনেক টাকা , তবে এই টাকাকে ঠিক মত ব্যবহার করার জন্য ফরেক্স সম্পর্কে জানা প্রয়োজ়ন প্র য়োগিক ব্যবহার না জানলে যত টাকাই ঢালুন না কেন কোন লাভ হবে না
Printable View
শুরু করার জন্য ১০০ ডলার অনেক টাকা , তবে এই টাকাকে ঠিক মত ব্যবহার করার জন্য ফরেক্স সম্পর্কে জানা প্রয়োজ়ন প্র য়োগিক ব্যবহার না জানলে যত টাকাই ঢালুন না কেন কোন লাভ হবে না
ফরেক্স ট্রেডিং আপনি চাইলে এক ডলার দিয়েও শুরু করতে পারেন । আমি মনে করি প্রাথমিক অবস্থায় খুব বেশি বিনিয়োগ করা উচিৎ নয় এতে লসের সম্ভাবনা খুব বেশি থাকে। তাই অল্প বিনিয়োগ করে তা থেকে শিক্ষা গ্রহন করা উচিৎ।
ফরেক্স মার্কেটে লাভ করাটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। তবে যারা একদমি নতুন তাদের এই দিক দিয়ে ভুব ভালো ভাবে নজর দেয়া উচিত। তবে একটু বেশি ডিপোজিট করে কাজে নামা উচিত। যাতে করে একাউন্ট শুন্য না হয়।
আমার মনে হয় না ১০০ ডলার অনেক কম ডিপজিট।কারন ১০০ ডলার অনেকের কাছে অনেক কিছু।যে এই ডলার কাজে লাগাতে পারবে সে অনেক লাভবান হতে পারবে।এবং ১০০ ডলার থেকে আরও অনেক ডলার বানাতে পারবে যা আরও ট্রেড করার কাজ এ লাগবে।তাই আমার মনে হয় ১০০ ডলার কে ছোট ভাবলে চলবে না।বিন্দু বিন্দু জল দিএ যেমন সাগর হইছে তেমনি অল্প অল্প ডলার দিয়ে অনেক বড় ডিপজিট করা সম্ভব।
For a new trader 100 $ is not a small amount. For starting of trading it is really a good amount.
হয়ত অনেক মানুষ এর কাছে ১০০ ডলার কিছু ই না তবে আমার কাছে ১০০ ডলার মানে অনেক কিছু।১০০ ডলার ডিপোজিট করা কম বিষয় না আমার কাছে ত অনেক বড় একটা বিষয়।আমি বলব নতুন দের জন্য ১০০ ডলার ডিপোজিট না করা ই ভাল কারন নতুন দের কাছে ১০০ ডলার মানে অনেক বড় কিছু।তাই নতুন দের জন্য ১০০ ডলার আর কিছু কম ডলার ডিপোজিট করা ভাল বলে আমি মনে করি।
ফরেক্সে ডিপোজিট কম বা বেশি দিয়ে বিনিয়োগ করা এটি সম্পূর্ণ নির্ভর করে আমাদের দক্ষতার উপর। আপনি যদি মনে করেন যে আপনি একজন ভালো ট্রেডার তাহলে বিনিয়োগ বাড়াতে পারেন। তাই ১০০ ডলার কোন কম ডিপোজিট নয়।
আমার মনে হয় ১০০ ডলার অনেক কম ডিপোটিজ কেননা এতে ট্রেড করা যায় না।
তুলনামূলক ভাবে কম ডিপোজিট। তবে আপনি যদি খুব ভালো ট্রেড করতে পারেন তাহলে আপনি ১০০ ডলার নয় ১০ ডলার ইনভেস্ট করেই ১০০ ডলার প্রফিট করতে পারবেন। মূল কথা হচ্ছে ডিপোজিটের এমাউন্ট কোন ব্যাপার নয়। আসল জিনিস হচ্ছে আপনার ট্রেডিং দক্ষতা।
১০০ ডলার নতুনদের জন্য কম নয়। আমি ফরেক্সে নতুন বাস্তবে ১০০ ডলার দিয়ে ব্যবসা করে কি পরিমান লাভ হয় জানি না, অভিজ্ঞ ব্যক্তিরা বলতে পারবেন। ব্যবসা করতে পারলে ১০ ডলার দিয়েও টিকে থাকা যায় আবার ব্যবসা না করতে পারলে ১০০০ ডলার দিয়েও টিকে থাকা সম্ভব হয় না।