আসলে বেশি ডিপোর্জিট করলেই যে প্রফিট হবে কোন লস হবে না বিষটা কিন্তু ঠিক তেমন না আপনার ডিপোর্জিটের পরিমান কম বা বেশি যাই হউক না কেন আপনার যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা ইত্যাদি না থাকে তা হলে আপনি কখনই ভাল কিছু ফরেক্স থেকে আসা করতে পারবেন না।
Printable View
আসলে বেশি ডিপোর্জিট করলেই যে প্রফিট হবে কোন লস হবে না বিষটা কিন্তু ঠিক তেমন না আপনার ডিপোর্জিটের পরিমান কম বা বেশি যাই হউক না কেন আপনার যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা অভিজ্ঞতা ইত্যাদি না থাকে তা হলে আপনি কখনই ভাল কিছু ফরেক্স থেকে আসা করতে পারবেন না।
হা ফরেক্স মার্কেটে আপনি যদি বেশি ডিপোজিট করেন তবে আমি মনে করি আপনার লসের সম্ববনা কম থাকে আর আপনি যদি কম ডিপোজিট করে অদিক লাভের আশা করেন তবে আপনি ভুল করতে পারেন যে ভুলের কারনে আপনি অনেক নিজের ক্ষতি করতে পারেন তাই বেশি ডিপোজিট করাই ভাল।
হ্যা একটু বেশি ডিপোজিট থাকলে লসের সম্ভবনা কম থাকে। যেমন আপনি একটি ট্রেড ওপেন করলেন আর সেটা যদি ২০০-২৫০০ পিপস প্রতিকুলে যায় তাহলে আপনার ভলিযম অনুযায়ি লস দারাবে। .০৫ ভলিয়মের ট্রেড হলে লস হবে ১০-১২.৫ ডলার । আপনার একাউন্টে যদি ১০০ ডলার ফ্রি মার্জিন থাকে তাহলে এই স্থান থেকে আবার বাই বা সেল নিয়ে নিতে হবে, তাহলে আপনার কিছু রিকভার হবে। লাভ না করে আসল নেয়ার চেষ্টা করতে হবে।
আপনার একাউন্টে বেশি ডিপোজিট থাকলেই আপনি লসের সম্ভাবনা কমাতে পারবেন না। ফরেক্সে লাভ ও লস নির্ভর করে আপনার ট্রেডিং উপর। আপনার ট্রেডিং কৌশল ভালো থাকলে অল্প ডিপোজিট নিয়ে প্রত্যাশিত লাভ করতে পারবেন। ডিপোজিটের উপর ফরেক্সে লাভ-লস নিরধারন হয় না। তাই ট্রেড করার পূর্বে মার্কেট ভালোভাবে এনালাইসিস করে এবং মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে করে নিতে হবে।
আমি মনে করি না। কেননা এটা পুরটাই আনালাইসিস এর উপর নির্ভর করে। অনেক সময় কম ডিপোজিট করেও বেশি লাভবান হওয়া যায়। লাভ বা ক্ষতি ডিপোজিট এর উপর নির্ভর করে না। অভিজ্ঞ ট্রেডার হলে কম ডিপোজিট দিয়েও বেশী লাভ করা যায়।
আমি আপনার সাথে একমত হতে পারলাম না কারন অাপনি ফরেক্স সম্পর্কে না জেনে ট্রেড করলে লস করবেন তাতে কোন সন্দেহ নাই। তাই আমাদের ইনভেস্ট করার আগে ফরেক্স মার্কেটে ডেমো প্রেকটিস করে শিখতে হবে তাহলে রিয়াল মার্কেটে আপনি প্রপিট করতে পারবেন।না হয় ফরেক্স মার্কেটে যত টাকা ইনভেস্ট করেন লস করতে সময় লাগবেনা।
এটা সম্পুর্ন আপনার উপর নবির্ভর করে। আপনি বেশি ডেপোজিট করলেই যে লস কম হবে তা কিন্তু নয়। আপনি যদি না শিখে শুরু করেন তাহলে আপনি বড় একাউন্ট ও লস করতে পারেন। আর আগে যদি আগে ভালভাবে শেখেন তাহ্অলে অব্যশই সফল হবেন।
হা বেশি বেশি যদি আপনি ডিপোজিট করেন তবে আপনার ব্যলেন্স কখনও জিরু হবে না যদি আপনি মানি মেনেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতে পারেন আর যদি আপনি কম লাভের আশায় ট্রেড করেন তবেই। আর যদি বেশি বেশি লাভের আসায় আপনি ট্রেড করতে যান তবে আপনি লসের করবেন।
ফরেক্স এমন একটি বিজনেস এখানে শিক্ষা ছারা আয় করা সহজ ব্যাপার না।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স না ভুঝেন তাহলে কম ডিপোজিট নিয়েই ট্রেড করতে থাকেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ট্রেডার হতে পারেন।তাহলে আপনি বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করতে পারেন।তাহলে আপনার শুবিদা হবে এই আপনি একটি ট্রেড অপেন করলেন সেটা অনেক লসে চলে গেলো কিন্তু আপনার ডিপোজিট বেশি থাকার কারনে আপনি লস থেকে বেচে গেলেন মার্কেট আবার আপনার নিয়ন্তনে চলে আসলো।
ফরেক্স মার্কেটে ডিপোজিট গুরুত্বপূর্ণ একটি বিষয় । মার্কেটে ডিপোজিট বেশি হলে লস কম হয় কথাটা পুরপুরি সত্য নয় । আমরা যদি বেশি ব্যালেন্স নিয়ে মার্কেটে উল্টা পাল্টা ট্রেড করি তাহলে *মার্কেটে লস করব এটাই স্বাভাবিক । তাছাড়া মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করলেও লস করার সম্ভাবনা থাকে ।