স্বাভাবিকভাবেই মার্কেট যখন আমার অনুকুলে না থাকে তখন আমার মন খারাপ থাকে । কিন্তু তখন আমি মন খারাপ করে বসে থাকি না । আমি আবার ট্রেড করে যাতে মার্কেট আমার অনুকুলে আসে ।
Printable View
স্বাভাবিকভাবেই মার্কেট যখন আমার অনুকুলে না থাকে তখন আমার মন খারাপ থাকে । কিন্তু তখন আমি মন খারাপ করে বসে থাকি না । আমি আবার ট্রেড করে যাতে মার্কেট আমার অনুকুলে আসে ।
মার্কেট যদি আমার অনুকূলে না থাকে তাহলে অবশ্যই আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা সব সময় ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অামরা কোন সময়েই লোভ করব না তাহলেই আমরা মার্কেটে টিকে থাকতে পারব ।
স্বাভাবিকভাবেই মার্কেট যখন আমার অনুকুলে না থাকে তখন আমার মন খারাপ থাকে । কিন্তু তখন আমি মন খারাপ করে বসে থাকি না । আমি আবার ট্রেড করে যাতে মার্কেট আমার অনুকুলে আসে ।
মার্কেট যখন আমার আনুকূলে থাকে না তখন আমি ওয়েব সাইট এ মার্কেট সম্পর্কে খোজ খবর নেই। আমি মনে করি ফরেক্স যখন আপনি ট্রেড করবেন তখন আপনি দেখবেন যে আপনার ট্রেডটি লাভে চলছে কিন্ত ফরেক্স মার্কেট সব সময় এক রকম থাকে না। এটি উঠা নামা করে আমার মতে আপনি যখন দেখবেন যে আপনাপ ট্রেডটি লস এ চলছে আপনি ট্রেড বন্ধ না করে অপেক্ষা করুন পরে দেখবেন আপনার ট্রেডটি আবার লাভ হবে। তাই আমার মতে মার্কেট অনুকূলে না থাকলেও আপনার ট্রেড বন্ধ করা উচিত নয়।:woo:
ফরেক্স ট্রেডিং হল এমন একটি ব্যবসা যেখানে প্রতিনিয়তই লস হতে পারে তাই এ ধরনের ব্যবসা সবসময় অনূকুলে আসে না কিছু কিছু সময় প্রতিকূলে চলে যায়। মার্কেট যখন আমার প্রতিকূলে চলে যায় তখন আমি মন খারাপ করি না কারন আমি স্টপ লস ব্যবহার করে ট্রেড করি আমি জানি আমার প্রতি ট্রেডে কত লস হবে তা আমি আগে থেকে ঠিক করে নেই। কারন ফরেক্স ট্রেডিং যেহেতু একটি ব্যবসা তাই এখানে লাভ ও লস দুটিই হতে পারে তবে একটা কথা হল লস দেখলে একটু খারাপ লাগে এটা একটি স্বাভাবিক ব্যাপার।
মার্কেট অনুকুলে থাকলে তো সব সময়ই ভাল। কিন্তু যখন প্রতিকুলে চলে যায় আমি তখন কোন ট্রেড ক্লোজ না করে মার্কেট আমার দিকে আসবে এই প্রতিক্ষায় থাকি। আর তারজন্য সমস্যা হলো কোন সপ্তাহে হয়তো 1 টির বেশি ট্রেড করা যায় না এবং লাভ ও লস কম হয়।
আমার মতে ফরেক্স একটি এমন মার্কেট যেখানে আপনে কম সময়ে লাভ করতে পারেন তবে আপনাকে আগে ফরেক্স বিষয়ে বুঝতে হবে । তাহলে আপনি ভাল কিছু করতে পারেন । হ্যাঁ ফরেক্স মার্কেট এ আমার ট্রেড করার পর যদি মার্কেট আমার অনুকলে না থেকে তখন আমার মাথা নষ্ট হয়ে যায় । তবে আমি মনে করি এখানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ।
ব্যক্তিগতভাবে আমি যেটা করি মার্কেট যখন আমার অনকূলে থাকে না তখন আমি মার্কেট ভালো করে এন্যালাইসিস করি আমি যদি দেখি মার্কেট আমার অনুকুলে আর যেতে পারে তাহলে আমি মার্কেট লসেই ক্লজ করি । আর যদি মার্কেট আমার অনুকুলে গেলে আমি যদি ট্রেড রেখে দিয়ে তাহরে আমার একাউন্ট জিরো হয়ে জেতে পারে না হলে আমার বিরাট আকারে লস ক্ষেতে পারি।
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে প্রথম আপনাকে মার্কেট বুঝতে হবে । আপনি যদি মার্কেট না বুঝে ট্রেড করেন তাহলে আপনাকে লাভ গুনতে হবে না আপনাকে লস গুনতে হবে । আপনার মার্কেট যদি আপনার অনুকুলে থাকে তাহলে বুঝে শুনে ট্রেড ধরতে হবে । যদি একটু ভূল করেন তাহলে আপনাকে এর খেসারত দিতে হবে । সেই ভুলের মাশুল গুনতে হবে আপনাকে । আপনি যদি ঠিক থাকেন তাহলে মার্কেট সবসময় আপনার অনুকুলে থাকবে ।
আমি ফোরেক্সে একেবারে নুতুন। যতটুকু পড়াশোনা করেছি তাতে মনে হয়েছে ফোরেক্সে অনুকুল প্রতিকুল বলে কিছু নাই। কারন ট্রেডতো আপ ডাউন দুদিকেই নেয়া যায়। আমি আরেকটু ভাল ভাবে বুঝতে চাচ্ছি। কেউ কি আছেন? যদি থাকেন আমাকে একটু পারসোনাল মেসেজ পাঠাতেন। কারন এখানে যদি উত্তর পাঠান কিভাবে খুজে বের করতে হয় সেটা জানিনা।