সাধারণত অল্প সময় ব্যয় করে লাভ করা প্রতিটি ট্রেডকে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে। আপনি আপনার ক্রয় করা ২০ টি পিপস থেকে যদি ২০ টির বেশি অর্জন করতে পারেন তবে তাকে সাধারণ ট্রেড বা স্ক্যাল্পিং বলা হয়ে থাকে।
Printable View
সাধারণত অল্প সময় ব্যয় করে লাভ করা প্রতিটি ট্রেডকে স্ক্যাল্পিং বলা হয়ে থাকে। আপনি আপনার ক্রয় করা ২০ টি পিপস থেকে যদি ২০ টির বেশি অর্জন করতে পারেন তবে তাকে সাধারণ ট্রেড বা স্ক্যাল্পিং বলা হয়ে থাকে।
স্ক্যালপিং হলো একটি স্ট্রেটেজি যার মাধ্যমে আপনি স্বল্প সময়ে বেশি পরিমাণ মুনাফা উপার্জন করতে পারবেন। কিন্তু এই স্ট্রেটেজি টা সবার জন্য নয়। কারণ এই স্ট্রেটেজি অনেক ঝুকিপূর্ণ আর এই ব্যবসা অধিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া কেউ সফলভাবে সেটা ব্যবহার করতে পারে না। এটা সত্য প্রাথমিকভাবে আপনিও এটি কিছুটা ব্যবহার করতে পারবেন কিন্তু সফলতার সহিত সেটা বেশিদিন করতে পারবেন না। তাই সেই স্ট্রেটেজিটা ব্যবহার না করাই ভাল।
আমার মতে ফরেক্সে ট্রেডিং এর বিভিন্ন রকম ধরন রয়েছে। তার মধ্যে স্ক্যাল্পিং অন্যতম। অনেকেই স্ক্যাল্পিং করেন। বুঝে হোক আর না বুঝে হোক স্ক্যাল্পিং করেন। স্ক্যাল্পিং বলতে সাধারনত ছোট ছোট ট্রেড করাকে বোঝায়, ছোট টাইমফ্রেম ব্যবহার করে ১-২০ পিপস লাভ করলে তাকে স্ক্যাল্পিং বলা যায়। তবে আমি ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং সমর্থন করিনা। নিজেও স্ক্যাল্পিং করিনা।
আমার মতে ফরেক্স স্ক্যাল্পিং হল স্বল্প সময়ের ট্রেড। নতুন ট্রেডারদের জন্য এটি খুবই জনপ্রিয় ট্রেডিং সিস্টেম। স্ক্যাল্পিং সাধারণত কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের হয়ে থাকে। এক্ষেত্রে m1, m5, m15 টাইমফ্রেম বেশি ব্যবহার হয়। ২০ পিপস পর্যন্ত. স্ক্যাল্পিং ধরা হয়। স্ক্যাল্পিং করে স্বল্প রিক্সে ট্রেড করা যায়, এতে লাভের পরিমানও কম। তবে নতুনদের জন্য এটিই উত্তম ট্রেডিং সিস্টেম। আমিও স্ক্যাল্পিং পছন্দ করি। কারণ এতে ট্রেড নিয়ে আমাকে দীর্ঘ সময় ভাবতে হয় না।
মূলত স্কাল্পিং হচ্ছে ফরেক্সের ট্রেডিং এর খুব ছোট ছোট অংশ বিশেষ। খুব কম সময়ের জন্য কোন ট্রেড অপেন এবং ক্লোজ করে দেওয়ার মাধ্যমে উপার্জন করা কে মুলত স্কাল্পিং বলে। স্কাল্পিং করতে খুব মজা। কিন্তু এতে আপনাকে মার্কেট সামনে নিয়ে করতে হয়। স্ক্যাল্পিং করার জন্য বেশ অভিজ্ঞতার প্রয়োজন হয়।
স্ক্যাল্পিং হল স্বল্প সময়ের ট্রেড। নতুন ট্রেডারদের জন্য এটি খুবই জনপ্রিয় ট্রেডিং সিস্টেম। স্ক্যাল্পিং সাধারণত কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিটের হয়ে থাকে। এক্ষেত্রে m1, m5, m15 টাইমফ্রেম বেশি ব্যবহার হয়। ২০ পিপস পর্যন্ত. স্ক্যাল্পিং ধরা হয়। স্ক্যাল্পিং করে স্বল্প রিক্সে ট্রেড করা যায়, এতে লাভের পরিমানও কম। তবে নতুনদের জন্য এটিই উত্তম ট্রেডিং সিস্টেম। আমিও স্ক্যাল্পিং পছন্দ করি। কারণ এতে ট্রেড নিয়ে আমাকে দীর্ঘ সময় ভাবতে হয় না।
স্কাল্পিং মুলত সল্পদৈর্ঘ্যর ফরেক্স ট্রেডিং, যে ট্রেড করতে ট্রেডারগত সাধারনত ১ থেকে ৩০ মিনিট সময় নিয়ে থাকে তাকে স্কাল্পিং বলে। স্কাল্পিং এর মাধ্যেমে দ্রুত আয় করা সম্ভব এবং স্কাল্পিং এ একটু বেশি পরিমানে রিক্স নেওয়া হয়। স্কাল্পিং আমার প্রিয় একটা স্টাটেজি
আমরা বিভিন্ন জায়গা স্ক্যাল্পিং শব্দটা দেখি। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।
সাধারণত শর্ট টাইম ট্রেডকে স্ক্যাল্পিং বলা হয়।5 মিনিট বা 15 মিনিট বা 30 মিনিটের টাইমফ্রেম দেখে স্বল্প সময়ের মধ্যে একটি ট্রেড থেকে বিশ পিপ্সের কম প্রফিট গ্রহণ করলে তাকে স্ক্যাল্পিং বলা হয়।স্ক্যাল্পিং সাধারণত শর্ট টাইম ট্রেডাররাই করে থাকে।প্রতিদিনের প্রফিট প্রতিদিন গ্রহণ করাই হল স্ক্যাল্পিং এর উদ্দেশ্য।
শর্ট টাইম বা স্বল্প দৈর্ঘ্যর ট্রেডগুলোকে সাধারণত স্ক্যাল্পিং বলে।এই ট্রেড গুলো সাধারণত ১-৩০ মিনিটের মধ্যে করা হয়ে থাকে।এই ট্রেডগুলো হয়ে থাকে ১-২০পিপসের মধ্যে হয়।এর মাধ্যমে একটু দ্রুত আয় করা সম্ভব।আর যে ট্রেডগুলোতে লাভ ২০ এর উপরে হয় তাকে স্ক্যাল্পিং বলা যাবেনা।এগুলো সাধারণত ট্রেড।স্ক্যাল্পি ট্রেড এর উদ্দেশ্য হলপ্রতিদিনের প্রফিট প্রতিদিন গ্রহণ করা।