-
আমার মতে ফরেক্স এ তিন ধরনের হিরো রয়েছে। যেমন: ১। হিরো ২। সুপার হিরো ৩। রিয়েল হিরো। যারা ফরেক্স করে তারা প্রত্যেকেই হিরো। যারা অনেক দিন ধরে ফরেক্স করে এখনো টিকে আছে তারা সুপার হিরো।যে যত আর্থিক ট্রেডিং প্লাটফ্রম আছে তার মধ্য সেরা হল ফরেক্স ট্রেডিং প্লাটফ্রম । যার গড় দৈনিক লেনদেন হয় ট্রিলিয়ন ডলারের উপর । তাই বলা যায় এ ক্ষে্ত্রে হিরো হল ফরেক্স মার্কেট ।
-
ফরেক্স হল প্লাটফর্ম, আর ট্রেডার হল প্লাটফর্ম এর নায়ক। ফরেক্স থেকে মানুষ তার জীবনের গতি পরিবর্তন করতে পারে। ফরেক্স বেকারত্ত্ব এবং অধীনস্ত এর হাত থেকে রক্ষা করে। ফরেক্স ট্রেডারগণ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে নিজেদের চাহিদা পূরণের পাশপাশি পারিবারিক চাহিদাও পূরণ করতে সক্ষম। তবে তার জন্য ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়োজন। ফরেক্স হল পথ আর সেই পথের যাত্রী হল ট্রেডার। একজন সফল ট্রেডার হল ফরেক্স রাজ্যের রাজা।
-
ফরেক্স আসলে আমাদের কাছে হিরো। আবার ফরেক্স এর কাছে আমরা হিরো হতে গেলে ফরেক্স এর অনেক অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স এ ট্রেড করে প্রতিবারই ই সাফলতা অর্জন করতে হবে। ফরেক্স থেকে আমরা ট্রেড করলে এবং অনেক আয় করতে পারলেই আমরা ফরেক্স এর কাছে হিরো হব। তাই ফরেক্স আমাদের কাছে হিরো। আর ফরেক্সের কাছে হিরো হতে গেলে ভাল দক্ষ ট্রেডার হওয়া লাগবে। ধন্যবাদ।
-
অবশ্যই হিরো ট্রেডার। একজন যদি একটা ক্রিকেট ম্যাচ খেলে এবং সে সেখানে আউট স্ট্যান্ডিং পারফরমেন্স করে তবে অবশ্যই হিরো সেই ক্রিকেটার। ক্রিকেট খেলা কিংবা ক্রিকেট ম্যাচ কখনো হিরো না। ঠিক তেমন ভাবেই একজন ট্রেডার হিরো, ফরেক্স এক্ষেত্রে হিরো না। ফরেক্স ওই ক্রিকেট খেলার মতো, আর ট্রেডার ক্রিকেটারের মত যে আউট স্ট্যান্ডিং পারফরমেন্স করে হিরো হয়।
-
ফরেক্স ট্রেডার আছে বলেই ফরেক্স বিজনেস আছে আর ফরেক্স বিজনেস আছে বলেই ফরেক্স ট্রেডার আছে।তাই আমি মনে করি আমাদের কাছে ফরেক্স হিরো।আর ফরেক্স বিজনেসে আমাদের হিরো হতে গেলে।আমি মনে করি হিরোর মতেই ট্রেডিং করে অভিজ্ঞতা কোশল জ্ঞ্যান ও পরিশ্রম করেই। ফরেক্স ছাড়া যেমন ট্রেড করা সম্ভব না তেমনি ট্রেডার ছাড়া ফরেক্স এর কোন দাম নেই ।
-
ইনকাম করতে পারে তাঁরাই আমার কাছে হিরো। ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে পারলে অভিজ্ঞ হতে পারলে ফরেক্স বিজনেস করে টাকা ইনকাম করা কোন ব্যপার বলে আমি মনে করিনা।
-
একজন দক্ষ ট্রেডার যখন তার ট্রেডিং দক্ষতার মাধ্যমে ফরেক্স মার্কেটকে হারিয়ে লাভ করতে পারবেন তখনই তাকে হিরো বলা হবে।আর যখন ট্রেডার মার্কেটে কাছে হেরে যাবেন অর্থাং লস হবেন তখন মার্কেট হবে হিরো।তবে এক কথাই বলা চলে ফরেক্স মার্কেটে দক্ষ সফল ট্রেডারাই হচ্ছে হিরো।
-
ফরেক্স মার্কেটে হিরো উভয় । কারন ফরেক্স এ যারা তাল মিলিয়ে কাজ করে তারা ফরেক্স মারকেতে হির ।আর আমি মনে করি আমাদের কাছে ফরেক্স হিরো।আর ফরেক্স বিজনেসে আমাদের হিরো হতে গেলে ফরেক্স এর সাথে বুন্ধু ভাব করতে হবে ।
-
অবশ্যই ফরেক্স ট্রেডাররই হচ্ছে মুলত হিরো, যারা ফরেক্স মার্কেট এর নাকে লাগাম লাগায়ে নিজের বশে নিয়ে আসে এবং ফরেক্স থেকে ডলার আর্ন করে নিজের পকেটে নিয়ে আসে। তাই সকল ফরেক্স ট্রেডারদেরকে বলছি, আপনেরা সবাই ফরেক্স মার্কেটে মুলত হিরো। তাই আমি চাই আমরা/সকল ফরেক্স ট্রেডার ভাইয়েরা এমন ভাবে ফরেক্স শিখবো, যাতে সবাই আমরা হিরো হতে পারি। যার জন্য আপনি টিকে আছেন আর যার জন্য আপনার লাইফ চলছে তার সাথে প্রতিদন্দিতা করার কি কোন দরকার আছে যদদি তেমনি বলেন তাহলে তো বলা চলে একানে না ফরেক্স হিরো আর না আমরা হিরো হিরো তো সকল ব্রকার রা যারা আমাদের ক্ষুদ্র ইনভেস্টের বিনিময়ে আমাদে ফরেক্স এ ট্রেড করার সুযোগে কোরে দিয়েছে।
-
ফরেক্স বিজনেসে যে সত্যিকারে ট্রেড করে টাকা ইনকাম করতে পারে তাঁরাই আমার কাছে হিরো। ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে পারলে অভিজ্ঞ হতে পারলে ফরেক্স বিজনেস করে টাকা ইনকাম করা কোন ব্যপার বলে আমি মনে করিনা।