-
আমি ব্যাক্তিগতভাবে সিগন্যাল ব্যবহার করি না । আসলে সিগন্যাল এর কিছু সুবিধা থাকলে প্রকৃত পক্ষে এর অসুবিধাই বেশি । যদিও আপত দৃষ্টিতে একজন ট্রেডারের মনে হতে পারে যে সিগন্যাল অণুসরন করা তার জন্য ভালো । মুলত একসময় গিয়ে সে বুঝতে পারবে ততটা ভাল নয় যতটা ভাবা । মুলত সিগণ্যাল পরনির্ভরতা সৃষ্টি করে দেয় ।
-
ব্যক্তিগতভাবে আমি সিগন্যাল ব্যবহার করতে পছন্দ করিনা । আমি সাধারনত মার্কেট এনালাইসিস করে ট্রেড করি ।কারন অন্যের কথার উপর ভিত্তি করে আমি আমার ব্যবসায় রিক্স নিতে ইচ্ছুক নয় ।
-
আমার দক্ষতা এবং অভিজ্ঞতা দ্বারা রিয়েল ট্রেড শুরু করি। এতে আমি সফল হয় । যখন নতুন ছিলাম তখন আমি ফরেক্স এ সিগনাল ব্যবহার করে আমি লাভ করতে পারিনি । ডেমোতে ভাল ভাবে ট্রেড করতে শিখব । অন্যের কথার উপর ভিত্তি করে আমি আমার ব্যবসায় রিক্স নিতে ইচ্ছুক নয় ।
-
বেশিরভাগ সময়ই আমি সিগন্যাল ব্যবহার করতে পছন্দ করিনা । আমি সাধারনত মার্কেট এনালাইসিস করে ট্রেড করি ।কারন অন্যের কথার উপর ভিত্তি করে আমি আমার ব্যবসায় রিক্স নিতে ইচ্ছুক নয় ।
-
প্রথম দিকে যখন ফরেক্স শুরু করি তখন আমি বাই না সেল করবে সেটা কিচুই বুঝছিলাম না। তাই প্রথম দিকে সিগ্নাল ব্যবহার করতাম। যখন সিগ্নাল পেতাম তখন কেবল ট্রেড নিতাম। কিন্তু সেটা করে তেমন লাভ হত না। কারন ওয়েব সাইটে সিগ্নাল পরে দেয় এবং এনালাইসিস ও পরে পাওয়া যায়।
-
আমি কোনো সিগনাল বা অন্য কারো পরামর্শে কোনোদিনই ট্রেড করিও নাই করবোও না৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তাই লাভ করার জন্য তারা তখনই শর্টকাট বা কোনো সহজ উপায় খুজঁতে থাকে৷অথচ তারা কিন্তু জানেনা যে,কোনো প্রকার সিগনাল, ইনডিকেটর বা এক্সপার্ট এডভাইজার অথবা কোনো প্রকার সুপার ডুপার রোবোট ই বলেন না কেনো,কোনো কিছুই আপনাকে ১ টাকা প্রফিট দিতে পারবে না৷তাই নিজেকেই কষ্ট করে শিখতে হবে৷
-
না আমি ফরেক্স মার্কেট এ সিগন্যাল ব্যবহার করে ট্রেড করি না কারন সিগন্যাল ব্যবহার করলে ট্রেড করলে নিজে নিজে ট্রেড করার ক্ষমতা নষ্ট হয়ে যাই যা পরে আপনি নিজে নিজে ট্রেড করতে পারবেন না তাই আমি ফরেক্স মার্কেট এ নিজে আনাল্যসিস করে ট্রেড করি লাভ লস যাই হোক আমি নিজে ট্রেড করি আর ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে পারছি দিন দিন আমার ট্রেড আরও ভাল হসছে আমি আরও ভাল ট্রেড করার চেচটা করছি
-
আমি সিগন্যাল ব্যাবহার করি না। কারন আমি অনেকের কাছে সুনেছি যে , সিগন্যাল তেমন কাজ করে না। আর আপনি যদি সিগন্যাল ব্যাবহার করেন তাহলে ত আপনি আরেক জনের উপর নিরভরশিল হয়ে গেলেন। তাই না । তাই আপনি কেন আরেক জনের উপরে আপনার ভাগ্য চেড়ে দিবেন ? সময় লাগলে লাগুক , তার পর ও নিজেকে ত্রেদার হিসাবে গড়ে তুলাই ভাল হবে।
-
আমার মতে সিগনাল ফলো করা উচিত, তবে সব ক্ষেত্রেই সিগনাল সফলতা বয়ে আনে না। আমি প্রথম দিকে সিগনাল ফলো করে ট্রেড করতাম। এর ফলে আমার প্রায়ই লস হত। এর পর আমি ডেমোতে ভাল ভাবে ট্রেড করতে শিখলাম। পরে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা দ্বারা রিয়েল ট্রেড শুরু করি। এতে আমি সফল হয়। তাই আমি মনে করে সিগনাল ফলো করলেও মেধা মন দিয়ে বুৃঝে ট্রেড করাই উচিৎ।
-
আগে সিগন্যাল দেখতাম তবে এখন আমি সিগন্যাল ব্যবহার করতে পছন্দ করিনা । আমি সাধারনত মার্কেট এনালাইসিস করে ট্রেড করি ।কারন অন্যের কথার উপর ভিত্তি করে আমি আমার ব্যবসায় রিক্স নিতে ইচ্ছুক নয় ।