-
ফরেক্স যেহেতু আন্তঃজাতিক ব্যবসা। এই খানে দিনে রাতে সবসময় ট্রেড করা যায়। তবে অনেকে দিনে সময় না পেলে রাতে ট্রেড করে রিলাক্স মোডে। তবে আমি মনে করি রাতে মার্কেট একটু ধীর গতিতে চলে তাই রাতে ট্রেড করল্লে আয় কম থে পারে। আর ভাল ট্রেডারা দিনে রাতে সবসময় ট্রেড করে।
-
আমার এখানে রাতে ভালো নেট পাই সেজন্য আমি রাতে ট্রেড করে থাকি । তবে দিনের বেলায় নেট যদি ভালো পাই তবে আমি দিনের বেলায় ও ট্রেড করে থাকি। ধন্যবাদ।
-
আমার যখন সময় হয় তখন আমি ট্রেড করি তা সেটা দিন হোক আর রাত।
-
ফরেক্স ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নিধারন করা নেই আপনি যে কোন সময় ট্রেড করতে পারেন আমি দিনে ট্রেড করি আবার কখনও কখনও রাতে ট্রেড করি আমি মনে করে যখন মার্কেট আপনার অনুকলে তখনই ট্রেড করতে পারেন, ফরেক্সে তারাহুড়ো করে ট্রেড করা ঠিক না।
-
ফরেক্সে যেহেতু সব সময় ট্রেড করা যায় তাই আমরা আমাদের সুবিধামত সময় গুলাতে ট্রেড করে থাকি । তবে আমার কাছে বেটার টাইম বিকাল ৩ টার পর থেকে মোটামুটি রাত ১০ অথবা ১২ টা মনে হয় । আমি বিকাল ৩ টার পর বেশি ট্রেড করে থাকি । মাঝে মাঝে রাতে এবং রাতের শেষভাগে ট্রেড করি ।
-
আমি সব সময় বসে থাকি আম্রকেত এর সামনে । আমার কাছে মার্কেট এর প্রতি টা পদক্ষেপ খুব মজার সাথে দেখতে ভাল লাগে। আমি মনে করি মার্কেট কে না বুজতে পারলে এই খান থেকে আয় করা সম্ভব নাআ।। আমি মার্কেট দেখি এবং ডেমো ও রেয়াল পাশাপাশি প্রাচতিচে করি... জাতে করে আমি মার্কেট কে আরও ভাল বুজতে পারি।।
-
আসলে এই খানে আপনি আপনার সুযোগ মত মার্কেট করলেই হল। তবে আপনি জখ এ মার্কেট এ আশেন তখন মার্কেট কে বজা ই হচ্চে সব থেকে বড় বেপার। জত ভাল মার্কেট বুজবেন তত ভাল মার্কেট থেকে আয় করতে পারবেন ।
-
আমি রাতে ট্রেড করি। কারন আমার মনে হয় এই সময় ফরেক্স থেকে ভাল প্রফিট করা সম্ভব। সন্ধ্যার পর মার্কেট এর মুভ অনেক বেশি থাকে। তাই এই সময় ট্রেড করলে ভাল লাভ করা সম্ভব। রাত ১০ টার পর মার্কেট এর মুভ কম থাকে। এই সময় ও ফরেক্স থেকে অনেক প্রফিট করা সম্ভব। আসল কথা হল ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকলে আপনি সবসময় মার্কেট থেকে প্রফিট করতে পারবেন।
-
মোঃ আনোয়ার হোসেন
আমি রাতে এবং দিনে ট্রেড করি কারন আমি একজন ছাত্র তাই যখন সমায় পাই তখন ট্রেড করি । তবে আমার কাছে ট্রেড করার জন্য রাতই ভাল কারন আমি রাত জাগতে ভালবাসি।
-
আমি সাধারণত রাতে ট্রেড করি না। কারণ রাতে মার্কেট তেমন ঘোরাফেরা করে না। রাতে মার্কেট স্থির অবস্থায় থেকে। আমি সাধারণত রাতে যে দিকে মার্কেট থাকে তার বিপরীতে ট্রেড অপেন করে ঘুমিয়ে পরি এবং পরদিন সকাল ১১ তার দিকে ক্লোজ করি। তাতে আমার লস কিংবা লাভে থাকুক। ধন্যবাদ