আসলে সময় বেশি দিলেই যে বেশি আয় করা যাবে এটা সঠিক নয় । যতটুকু সময় দিবেন ততটুকু পরিকল্পনা মত যথাযথা ভাবে ব্যবাহর করতে হবে । আর আয়ের পরিমান নির্ভর করে আপনার মানি ম্যানেজম্যান্ট এর উপর ।
Printable View
আসলে সময় বেশি দিলেই যে বেশি আয় করা যাবে এটা সঠিক নয় । যতটুকু সময় দিবেন ততটুকু পরিকল্পনা মত যথাযথা ভাবে ব্যবাহর করতে হবে । আর আয়ের পরিমান নির্ভর করে আপনার মানি ম্যানেজম্যান্ট এর উপর ।
ফরেক্স মার্কেটে প্রতিদিন সময় দেয়া লাগে ৪ থেকে ৫ ঘন্টা সময় দেয়া লাগে ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতাওরজন করতেও গেলে আবার সময় নিয়ে ফরেক্স করে ভাল অভিজ্ঞতা অরজন করা জায় না তাই ফরেক্স অভিজ্ঞতার জন্য দরকার ফরেক্স মার্কেটে অনেক সময় দেয়া দরকার।
প্রতিদিন যদি আমরা দুই ঘ্নটা দেই । তাহলে আমরা ভাল উপারজন কতে পারব । আমি নিজেও কাজ কোরি এবং উপকৃত হই । ফরেক্স কে আমরা আ্ক্টা আধুনিক ব্যবসা বলতে পারি । এই ব্যবসায় কোন প্রকার মূলধন এর প্রয়োজন হয় না । এর জন্য এর চাহিদা ও অনেক বেশি ।
ফরেক্স মার্কেটে প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা সময় দিলে অনেক ভালো করা জায় তাই প্রতিনিয়ত ফরেক্স মার্কেটে সময় দিলে ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করে সফল হয়া সম্ভব কারন ফরেক্স মার্কেটে ট্রেড করে অভিজ্ঞতাওরজন করতে পারলে সেটা করা সম্ভব তাই ।
ফরেক্স মার্কেটে প্রতিদিন দেয়া জায় তবে প্রতিদিন ফরেক্স ফরামে কত সমত দিতে হবে সেটা কোন নির্দিষ্ট না করে ফরেক্স শেখা জায় ফরেক্স মার্কেটে প্রতিদিন সময় দিলে ভালো হয় প্রতিদিন না দিয়েও ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা জায় ।
একটি আধুনিক ব্যবসা সব কাজের পাশাপাশি ফরেক্স টেডিং করা যায়। তাই অনেকে মনে করেন যে ফরেক্সে অল্প সময় দিলেয় হয় কিন্তু ধারণাটা ভুল কারণ ফরেক্সে যত সময় দিবেন তত ইনকাম করতে পারবেন। আবার যদি আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে না বুঝে ট্রেড করেন তবে আপনার লাভের তুলনায় লস বেশি হবে। তাই আমর মতে ভালভাবে জেনেবুঝে ফরেক্সে অল্প সময় দিয়ে যে ইনকাম করা যাবে না বুঝে বেশি সময় দিলেও তা করা যায় না। তাই ফরেক্সে সময়ের কোন বাধ্যবাধকতা নেই যে যেরকম পারে সময় দিলেই হবে।
অনেকেই সহযোগী ইনকাম সোর্স হিসাবে ফরেক্স ব্যবহার করে তাই যে যার প্রয়োজন মত ফরেক্স মার্কেটে সময় দেয়। যদি আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে না বুঝে ট্রেড করেন তবে আপনার লাভের তুলনায় লস বেশি হবে।আমাদের কে সারাদিন ফরেক্স মার্কেট নিয়ে পরে থাকতে হইনা। আমরা যখন ইচ্ছা তখন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।আমি ফরেক্স মার্কেট এ দৈনিক ৫-৬ ঘণ্টা সময় দেই।
আমার জানা মতে ফরেক্স এর মধ্যে নতুন অবস্তায় একজন ট্রেডারের কমপক্ষে ৪-৫ ঘন্টা সময় দেওয়া দরকার বা পারলে তার চেয় বেশি দিতে পারলে ভাল হয়।কারন নতুন অবস্তায় তেমন কিছু জানা থাকে না।যদি ৫-৬মাস ট্রেডার এর বয়স হয়ে যায় তাহলে ৩-৪ ঘন্টা সময় অনেক ভাল ।
ফরেক্স মাকেটে প্রতিদিন কত সময় দিতে হবে তাহা নিদিষ্ট বলা খুবই মুসকিল।আমি ফরেক্স মাকেটে পারটাইম হিসেবে ট্রেড করি এবং প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় ব্যায় করি।তবে আপনি যদি ফরেক্স মাকেটে বেশী সময় ব্যায় করেন তাহলে আপনি খুব দ্রুত সফলতা অজন করতে পারবেন।
আপনি ফরেক্স এ যে পরিমান সময় দিবেন ফরেক্স দিয়ে আপনি সেই পরিমান আয় করতে পারবেন আমি দিনে ৩-৪ ঘন্তা সময় দিয়ে ফরেক্স দিয়ে মাস এ ১০০ $ ইনকাম করি ।ফরেক্স তো ঘরে বসে বসেই করা যায় তাই আমি যে কোন সময় আম্র কাজ শেষ করে ফরেক্স এ কাজ করতে পারি