-
ফরেক্স আজকাল সব ধরনের পেশার মানুষ করছে.গোরের মিহিলরব আজকাল এই ক্ষেত্রে পিছিয়ে থাকছেনা.অনেক এ তাদের কাজের পাশা পাশি ট্রেডিং করেথাকে.ফলে তারা এক্ষ্ত্র ইনকাম নামক একটা কিছু করতে পারছে.অনেক নারী এ ঘরের কাজ শেষে বোরিং সময় কাটাই ..ট্রেডিং হতে পারে তাদের সময় কাটানোর ও উপায়..তার উপরে এক্তাপরিমান ইনকাম তারা এইখানে থেকেকর্তে পারে.
-
আমাদের দেশের গৃহিনীরা দেখা যায় অনেক সময় তাদের অবসর সময়গুলো ঘরকোনে একাকি শুয়ে বসে পার করে থাকে বা কাটিয়ে থাকে আর তাদের যদি ফরেক্স ট্রেডিংয়ে উপযুক্ত করে গড়ে তোলা সম।ভাব হয় তা হলে আমি বিশ্বাস করি ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে তারা এখান থেকে অনেক ভাল আয় করে নিতে পারবে এবং তাদের পরিবারের অর্থনৈত্তিক অবস।থার উন্নায়নে আরো বেশি অগ্রানী ভূমিকা পালন করতে পারবে।
-
ফরেক্স গৃহিণীদের জন্য একটি সূবর্ণ সুযোগ। তারা বেশিরভাগ সময়ই ঘরে থাকেন । সুতরাং তাদের পক্ষেই এই ব্যবসায় বেশি সময় দেয়া সম্ভব। আমাদের দেশের মহিলারা যদি একবার এ পেশায় স্বাবলম্বী হতে পারে তবে এ দেশের চেহারা পাল্টাতে খুব বেশি সময় লাগবে না। আমরা এক বছরেই দুই হাজার বছর এগিয়ে যেতে পারব।
-
ফরেক্স এমন একটি মাধ্যম যা সকল ইস্তরের মানুষ করতে পারে। শুধু পুরুষেরা নয়, ছাত্র ছাত্রী, এমন কি ঘরের গ্রেহিনীও তাদের ঘরের কাজ শেষ করে অবসর সময় ফরেক্স করতে পারে। এতে করে সংসারে আয়ের উৎস বারে এবং সংসারে উন্নয়ন সাধন করে।
-
ফরেক্স একটা বিজনেস। এটা সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীন। এই বিজনেসে সবাই সমান। কে ছাত্র, কে বেশি শিক্ষিত, কে চাকুরীজিবি, কে গৃহিনী এখানে সেটা কোন ব্যাপার না। ফরেক্স বিজনেসে যে ভাল ট্রেড করতে পারবে সে ভাল প্রফিট পাবে। তাই আমি মনে করি গৃহিনী হোক বা ছাত্র হোক ফরেক্সে বিজনেসে সবাই সমান। তাই আমি মনে করি যে তারা ফরেক্স মার্কেট থেকে সুবিধা নিয়ে তাদের সংসার জীবনে অর্থণৈতিক সমস্যা দূর করতে পারে।
-
ফরেক্স একটা বিজনেস। এটা সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীঘরে বসে তাদের কাজের ফাকে ফরেক্স করে পরিবারে আয়ের উন্নয়ন করতে পারে। ন। এই বিজনেসে সবাই সমান। ফরেক্স থেকে গৃহিণীরা অনেক সুবিধা নিতে পারবে। গৃহিণীরা তারা তাদের অবসর সময়ে এই কাজ করে পরিবারকে সাহায্য করতে পারে ।
-
ফরেক্স হল অনলাইনে ইনকামের অন্যতম মাধ্যম, ঘরে বসে ফরেক্স করা য়ায় বিধায় গৃহিনিরা এই সুবিধা নিয়ে অর্থ উপার্জন করতে পারে।তাই অনেকে এই কাজ করে অবসর সময়ে আমার মতে ফরেক্স করে অনেক নারী সাবলম্বি হয়েছে, তারাও সুবিধা নিতে পারে।
-
হে ফরেক্স গৃহিণীরাও করতে পারবে, কারন এটা ঘরে বসে করা যায়, বাইরে যাবার প্রয়োজন পড়েনা, আর কাজের ফাকে ফাকে অবসর সময়ে যেকোনো গৃহিণী ফরেক্স করতে পারে, তখন তারা দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে, এবং নিজেরাও উন্নত জীবন যাপন করতে পারবে, তখন গৃহিণীরা আর স্বামীর মুখাপেক্ষী হয়ে চলতে হবেনা, তারা ফরেক্স করে স্বাবলম্বী হয়ে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তাই গৃহিণীরাও ফরেক্স নির্দ্বিধায় করতে পারেন।
-
হ্যা অবশ্যই ফরেক্স বিজনেস গৃহিনীরা ও করতে পারেন যদি আপনার শিক্ষা থাকে তাহলে গৃহিনীরা ফরেক্স করতে পারেন বলে আমি মনে করি।তাই তাদের শিক্ষা জ্ঞ্যান কৌশলী হতে হবে আর জ্ঞ্যানী কৌশলী ট্রেডার হতে গেলে ফরেক্স শিখতে হবে।আর ফরেক্স কি তা না জেনে ফরেক্স করলে আপনি লস করবেন তাই গৃহিনিদের ফরেক্স শিখে ফরেক্স করতে পারলে আমি মনে করি।
-
গৃহিণীরা অনেক সুবিধা নিতে পারবে কারন তারা ঘরে থাকে আর তাই তারা কিছু সময় পর পর নেটে বসে মার্কেট এর অবস্তা দেখতে পারবে আর তারা নিউজ রিলিজ হয়ার সময় থাকতে পারবে অনলাইনে জা আমাদের অনেকেরই হয় না।