আমি অনেকের কাছে শুনেছি এবং ইন্টারনেটে নিজে অনেক অনুসন্ধান করে জেনেছি যে ফরেক্সে সকল পেয়ার করা মুদ্রার মধ্যে ইউরো ও ইউ.এস.ডি পেয়ার সবথেকে নিরাপদ এবং বেশি ব্যবহৃত পেয়ার। এছাড়া অনেক ট্রেডার এই পেয়ারে ট্রেড করে বেশি লাভ অর্জন করতে সক্ষম হয়েছেন।
Printable View
আমি অনেকের কাছে শুনেছি এবং ইন্টারনেটে নিজে অনেক অনুসন্ধান করে জেনেছি যে ফরেক্সে সকল পেয়ার করা মুদ্রার মধ্যে ইউরো ও ইউ.এস.ডি পেয়ার সবথেকে নিরাপদ এবং বেশি ব্যবহৃত পেয়ার। এছাড়া অনেক ট্রেডার এই পেয়ারে ট্রেড করে বেশি লাভ অর্জন করতে সক্ষম হয়েছেন।
ফরেক্স মার্কেটে কখন কোন কারেন্সি কোন দিকে যাবে তা কেউ বলতে পারে না। ফরেক্স মার্কেট অনিশ্চয়তার জায়গা হলেও এই মার্কেট থেকে সর্বত্রই ফরেক্স ট্রেডারগণ আয় করছে। তবে কিছু কিছু কারেন্সি রয়েছে তা নিরাপদ। যেমন: Eurusd, gbpusd, eurgbp, eurjpy , audcad ইত্যাদি। এই কারেন্সির মুভমেনট কম হয় তাই মার্কেট ট্রেড অনুকূলে থাকলে লাভ করা যায়। তবে যদি প্রতিকুলে যায় তবে খুব বেশী ক্ষতি হয় না। মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ব্যালেন্স বেশি থাকলে আর যদি কম লটে ট্রেড করা যায় তবে মার্কেট অনেক পিপ্স নামলেও তা আবার ফিরে আসে। তাই এই কারেন্সিতে ট্রেড করা উচিত । যদিও এখানে লাভ করতে হলে ধৈর্য ও দীর্ঘ সময় লাগে।
এটা বলা মুশকিল যে কোন কারেন্সি পেয়ার নিরাপদ কারণ ফরেক্স মার্কেটে যে কোনো টাইম যে কোনো কিছু ঘটটে পারে যেমন ধরেন কোনো একটি পেয়ার নড়াচড়া খুব কম করে কিন্তু সেইটা যেই কোনো সময় খুব দ্রুত ছড়ায় যেতে পারে তাই তার কোনো নিশ্চয়তা নেই বা কেও দিতে পারে না,কিন্তু এই মুভমেন্ট গুলা বুঝার চেষ্টা করতে হয় এবং নিউজ এর উপর লক্ষ রাখতে হয় 😄
ফরেক্স মারকেটে আমি জত দিন ট্রেড করেছি তাতে আমার মনে হয় ইউর/ইউএসডি এই পেয়ার টা আমার কাছে ভাল লাগে কারন এই পেয়ার একটি নিওম অনুযায়ী চলে আর অন্য পেয়ার গুল মুভ বেশি থাকে এতে করে ট্রেড বিপরিত গেলে অনেক লস হয় আর ইউর/ইউএসডি এই পেয়ারে অনেক সময় লসে গেলে সেটা আবার ফিরে আসে তাই আমি এই পেয়ারে ট্রেড করি।অবশ্যই ভালভাবে এনালাইসিস করতে হবে। আমার মনে হয় তাহলে ফরেক্স মার্কেটে আর কোনো পেয়ার ঝুঁকিপূর্ণ মনে হবে না।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই কোন না কোন কারেন্সী পিয়ার দিয়ে ট্রেড করতে হয় । আমার মতে সব কারেন্সী পিয়ার দিয়ে ট্রেড করা যায় এবং নিরাপদ ভাবেই ট্রেড করা যায় । ফরেক্স ট্রেডিং যদি ট্রেড করে টিকে থাকতে চান তাহলে আপনাকে কয়েকটি কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে ১। স্ট্রেটেজি ঠিক করা ২। মানিম্যানেজমেন্ট সঠিক ভাবে প্রয়োগ করা। ৩। আপনার সিস্টেম অনুযায়ী সিগ্নেল বোঝা।
সব পেয়ারেই মনে হয় নিরাপদ। তবে দুই একটা পেয়ার অন্য রকম। নিরাপদ আপনি আপনাকে তখনেই বলতে পারবেন যখন আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক অবিজ্ঞতা থাকবে। ফরেক্স ট্রেডিং যদি ট্রেড করে টিকে থাকতে চান তাহলে আপনাকে কয়েকটি কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে ১। স্ট্রেটেজি ঠিক করা ২। মানিম্যানেজমেন্ট সঠিক ভাবে প্রয়োগ করা। ৩। আপনার সিস্টেম অনুযায়ী সিগ্নেল বোঝা।
ফরেক্স মার্কেটে আমার জানা মতে এমন কোন কারেন্সি পেয়ার নেই যে সেটা নিরাপদ। এখানে দুই ধরনের পেয়ার থাকে ১. মেজরিটি পেয়ার ২. মাইনোরিটি পেয়ার । আপনি অধিক নিরাপত্তার জন্য মেজরিটি পেয়ার গুলোকে টার্গেট করতে পারেন কারন এখানে স্পের্ড লেভেল কম থাকে।
ফরেক্স বিজনেসে আমি মনে করি আমার কাছে সব চাইতে নিরাপত মনে হয় যে কারেন্সি পেয়ার টি সেটা হলো ইউড়ো ইউ এস ডি পেয়ারটা নিরাপত মনে হয়।কারন আমি যখন পেয়েয়ারে ট্রেড করি তখন অনেক লসে থাকে কিছু খন পর আবার আমাকে লাভবান করে দেয়।তাই আমার কাছে ইউড়ো ইউ এস ডি পেয়ারটাই .
আসলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে ফরেক্স ঝুঁকিপূর্ণ মনে হবে। আর যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকে তাহলে সব পেয়ারে ট্রেড করে লাভ করা যাবে। আর ট্রেড ওপেন করার আগে অবশ্যই ভালভাবে এনালাইসিস করতে হবে। আমার মনে হয় তাহলে ফরেক্স মার্কেটে আর কোনো পেয়ার ঝুঁকিপূর্ণ মনে হবে না।
ফরেক্স বিজনেসে আমি মনে করি আমার কাছে সব চাইতে নিরাপত মনে হয় যে কারেন্সি পেয়ার টি সেটা হলো ইউড়ো ইউ এস ডি পেয়ারটা নিরাপত মনে হয়।কারন আমি যখন পেয়েয়ারে ট্রেড করি তখন অনেক লসে থাকে কিছু খন পর আবার আমাকে লাভবান করে দেয়।তাই আমার কাছে ইউড়ো ইউ এস ডি পেয়ারটাই ভালো লাগে বেশী।