-
ফরেক্স মার্কেটে ব্রোকাররা সব সময় চায় তার ক্লাইন্টদের কিছু সুবিধা দিতে।এজন্য সব ব্রোকার তার ক্লাইন্টদের লিভারেজ সুবিধা দিয়ে থাকে।লিভারেজের কারনে মাত্র ১০ডলার দিয়ে ১০০০ডলারের সমপরিমাণ ট্রেড করা যায়।যেমন-কেউ যদি লিভারেজ নেয়১:১০০তবে সে তার মূলধনের চাইতেও ১০০গুন মূল্যের ট্রেড ওপেন করতে পারবে।মূলত ছোট ছোট ট্রেডাররা অধিক হারে লিভারেজ গ্রহন করে থাকে।
-
লিভারেজ হচ্চে ব্রোকার আপনাকে কি পরিমাণ লোন দিবে তার হিসাব।ব্রোকার আপনার মুলধনের উপর যে পরিমাণ লোন দিবে সেটাই হচ্ছে লিভারেজ।আপনার ব্যালেন্স যদি ১০০ ডলার হয় এবং আপনার লিভারেজ যদি ১:২০০ হয় তাহলে আপনি ট্রেড করার সময় ব্রোকার কর্তৃক প্রাপ্ত লোন২০০০০ ডলার নিতে পারবেন।সুতরাং ১০ ডলার দিয়ে ১০*২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।
-
লিভারেজ হচ্ছে লোন । বিভিন্ন ব্রোকার আপনাকে আপনার ডিপোজিট এর উপর লোন দিয়ে থাকে । আপনি এর জন্যই আপনার একাউন্ট এর তুলনায় অনেক বড় ট্রেড ওপেন করতএ পারেন । ব্রোকাররা সব সময় চায় তার ক্লাইন্টদের কিছু সুবিধা দিতে।এজন্য সব ব্রোকার তার ক্লাইন্টদের লিভারেজ সুবিধা দিয়ে থাকে।লিভারেজের কারনে মাত্র ১০ডলার দিয়ে ১০০০ডলারের সমপরিমাণ ট্রেড করা যায়।
-
লিভারেজ হলো আপনার ব্যালেন্স এর সাপেক্ষে ব্রোকার আপনাকে কি পরিমান লোন দেবে সেটা । আপনার ব্যালেন্স এর উপর ডিপেন্ড করে আপনার লিভারেজ। আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী ব্রোকার থেকে লোন বা ঋণ নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী যে পরিমাণ ট্রেড করতে পারবেন লিভারেজ নিয়ে আরো অনেক বেশি ট্রেড করতে পারেন এটা ব্রোকার হতে প্রদত্ত ব্যালেন্স যেটা আপনাকে আবার পরিশোধ করতে হবে।
-
ধরুন, আপনি ১০ ডলার ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যাবহার করবেন, ১:১ , মানে কোন লোন নিবেন না। সেক্ষেত্রে, ব্রোকার আপনাকে বড় সাইজের কোন ট্রেড ওপেন করতে দিবে না। ওই ১০ ডলার দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায়, ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে দিবে। সেক্ষেত্রে, মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে হয়ত আপনার ১ ডলার লাভ হবে।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটাল
এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স
ব্রোকার আপনাকে দিবে।
ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০
ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন,
তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার
আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে।
এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন
নিবেন
-
লিভারেজ লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর ওপর সবোর্চ্চ কতগুণ লোন আপনার ব্রোকার আপনাকে দিবে।লিভারেজ হচ্ছে আপনার টাকা বাদে ব্রোকার সাইট আপনাকে যতটাকা দিবে সেটা।১:১লিভারেজ হলে ভালো হয়।এতে রিস্ক কম থাকে ১:৫এর বেশি লিভারেজ না নেওয়া। এদেরক্যাপিটাল বেশী।আর যাদের ক্যাপিটাল কম তাই আমরা বেশী লিভারেজ নেই।বেশী নেওয়াও যুক্তিসংগত নয়।১:১০০/১:২০০পযর্ন্ত
-
লিভারেজ হচ্ছে ট্রেডার কে দেওয়া ব্রোকার কর্তৃক লোন সুবিধা, অর্থাৎ প্রত্যেকটা ব্রোকার ট্রেডারদের কে লোন সুবিধা দিয়ে থাকে, যার ফলস্বরূপ মাত্র 10 ডলার দিয়ে ও 1000 ডলার পর্যন্ত ট্রেডিং করতে পারে, কেউ যদি ১:১০০ লেভারেজ নির্ধারণ করে থাকে এবং তার ব্যালেন্স যদি 10 ডলার হয় তাহলে সে এক হাজার ডলার পর্যন্ত ট্রেড করতে পারবে, আর ব্রোকারের দেওয়া এই সুবিধা হচ্ছে লেভারেজ, তবে লেভারেজ এর পরিমাণ কম নির্ধারণ করাটাই বেশি সুবিধাজনক।
-
লিভারেজ হচ্ছে ব্রোকার কর্তৃক প্রদত্ত লোন বা ঋণ। সাধারণত ফরেক্স এ বিভিন্ন ব্যাংক এবং বড় বড় কম্পানি ট্রেড করে থাকে। অল্প পরিমাণ ডিপোজিট করে ট্রেড করা যায় না যে কারণে বিভিন্ন ব্রোকার সাইট লিভারেজের মাধ্যমে আপনার ডিপোজিট কে বহুগুণ বাড়িয়ে দেয়। যার ফলে আমরা ফরেক্স এ ট্রেড করার সুযোগ পাই। লিভারেজ ছাড়া আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সদস্যদের ট্রেড করা সম্ভব হত না।
-
লিভারেজ বা লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে । ফরেক্স ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে । এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন।