-
ফরেক্স কোন প্রকার স্টক একচেঞ্জ মার্কেট বলে আমার মনে হয় না। এটা আলাদাই একটা মার্কেট। এখানে কারেন্সি নিয়ে বিজনেস করা হয়। একটা দেশের মুদ্রার সাপেক্ষে আরেক টা দেশের মুফ্রার বেচা কেনা করা হয়ে এই মার্কেটে। ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট, এই মার্কেটে অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে হয়। ফরেক্সের ব্যবপ্তি অনেক বিশাল, প্রতিদিন হাজার হাজার ডোলারের লেনদেন হয়ে থাকে এই মার্কেটে
-
বিলকুল শাহজাহান ফরেক্স মে কাম কারতে হেতুই এত হাম মিটাল মেয়ে ট্রেডিং কারতে হেইন্টারন্যাশনাল ক্রাইমস মেতেওড়িতেধারাপাত সিক্রেট কার নাচাতে ও আচ্ছা প্রোফাইল করনা চাহতে হেতো আপ কোস কে বারেমে নলেজ অর এক্সপেরিয়েন্সঅরে ট্রেনিং করতে হোয়াৎসঅ্যাপ প্রফাইল পিক
-
ফরেক্স হচ্ছে এক ধরনের শিয়ার ব্যবসার মতই। এখনে সব দেশের মুদ্রার বিনিময় হয়ে থাকে আর এখানে যে কেউ ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে আর এখনানে ট্রেড করে অনেকের জীবন নির্বাহ করে থাকে। তবে এখানে ট্রেড করতে হলে অনেক জ্ঞান লাভ করতে হবে ফরেক্স সম্পর্কে।
-
ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়ের মার্কেট প্লেস । আপনি এখানে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করতে পারবেন । অনেকটা শেয়ার বাজারের মত । কিন্তু এটি শেয়ার বাজারের চেয়ে অনেক বেশি সুবিধা সম্পন্ন । আমরা এখানে মুদ্রার ট্রেড করে থাকি । ফরেক্স মার্কেট এর অনেক অনেক সুবিধা রয়েছে যেমন আমরা এখানে খুব অল্প পুঁজি নিয়েই ট্রেড করতে পারি , ব্রোকার এর কাছ থেকে কয়েকশ গুন লিভারেজ নিয়ে ট্রেড করতে পারি এবং একই সাথে একটি মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারি ।
-
ফরেইন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসাবে ফরেক্স মার্কেট বিবেচিত হয়। এই মার্কেটে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যেকেউ ট্রেড করে প্রফিট লাভ করার অধিকার রাখে। তবে ভাল প্রফিট লাভ করে এখানে সফলতার সাথে টিকে থাকতে হলে অবশ্যই ট্রেডিং কেৌশল অনুযায়ি ট্রেড করার কোন বিকল্প নেই।
-
হ্যাঁ একজন আবেগী ব্যক্তি বৈদেশিক মুদ্রায় বেঁচে থাকতে পারে না, কারণ যখন তিনি ভাল অর্থ উপার্জন করেন তিনি আবেগপ্রবণ হন এবং আরও বেশি উপার্জনের চেষ্টা করেন এবং এমনকি লোভী হন, তবে তার ছোট্ট ভুল তাকে একটি বিশাল ক্ষতি দেয়, তাই যদি আপনি সুদর্শন অর্থ উপার্জন করতে চান তবে ফরেক্স তারপরে সর্বদা আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে, আবেগগুলি খারাপ হয় না ভাল।
-
ফরেক্স ট্রেডিং কী? আমি আপনাকে বলি, পূর্বাভাস একটি খুব ভাল এবং খুব ভাল ব্যবসা we এর থেকে অনেক বেশি অর্থোপার্জন করতে পারে, তাই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং তারপরে আমরা এটি খুব ভালভাবে করতে সক্ষম হব।
-
আমরা সকলেই জানি ফরেক্স ব্যবসা হলো একটি আন্তর্জাতিক ব্যবসা এবং এ ব্যবসা অনেকটাই শেয়ার বাজারের সাথে মিলে। ফরেক্স ব্যবসাটি যেহেতু আন্তর্জাতিক ব্যবসা সেহেতু এই ব্যবসা বিশ্বের সব মানুষ করে থাকেন আর বাংলাদেশের ফরেক্স এখনো নতুন একটা ব্যবসা এখনো ফরেক্স সম্পর্কে অনেক মানুষ জানেনা। তাই আমার মতে বাংলাদেশের সবার উচিত ফরেক্স সম্পর্কে জানা ফরেক্সকে চেনা এবং ফরেক্স এর সাথে যুক্ত হওয়া তাহলে বাংলাদেশ একদিন উন্নত একটা দেশে পরিনত হবে।
-
ফরেক্স ব্যবসা একটি স্টক এক্সচেঞ্জ মার্কেট যেখানে স্টক এক্সচেঞ্জ করা হয়। এবং এক্সচেঞ্জের মাধ্যমে আমরা ইনকাম করে থাকি।যখন কোন দেশের কারেন্সি এক্সচেঞ্জ করি এবং ওই দেশের কারেন্সি অন্য দেশের কারেন্সি তুলনামূলক বৃদ্ধি পায় তখন আমাদের লাভ হয়।
-
ফরেক্স ব্যবসা হলো একটি আন্তর্জাতিক ব্যবসা এবং এ ব্যবসা অনেকটাই শেয়ার বাজারের সাথে মিলে। ফরেক্স ব্যবসাটি যেহেতু আন্তর্জাতিক ব্যবসা সেহেতু এই ব্যবসা বিশ্বের সব মানুষ করে থাকেন আর বাংলাদেশের ফরেক্স এখনো নতুন একটা ব্যবসা এখনো ফরেক্স সম্পর্কে অনেক মানুষ জানেনা। তাই আমার মতে বাংলাদেশের সবার উচিত ফরেক্স সম্পর্কে জানা ফরেক্সকে চেনা এবং ফরেক্স এর সাথে যুক্ত হওয়া তাহলে বাংলাদেশ একদিন উন্নত একটা দেশে পরিনত হবে।