-
যখন কোন নিউজ না থাকে তখন মার্কেট একটি নির্দিষ্ট রেন্জে থাকে তাই ট্রেডিং এর মান বৃদ্ধি করতে হলে আমাদের কে প্রথমে ভাল করে মার্কেট সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এ জন্য আমাদের বিভিন্ন মার্কেট বা সোর্স হতে জ্ঞানার্জন করতে হবে তাহলে আমরা আমাদের ট্রেডিং এর মান বৃদ্ধি করতে পারব ।
-
ফরেক্স মার্কেট এ নিউজ হবার পর ও ফরেক্স মার্কেট অনেক মুভ করে কারন যে নিউজ আসে সেই নিউজ এ বলা থাকে যে এই নিউজ কতক্ষণ মার্কেট মুভ করবে তা ছাড়া বিভিন্ন ট্রেডার এর বাই সেল করার কারন এ মার্কেট মুভ করে থাকে তাই আপনি যদি ভাল করে বুঝে ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে পারবেন অনেকে ৩০ মিনিট এর চাট এ ট্রেড করে অনেক অনেক ডলার ইনকাম করে কারন তারা মার্কেট বুঝে
-
সাধারনত মার্কেট কে নিউজ এর সময় অতি দ্রুত মুভ করতে দেখা যায়। কিন্তু অন্যান্য সময় মার্কেট আস্তে আস্তে মুভ করে। নিউজ রিলিজ এর আগ পর্যন্ত মার্কেট পূর্বের নিউজ এর প্রভাব অনুযায়ী চলে। নিউজ প্রকাশিত হলে মার্কেট তার নিজ গতিতে ট্রেন্ড পরিবর্তন করে।
-
ফরেক্স মার্কেট এ সব সময় নিউজ থাকে না। আমরা নিউজ দেখার জন্য ফরেক্স ফ্যাক্টরী সাইট্টি ব্যবহার করে থাকি। প্রায় প্রত্যক ট্রেডার এই সাইট দেখে থাকে নিউজ এর জন্য। ফরেক্স মার্কেট এ যখন নিউজ থাকে তখন আস্তে আস্তে মার্কেট মুভ করে।
-
মার্কেট নিউজ ছাড়া তেমন মুভ করে না। নিউজ ছাড়া অনেক সময় ২০ থেকে ৩০ পিপ মুভ হয়। মার্কেট নিউজ ছাড়া সবছেয়ে ভালো মুভ হয় লন্ডন টাইম এ এবং নিউ ইয়র্ক টাইম এ।
-
ফরেক্স মার্কেট দুইটা জিনিস এর উপর নির্ভর করে চলে।একটা হল নিউজ আর একটা হল সাপ্লাই ও ডিমান্ড ।সাপ্লাই ও ডিমান্ড কে আনেকে বাই সেল ভলিউম হিসেবেও ধরে নেয়। যখন যে কারেন্সি এর ডিমান্ড বেশি থাকে তখন সে পেয়ার তেমন ভাবেই মুভ করে।যখন কোন হাই ইম্পেক্ট নি উজ থাকে না তখন মার্কেট স্বাভাবিক ভাবে টেকনিকাল এনালাইসিস অনুযায়ী চলতে থাকে।ফরেক্স মার্কেট যেহেতু আন্তর্জাতিক কারেন্সির মার্কেট সেহেতু এখানে প্রতি মুহুর্তে কোন না কোন আপডেড নিউজ প্রকাশিত হবেই।তারপর ও যদি তেমন কোন নিউজ আপডেড বের না হয় তা হলে ফরেক্স মার্কেট একটি নিউটাল অবন্থানে চলে আছে।
-
যখন কোন নিউজ থাকেনা তখন মার্কেট সাধারণত যদি আপ ট্রেন্ডের দিকে থাকে তাহলে উপরেই যাবে আর যদি ডাউন ট্রেন্ডের দিকে থাকে তাহলে মার্কেট সচরাচর নিচেই যাবে । তবে নিউজের ইফেক্ট বা নিউজ রিলিস হয়ে থাকে মার্কেটকে কারেকশন করার জন্য । সুতরাং এ সময় আপনি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডে যেতে পারেন, কিন্তু মার্কেটকে অবশ্যই আপনার পজিশনে ও একটি নির্ধারিত রেন্জের মধ্যে থাকতে হবে, তানাহলে একটা লসের আশঙ্কা বেশি থেকে যায় ।
-
যখন মার্কেটে কোন ধরনের নিউজ থাকে না তখন সাধারণত মার্কেট মুভমেন্ট খুব কম করে থাকে। এ সময় আপনি ফরেক্স মার্কেটে ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারেন। কারণ মার্কেট যখন কোন নিউজ ছাড়া উপরের দিকে যেতে থাকতে তখন ক্রমানয়ে মার্কেট আপট্রেন্ড হতে থাকে। আবার যদি মার্কেটে নিচের দিকে যায় তাহলে মার্কেট ক্রমানয়ে ডাউন হতে থাকবে। আর আমার মতে এই সময়টাতে আপনি ট্রেন্ডের সাথে ট্রেড করাটা হবে সবচেয়ে উত্তম।
-
যখন কোনো নিউস প্রকাশিত হয় তখন মার্কেট অনেক বড় ধরনের জাম্প করে ট্রেন্ড এর পরিবর্তন ঘটে অথবা চলমান ট্রেন্ড কে অনেক বেশি তরান্নিত করে তবে মার্কেট এ যখন কোনো নিউস প্রকাশিত হয় না তখন মার্কেট মুব খুব কম করে তখন সাইড ওয়ে ট্রেন্ড এবং মার্কেট নিউট্রাল অবস্থায় থাকে তখন মার্কেট ধিরেধিরে চলে। ট্রেডিং এর মান বৃদ্ধি করতে হলে আমাদের কে প্রথমে ভাল করে মার্কেট সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এ জন্য আমাদের বিভিন্ন মার্কেট বা সোর্স হতে জ্ঞানার্জন করতে হবে তাহলে আমরা আমাদের ট্রেডিং এর মান বৃদ্ধি করতে পারব ।
-
ফরেক্স মার্কেট সব একটা নিয়মের ভিতর দিয়ে চলে কখনও মার্কেট বুলিশ আবার কখনও বেয়ারিশ আবার ট্রেন্ড ও পরিবর্তন হয় নিদিষ্ট সময় পর পর। কিন্তু কখনও কখনও *নিউজ আসলে মার্কেট এ ভোলাটিলিটি এত বেশী থাকে যে, যদি কেউ বুঝতে না পারে নিউজ আওয়ার গুলো তাহলে তার একাউন্ট জিরোও হতে পারে। সুতরাং নিউজ আওয়ার গুলোতে ট্রেড না করাই উচিত। আর যদি কেউ নিউজ বুঝতে পারেন তাহলে তিনি নিউজ আওয়ার ভাল লাভ করতে পারেন। তবে সব সময় মনে রাখা উচিত ফরেক্সে সুনিদিস্ট জ্ঞান না থাকলে ট্রেড করা উচিত নয়।