-
ফরেক্স শেখার জন্য এই ফোরাম অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।আমার অনেক প্রশ্নের উত্তর আমি এই ফোরাম থেকে পেয়েছি। ট্রেডার ভাইদের যাবতীয় সাহায্য আমি এখান থেকেই পেয়েছি। আর এই সাইট বাংলায় বলে বাঙালি দের জন্য এর কন বিকল্প আছে বলে আমি মনে করি না।না জানা অনেক তথ্য আমরা সহজেই এখান থেকে পেতে পারি।
-
ফরেক্স ট্রেডিং শেখার জন্য বাংলা ফোরাম এর ভুমিকা অসাধারন । বাংলা ফোরামের মাধম্যে বিভিন্ন বিষয়ে শিখে আমরা ফরেক্স ট্রেডিং এ সফলতা লাভ করতে পারি । এখানে একজন একটি টপিক নিয়ে আলোচনা শুরু করে । এবং অন্যরা সবাই মতামত দেয় । এর মাধম্যেই সবাই সে বিষয়ে স্পস্ট ধারনা লাভ করতে পারে ।
-
ফরেক্স শেখার জন্য বাংলা ফোরামের গুরুত্ব অপরিসীম । যে ট্রেডারগণ বাংলা ফোরামে সর্বদা কাজ করে সে অবশ্যই ফরেক্স মার্কেটে লস করে না । সুতরাং আমরা সব সময় বাংলা ফোরামে কাজ করব যাতে করে ট্রেড করার সময় কোন প্রকার অসুবিধা পড়তে হবে না ।
-
ফরেক্সে বাংলা ফোরামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন এই জন্যে যে এখানে আলোচনার মাধ্যমে আমরা অনেক বিষয়ে জানতে পারি । তাছাড়াও এখানে আলোচনার সম্মান সরুপ আমরা প্রতি পোষ্টের বিনিময়ে .২০ সেন্ট করে পাচ্ছি । যা দিয়ে আমরা আমাদের রিয়াল অ্যাকাউন্টে ট্রেড করতে পাচ্ছি এবং প্রফিট হলে তা বের করতে পাচ্ছি ।
-
ফরেক্স একটা ভাল লাভ জনক বেবসা।এই বেবসা করতে গেলে প্রথমে ভাল ভাবে তা শিখতে হবে।আর ফরেক্স শিখার পিছনে বাংলা ফরাম এর ভুমিকা আনেক।বাংলা ফরাম থেকে বাংগালীরা সহজেই টপিক এর সারমর্ম বঝতে পারে।
-
ফরেক্স শেখার জন্য বাংলা ফরাম এর গুরুত্ত অত্যাধিক।এর মাধমে খুব সহজেই ফরেক্স সম্পর্কীয় সমস্ত তথ্য খুব সজেই বুঝতে পারছি।ফরেক্স সম্পরকে নিজের মতামত গুলা খুব সজেই প্রকাশ করতে পারছি।ফরাম এর মাধমে খুব সহজেয় ফরেক্স এর যাবতিও কাজ সম্পরকে একে অপরের মতামত বুঝতে পারছি।
-
ফরেক্স বাংলা ফোরাম খুবই গুরুত্বপুর্ন একটি ফোরাম। এটি নতুন দের জন্য জ্ঞানের ভান্ডারের মত। আমি এখানে নতুন নতুন খ্রেড খুজি এবং ঐসব পোস্টের বিপরীতে সবার লেখা গুলো পড়ি। এতে আমার অনেক জ্ঞান বাড়ে। অনেক অজানা প্রশ্নের উত্তর খুজে পাই।এই ফোরামের ভুমিকা অপরিসীম।
-
ফরেক্স শেখার জন্য বাংলা ফোরামের ভুমিকা অনসিকারররর*্য। ফরেক্স শেখার জন্য ফরেক্স বাংলা ফোরামের ভুমিকা অতুলনীয়। আমরা ফরেক্স বাংলা ফোরাম থেকে ফরেক্স সংক্রান্ত যাবতিয় তথ্য পেতে পারি। ফরেক্স বাংলা ফোরাম থেকে আর্নিং এবং লার্নিং দুটার ই সুবিধা রয়েছে।।।।
-
ফরেক্স শেখার জন্য বাংলা ফোরামের ভুমিকা এবং গুরুত্ব অনেক রয়েছে। ফরেক্স করতে হলে আগে ফরেক্স সম্পর্কে যানতে হবে ফরেক্স এর উপর অনেক জ্ঞান অর্জন করতে হবে আর এসব বিভিন্ন ওয়েবসাই দিয়ে আমরা শিখতে পারি বা যানতে পারি কিন্তু আমরা বাংলা ফোরাম থেকে আরও অনেক বেশি যানতে পারবো অনেক কিছু শিখতে পারবো অনেক জ্ঞান অর্জন করতে পারবো আর বাংলা ফোরাম করলে আমার অনেক চর্চাও করা হবে।
-
অবশ্যই ফরেক্স শেখার জন্য বাংলা ফোরামের থেকে ভাল কোন উপায় হয় বলে আমার জানা নেই। আপনি অনলাইনে অনেক কোর্স বা কোচিং এর মাধ্যমে ফরেক্স শিখতে পারেন। কিন্তু আপনার মনে ফরেক্স সম্পর্কে আরও একাধিক প্রশ্ন থেকে যায়। এ সব প্রশ্নের উত্তর আপনি ফরেক্স ফোরাম থেকে দক্ষ ট্রেডারদের দ্বারা উত্তর পাবেন। তাই আমি মনে করি ফরেক্স শেখার জন্য বাংলা ফরেক্স ফোরামের গুরুত্ব সর্বাধিক।