আমি ফরেক্স মার্কেটে কোন পার্সেন্ট অনুসারে প্রফিট করতে চাই না। আমি চাই যেন মুলধন লস না করে নিয়মিত প্রফিট করতে পারি। এজন্য আমি সবসময় লো রিস্কে ট্রেড করার চেষ্টা করি যাতে করে খুব বেশি লস না খাই এবং অল্প কিছু হলেও প্রফিট করতে পারি। তাছারা আমি যতবারই টার্গেট নিয়ে প্রফিট করতে গিয়েছি ততবারই বড় লসের সম্মুখীন হয়েছি।