ফরেক্স থেকে আয় করার মাধ্যম হলো আমরা বিভিন্ন পেয়ারে ট্রেড করে লাভ বা লস করে থাকি। তো এই ধরনের ট্রিক দুই ধরনের হয় এগুলো হলো স্পেলিং
Printable View
ফরেক্স থেকে আয় করার মাধ্যম হলো আমরা বিভিন্ন পেয়ারে ট্রেড করে লাভ বা লস করে থাকি। তো এই ধরনের ট্রিক দুই ধরনের হয় এগুলো হলো স্পেলিং
দীর্ঘ সময় ধরে আমরা যে ট্রেড করে থাকি সাধারণত সেটি হল লং টাইম ট্রেড। ফরেক্স থেকে আয় করার মাধ্যম হলো আমরা বিভিন্ন পেয়ারে ট্রেড করে লাভ বা লস করে থাকি। তো এই ধরনের ট্রেড দুই ধরনের হয়। এগুলো হলো স্ক্যাপিং বা শর্ট টাইম ট্রেড অপরটি হলো লং টাইম ট্রেড বা সুইং ট্রেড। একেক ধরনের ট্রেডারের একেক ধরনের রুচিবোধ রয়েছে ট্রেড করার ক্ষেত্রে। কেউ স্ক্যাল্পিং পছন্দ করে আবার কেউ লং টাইম ট্রেড করে পছন্দ করে থাকেন। তবে যে বিষয়ে আপনি ট্রেড করেন না কেন অবশ্যই আপনাকে একজন পরিশ্রমী, ধৈর্যশীল অভিজ্ঞতাসম্পন্ন ট্রেডার হতে হবে তাহলে আপনি প্রফিট করতে পারবেন।
মার্কেট আমাদের বিপরীতে চলে গেলে ফিরে আসা না পর্যন্ত অপেক্ষা করতে হয় আর লং টার্ম ট্রেডিং এ মার্কেট সম্পর্কে খুব ভালো করে এনালাইসিস করে নিলে যদি ট্রেড বিপরীতে যায় ও তাহলেও সমসসা নেই কেননা লস কম হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে মার্কেট আবার আগের জায়গায় চলে আসে লং টার্ম ট্রেডিং এ খুব ভালো করে চিন্তা করে। আর শর্ট টাইম ট্রেডিং এর ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে। লং টাইম ট্রেডিং এ দীর্ঘ সময় অপেক্ষা
সুয়িং ট্রেডিং বেশ পুরোনো এবং বহুল ববহৃত সিস্টেম। তাই যে সকল ট্রেডার ভাই এই সিস্টেম ট্রেড করতে চান মোটামুটি হাজার পাচেক ডলার ইনভেস্ট করে যুদ্ধে নেমে পড়েন। তবে এর একুরেসি ভাল নয় তাই আগে ভাগে ভেবে চিন্তে ট্রেড করবেন। লাভের ক্ষেত্রে ভালোই প্রফিট পাওয়া যায় কিন্তু লস করলে দেখা যায় যে সবগুলোই লস করেছে। কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেড করলে এবং স্টপ লসের তুলনায় টেক প্রফিটের রেশিও ভালো হলে এধরণের স্ট্রাটেজি যথেষ্ট কার্যকর।
আমরা যদি শর্ট টাইম ফ্রেম ব্যবহার না করে লং টাইম ফ্রেম ব্যবহার করি তাহলে দেখব যে আমাদের লসের পরিমান অনেক অনেক কমে গেছে আর লাভ এর আশংকাও থাকবে অনেক। আমার জানামতে অধিকাংশও ট্রেডার লস করে শর্ট টাইম ফ্রেম ব্যবহার এর কারনে। তাই শর্ট টাইম ফ্রেম ছেড়ে লং টাইম ফ্রেম ব্যবহারে আগ্রহী হন।
যখন কোন ট্রেড একঘন্টা বা কয়েকঘন্টার বা একদিনের পরিবর্তে ৪-৫ দিন বা তার থেকেও বেশি সময়ের জন্য ট্রেড নেওয়া হয় তাকে লং টাইম ট্রেড বলে। এই ধারনের ট্রেডে ঝুকি কম থাকে এবং তেমন চিন্তা থাকে না। ধন্যবাদ।
আমরা যদি শর্ট টাইম ফ্রেম ব্যবহার না করে লং টাইম ফ্রেম ব্যবহার করি তাহলে দেখব যে আমাদের লসের পরিমান অনেক অনেক কমে গেছে আর লাভ এর আশংকাও থাকবে অনেক। আমার জানামতে অধিকাংশও ট্রেডার লস করে শর্ট টাইম ফ্রেম ব্যবহার এর কারনে। তাই শর্ট টাইম ফ্রেম ছেড়ে লং টাইম ফ্রেম ব্যবহারে আগ্রহী হন।
দীর্ঘ পথের বিনিময় আমাদের সকলের পক্ষে যথেষ্ট সহায়ক more কন্ডিশন টার্ম এক্সচেঞ্জিংয়ে বিভিন্ন ধরণের বিপদ রয়েছে, উদাহরণস্বরূপ, এই বিশ্বাস করে যে বাজারটি আমাদের বিপক্ষে ফিরে আসবে। তদ্ব্যতীত, লম্বা দফায় আদান-প্রদানের সময়, আপনি বাজার সম্পর্কে খুব ভাল করার সম্ভাবনা রয়েছে, এক্সচেঞ্জটি অন্যভাবে চলে যায় এমন পরিস্থিতিতে, সেই সময়ে কোনও সমস্যা নেই। দুর্ভাগ্য কম হওয়ায়। দীর্ঘ পর্যায়ক্রমে এক্সচেঞ্জের ক্ষেত্রে এক্সচেঞ্জ বিভাগটি স্বজ্ঞাততার দ্বারা বেশ ভালভাবে নেওয়া যেতে পারে এবং এক্সচেঞ্জটি খোলার মাধ্যমে একটি সোজা হয়ে থাকতে পারে। সুবিধাগুলি সাধারণভাবে অনেক বেশি হবে, তাই আমি ভাবতে চাই, লং হেঁটে এক্সচেঞ্জের সুবিধাগুলি ক্ষতির চেয়ে নিরাপদ বলে মনে হয় এবং নিরাপদ।
লং টার্ম ট্রেডিং এ মার্কেট সম্পর্কে খুব ভালো করে এনালাইসিস করে নিলে যদি ট্রেড বিপরীতে যায় ও তাহলেও সমসসা নেই কেননা লস কম হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে মার্কেট আবার আগের জায়গায় চলে আসে লং টার্ম ট্রেডিং এ খুব ভালো করে চিন্তা করে ট্রেড এন্ট্রি নেওয়া যায় এবং ট্রেড ওপেন করে চিন্তা মুক্ত থাকা যায় এবং প্রফিট হলে সেটা অনেক বেশি পরিমানে হয়ে থাকে । কারন লং টাইম ট্রেডের ঝুকি অনেক কম সুয়িং ট্রেডিং থেকে। বিসেস করে যেসব ট্রেডাররা নতুন তাদের জন্ন্য লং টাইম ট্রেড অনেক ভাল কি বেসির্ভাগ নতুন ট্রেডাররাই সুয়িং ট্রেড করে।
সুয়িং ট্রেড সিস্টেমে ট্রেড করে খুব অল্প profit করা যায় তবে তা তুলনামূলক অনেক নিরাপদ ট্রেড ৷ swing ট্রেডে সাধারণত খুব ছোট লট দিয়ে ট্রেড করা যায় ফলে balance নিরাপদ থাকে ৷ আর এখানে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় তাই অনেকেই ধৈর্য ধারণ করতে পারে না এবং Profit হয় খুব কম ৷এজন্যই swing ট্রেডারের সংখ্যা তুলনামূলক অনেক কম ৷ অধিকাংশ ট্রেডারগণ খুব দ্রুত এবং অল্প সময়ে প্রফিট করার উদ্দেশ্যে শর্টট্রেড বা scalping করে থাকেন ৷ আপনারা যদি আপনাদের একাউন্টের ব্যালেন্স নিরাপদ রেখে দীর্ঘ সময় দিয়ে আস্তে ধীরে ধৈর্য ধরে অল্প অল্প করে প্রফিট করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই long time frame দেখে সুইং ট্রেড করার অভ্যাস করবেন ৷