ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে চান তবে আপনি একাউন্ট ভেরিফাই করাটা জরুরি বলে আমি মনে করি কারন আপনি যদি ট্রেড করে লাভ করে লাভের অংশ না উটাতে পারেন তবে আপনি লাভ করে কি করবেন। আর তাই আমি মনেবকরি একাউন্ট করে ভেরিফাই করটা অনেক ভাল হবে বলে মনে করি।
Printable View
ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে চান তবে আপনি একাউন্ট ভেরিফাই করাটা জরুরি বলে আমি মনে করি কারন আপনি যদি ট্রেড করে লাভ করে লাভের অংশ না উটাতে পারেন তবে আপনি লাভ করে কি করবেন। আর তাই আমি মনেবকরি একাউন্ট করে ভেরিফাই করটা অনেক ভাল হবে বলে মনে করি।
আপনি যদি ফোরামের বোনাস ডিপোজিট করে তার পর ফরেক্সে ট্রেড করতে চান তা হলে আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি চূড়ান্ত পর্যায় প্রর্যন্ত ভেরিফিকেশন করিয়ে নিতে হবে কারন তা না হলে আপনি কখনই লাভের অংশ উঠাতে পারবেন না।
হ্যা, ভেরিফাই করা প্রাইয় সব ব্রোকারই এখন জরুরী। কারন ভেরিফাই ছাড়া একাউন্ট এ ট্রেডিং ব্রোকার যে কোন সময় বন্ধ করে দিতে পারে। অথবা আপনার কাছে যে কোন দিন তারা চাইতে পারে আপনার ডকুমেন্ট গুলো। ফরেক্স এ একাউন্ট ভেরিফাই করে ট্রেড করাই ভালো।
ভেরিফাই করা অবশ্যই জরুরী। অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে গেলে ভেরিফাই করা জরুরী। ভেরিফাই ছাড়া টাকা উঠান যায় না। তাই আমার মতে টাকা লোড দেওয়ার আগেই অ্যাকাউন্ট ভেরিফাই করা উচিত।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে কোনো ভেরিফাই করার দরকার হয় না কিন্ত আপনার ট্রেড করে উর্পাজিত ডলার উঠানোর সময় অব্যশই একাউন্টটি ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই ছারা একাউন্ট কখন শক্ত বা জোরালো হয় না ।তাই একাউন্ট ভেরিফাই করা খুবিই জরুরি।
ফরেক্সে ট্রেড করার জন্য একাউন্ট ভেরিফাই করা দরকার কারন তা না করলে যে কোন সময়ে আপনার একাউন্ট বাতিল হয়ে যেতে পারে বা অন্য কোন সমস্যার সম্মুখীন হতে পারেন। একাউন্ট ভেরিফাই করার মাধ্যমে আপনি একজন ট্রেডারের স্বীকৃিত পেয়ে থাকেন। এছাড়াও ট্রেড করার পর লাভের অংশ উত্তোলনে একাউন্ট ভেরিফাই করা জরুরী।
ভেরিপাইয়েড করিয়ে নেওয়া অবশ্যই অনেক বেশি জরুরী । কেননা ভেরিপাইয়েড অর্থ হল নিজের পরিচয়কে বৈধতা প্রদান করা আর এটা করবে ব্রোকার কর্তৃপক্ষ । তাই আমি মনে করি যে ভেরিপাই করলে যেহেতু আমাদের লাভ সেহেতু ভেরিপাই করিয়ে নেওয়া অনেক জরুরী । আর এ জন্য আলোচ্য ব্রোকার কর্তৃক নির্ধারিত ডকুমেন্টসগুলো রেডি করতে হবে এবং সত্যতা প্রমাণ করতে হবে ।
আপনি অনলাইনে যেই পছন্দসই ব্রোকারে ট্রেড করতে চাননা কেন, তারা ভেরিফাই চাবে। একাউন্ট ভ্যারিফাই করে ট্রেড করা ভালো কারন আপনি আপনার যখন টাকা তুলতে হবে তখন সমস্যায় পড়তে হবেনা ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই অবশ্যই জরুরী কারণ আপনি যত ভালো ব্রোকার এর মাধ্যমেই ট্রেড করেন না কেন আপনার কাছে ফেরিফাই চাইবে। তাছাড়া ফরেক্স ট্রেড করে যে ডলার প্রফিট করা যায় সেই ডলার অ্যাকাউন্ট ভেরিফাই করার পূর্বে কোনভাবেই উঠানো যাবে না। তাই ফরেক্স এ ট্রেড করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করা অত্যন্ত জরুরী বিষয়।
ফরেক্স মার্কেট অার্থনৈতিক বাজার এই খানে ভেরিপাই করা জরুরি কারন আপনি ঠিকানাই একাউন্ট করেছেন সে ঠিকানা সঠিক আছেনা কিনা তার জন্য ভরিপাই করতে হয়।তবে কিছু ব্রোকার বেরিফাই করা ছাড়া ট্রেড করা যায় কিন্তু টাকা উঠাতে হলে আপনাকে ভেরিপাই করতে হবে।