-
ফরেক্স মার্কেটে স্প্রেড হচ্ছে ব্রোকারের কমিশন বা চার্জ। কেননা এখানে আপনি যে প্লাটফর্ম ব্যবহার করছেন এবং তিনারা আমাদের যে সমস্ত সুযোগ-সুবিধা প্রদার করছেন, তো তাদেরও একটা প্রাপ্য বা পাওনা আমাদের কাছে রয়েছে যেটাকে এখানে স্প্রেড বলা হয়। তাই আমরা যখন কোন একটা ট্রেড ওপেন করি সেই ট্রেডটির উপর তারা একটা কমিশন ধার্য করেন, সেটাকেই এখানে স্প্রেড বলা হয়। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন প্রকার ব্রোকার হউজ রয়েছে যারা ট্রেডারদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে ট্রেড করার জন্য সুযোগ করে দেয় বিনিময়ে তারা প্রতিটি ট্রেডের জন্য কিছু কমিশন কেটে নেয়।আমরা যখন কোনো ট্রেড ওপেন করি তখন শুরুতেই কিছু মাইনাস আকারে লস দেখতে পাই আর এটিই হল মূলত স্প্রেড বা ব্রোকার কমিশন।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন প্রকার ব্রোকার হউজ রয়েছে যারা ট্রেডারদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে ট্রেড করার জন্য সুযোগ করে দেয় বিনিময়ে তারা প্রতিটি ট্রেডের জন্য কিছু কমিশন কেটে নেয়।আমরা যখন কোনো ট্রেড ওপেন করি তখন শুরুতেই কিছু মাইনাস আকারে লস দেখতে পাই আর এটিই হল মূলত স্প্রেড বা ব্রোকার কমিশন।
-
স্প্রেড কি?
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমরা যখন কোন একটি ট্রেড ওপেন করি তখন ব্রোকার ঐ ট্রেডটির পরির্বতে একটা কমিশন রাখ সেই কমিশনটাই হলো মূলতো স্প্রেড।ফরেক্স এ কাজ করতে হলে বিভিন্ন ধরনের কাজ সম্পকে জানতে হয় । তাহলে ফরেক্স এ কাজ করে মজা পাওয়া যায়। তেমনি ভাবে স্প্রেড হলো ফরেক্স এর একটি অংশ । আর স্প্রেড হলো লসের অংশ । মানে যখন ট্রেডটি ওপেন করবেন তখন যে লসের অংশটা দেখায় সেইটাই হলো ফরেক্স ।
-
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার ওপেন করার সময় যে কমিশন বা চার্জ হিসেবে কাটে তাই হলো স্প্রেড বলে।
-
আপনি একটা ট্রেড ওপেন করলে দেখতে পাবেন আপনি যেইখানে ওডারটা দিছিলেন তার থেকে নিচে বা উপরে আপনার ওডারটা নেওয়া হয়েছে। এতে করে আপনার ট্রেড ওপেন করার সাথে সাথে কিছুটা লস দেখতে পাবেন। এই যে লস টা আপনার হল এটাকেই সেপড বলে। এটা হল আপনি যেই বোকারের নিচে ট্রেড করতেছেন তার কমিশন বা চাজ। দেখবেন বিভিন্ন পেয়ারের সেপড বিভিন্ন রকম।
-
ফরেক্স এ ট্রেড করার সাথে সাথে ট্রেডটা কিছুটা লসে অপেন হয়। এটা কেই ফরেক্স এর ভাষায় স্প্রেড বলা হয়। প্রতিটি ব্রোকার এ স্প্রেড নির্ধারন করা আছে। এবং সে অনুযায়ী ট্রেড ওপেন করলে ট্রেড লসে ওপেন হবে। ফরেক্স মার্কেট এ একেক ব্রোকারে একেক রকম স্প্রেড।ব্রোকার ও তো লাভ করতে হবে। কারন তা নাহলে আমরা কোথায় কিভাবে ট্রেড করতাম আর ইনভেস্ট করতাম। ট্রেড করার সাথে সাথে প্রত্যক ব্রোকার কম বা বেশি স্প্রেড কেটে রাখে। ব্রোকার এর ভাষায় এক কমিশন ও বলা হয়।
-
ফরেক্স এ কাজ করতে হলে বিভিন্ন ধরনের কাজ সম্পকে জানতে হয় । তাহলে ফরেক্স এ কাজ করে মজা পাওয়া যায়। তেমনি ভাবে স্প্রেড হলো ফরেক্স এর একটি অংশ । আর স্প্রেড হলো লসের অংশ । মানে যখন ট্রেডটি ওপেন করবেন তখন যে লসের অংশটা দেখায় সেইটাই হলো ফরেক্স ।যারা ট্রেডারদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে ট্রেড করার জন্য সুযোগ করে দেয় বিনিময়ে তারা প্রতিটি ট্রেডের জন্য কিছু কমিশন কেটে নেয়।আমরা যখন কোনো ট্রেড ওপেন করি তখন শুরুতেই কিছু মাইনাস আকারে লস দেখতে পাই।
-
যখন কোন পেয়ারে এন্ট্রি নিয়ে থাকেন তখন দেখবেন যে আপনার ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়েছে। এই যে গ্যাপটা আপনাের চোখে পড়ে এটাকেই স্প্রেড বলে। কারেন্সি ভেদে একেক পেয়ারে একেক রকম স্প্রেড থাকে। এই স্প্রেডটাই মুলত ফরেক্স ব্রোকারের লাভ ধরা হয়। আপনি লাভ করলেন বা লস করলেন তাকে ব্রোকারের কিছুই আসে যায় না। ব্রোকার তার লাভ ঠিকই নিয়ে নিবে।