সত্য কথা বলতে কি , সব কিছুরই বয়স আছে সেই হিসাবে ফরেক্স এরও একটা বয়স আছে। যাই হোক যদি আপনি আপনার উপর বিশ্বাস রাখতে পারেন তবে আপনার জন্য বয়স কোন ফ্যক্টর হতে পারবে বলে আমার মনে হয় না। তবে সব কিছুর আগে প্রয়োজন সময় দিয়ে শেখা।
Printable View
সত্য কথা বলতে কি , সব কিছুরই বয়স আছে সেই হিসাবে ফরেক্স এরও একটা বয়স আছে। যাই হোক যদি আপনি আপনার উপর বিশ্বাস রাখতে পারেন তবে আপনার জন্য বয়স কোন ফ্যক্টর হতে পারবে বলে আমার মনে হয় না। তবে সব কিছুর আগে প্রয়োজন সময় দিয়ে শেখা।
ফরেক্স ব্যাবসায় বয়সের কোন ধরা বাধা নিয়ম নেই .. যে কোন বয়সে ফরেক্স ব্যাবসা করা য়ায় ..ফরেক্স ব্যাবসা একটি লাভ জনক ব্যাবসা ফরেক্স ব্যাবসা নির্ভর করে বুদ্ধির উপর অতএব ফরেক্স ব্যাবসা কোন ধরা বাধা নিয়ম নেই আসুন আমরা ফরেক্স ট্রেড করি..
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বয়সের কোন ব্যপার নেই এটা হল একটা উন্মুক্ত ব্যবসা যে কেউ ইচ্ছা করলে ফরেক্স ব্যবসায়ে যোগদান করতে পারবেন এরজন্য দরকার ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করা এবং ফরেক্সের বিভিন্ন বিষয় এনালাইসিস করার মত যোগ্যতা এবং কাজের প্রতি আগ্রহ এছাড়া আর কিছু না
হ্যাঁ ভাই আপনারা ঠিক বলেসেন ফরেক্স ট্রেড করতে কোন বয়স এর দরকার নাই। যেকোনো বয়সের নারী পুরুষ ছেলে মেয়ে ফরেক্স ট্রেড করতে পারে। এক্ষেত্রে তার ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ফরেক্স ট্রেড এ বয়স এর কোন বাঁধা নিষেধ নাই। তাই বলা যায় যেকোনো বয়স এর লোক ফরেক্স ট্রেড করতে পারবে।
শিক্ষ অর্জনের যেমন কোন বয়স নেই ঠিক আমি মনে করি তেমনি ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রেও বয়নের কোন সীমাবদ্ধতা নেই।ফরেক্স ট্রেডিংয়ের জন্য কেবল মাত্র প্রয়োজন ফরেক্স সম্পর্কিত জ্ঞান,অভিজ্ঞতা এবং কঠোর অনুশীলনের মন মানসিকতার।
বিষয়টা খুবই যৌক্তিক। কেননা একটা নির্দিষ্ট বয়সের আগে যেমন মানুষের পরিপক্ষতা আসে না তেমনি একটা নির্দিষ্ট বয়েসের পর মানুষের ধারন ক্ষমতা অনেক কমে যায়। তাই আমার মনে হয় এখানে সাধারণ বয়স সীমা আছে। ব্রোকারে আইডি ভেরিফাই হতে গেলে আপনার বয়স কম পক্ষে ১৮ বছর হতে হয়।
ফরেক্স হল, ভালো মানের একটি ব্যাবসা, এ মার্কেট এর মাঝে ট্রেড করতে হলে আমার মতে মোতামুটি ১৮ বছর বয়স হলে ভালো হয়, তাহলে বিষয় গুলু বুঝতে সহজ হবে, আর যদি কম বয়সী ট্রেডার হয়ে থাকে তাহলে আবেগ প্রবল হয়ে থাকবে যার কারনে ট্রেড এর মাঝে ভুল করাটা বা ভুল হওয়াটা সাভাবিক, এ জন্য আমি মনে করি ট্রেড করতে হলে ফরেক্স ট্রেড এর জন্য উপযোগী বয়স এর প্রয়োজন আছে তাহলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে-
এটা সবাই করতে পারে যারা এটা নিয়ে যারা যানে ।ছাত্র শিক্ষক সবাই করতে পারে
ফরেক্স ট্রেড করার জন্য বয়স টা তেমন গুরুত্ব পূর্ণ বিষয় না।যার ট্রেডিং করার দক্ষতা যত বেশি সে তত ভালো ট্রেডার, তার বয়স ২০ হোক বা ৫০ তা গুরুত্ব দেওয়া হয় না।তবে ১৪, ১৫ বছর বয়সের শিশু যদি ফরেক্স আসে তা হলে আর তাকে দিয়ে হবে না। আপনার বয়স কমপক্ষে ১৮ হতে হবে। তাছাড়া প্রায় সব ব্রোকারে রেজিস্টার করার জন্য বয়স ১৮ হতে হবে। তবে ১৬ এবং ১৭ বয়সের যে কেউ ফরেক্স এ আসতে পার।
আতি একটি সারবজনিন বাবসা এখানে বয়সের কন শিমা নেয়। যে কন বয়সের মানুস এই বাবসা করতে পারে। বরতমানে অনেক ছাত্র এই বাবসা করসে এবং তারা প্রতি মাসে অনেক টাকা এই বাবসা থেকে আয় করসে। তারা যখন অভিজ্ঞ হএ যাবে তখন তারা আর অনেক টাকা আয় করতে পারবে।