ফরেক্স মারকেটে অবশই বেশর ভাগ ফরেক্স ট্রেডার বেশি প্রাকটিস করলে লাভ করা জায় বা ফরেক্স সম্পরকে জানা জায় এবং ফরেক্স মারকেটে একজন ভাল ফরেক্স ট্রেডার হয়া জায় তাই ফরেক্স মারকেটে অনেক ভাল ভাল ফরেক্স ট্রেডার হয়া জায় ।
Printable View
ফরেক্স মারকেটে অবশই বেশর ভাগ ফরেক্স ট্রেডার বেশি প্রাকটিস করলে লাভ করা জায় বা ফরেক্স সম্পরকে জানা জায় এবং ফরেক্স মারকেটে একজন ভাল ফরেক্স ট্রেডার হয়া জায় তাই ফরেক্স মারকেটে অনেক ভাল ভাল ফরেক্স ট্রেডার হয়া জায় ।
বেশির ভাগ ট্রেডার লসের একটা বড় কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা এছাড়া মার্কেট সম্পর্কে অভিজ্ঞতার অভাব এক কাজ করার সময় যদি তার অভিজ্ঞতার একটা বড় পরি চয় হয় ।
যে কোন কাজের জন্য আপনি যতই ফরেক্সে প্রেকটিস করবেন ততই আপনি ফরেক্সে দক্ষ হয়ে উঠবেন। মনে রাখবেন জ্ঞান অর্জনের জন্য প্রেকটিস এর কোন বিকল্প নেই। ফরেক্সে প্রেকটিস করার জন্য আপনি ডেমো ট্রেড করতে পারেন। ডেমো ট্রেডে যেহেতু আপনার আর্থিক ক্ষতি হওয়ার কোন সুযোগ নেই সেহেতু এখানে আপনি নির্বিঘ্নে প্রেকটিস করতে পারবেন। কথায় আছে প্রেকটিস মেইক এ ম্যান পারফেক্ট। কথাটি চিরন্তন সত্য। ফরেক্সের ক্ষেত্রেও তাই বলে আমি মনে করি।
হ্যা আমি মনে করি বেশি বেশি ফরেক্সের ডেমো প্রাট্রিস করলে ভাল ট্রেডার হওয়া যায়।যে জিনিস যত বেশি প্রাট্রিস করা যায় সে জিনিস তত ভাল ভাবে শেখা যায়।তাই একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভাল ভাবে ফরেক্স সম্পর্কে অভিজ্গতা অর্জন করতে হবে এবং বেশি বেশি ডেমো প্রাট্রিস করতে হবে।কমপক্ষে ৬ মাস ডেমো প্রট্রিস করা উচিৎ।তাহলেই ফরেক্স থেকে আয় করা সম্ভব।
ভাল ট্রেডার হওয়া অনেক বিষয়ের উপর নির্ভর করে। প্রাক্টিসের ফলে অনেক জ্ঞান বাড়ে আর টেকনিক ও বাড়ে। এতে স্কিল ডেভেলপমেন্ট এর সাথে সাথে ধৈর্য আর লোভ সংবরণ দুটি বিষয়েরই উন্নতি হয়। ভাল প্রফিট করতে পারা মানেই ভাল ট্রেডার হাওয়া নয়। এর জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন আর ধৈর্যের অদম্য পরীক্ষা।
ফরেক্স এ যত বেশি প্রাকটিস করবেন ততই আপনার জন্য ভাল। আপনি যত বেশি প্রাকটিস করবেন আপনার অভিজ্ঞতা তত বেশি বৃদ্ধি পাবে। ফরেক্স এ অভিজ্ঞতার কোন শেষ নাই। যতই ঘাটিবেন ততই শিখিবেন। আর ভাল ট্রেডার হওয়ার জন্য তো জানার শেষ নাই। তবে শুধু বাই/সেল করলেই হবে না। প্রতিটি লস ট্রেডের কারন খুজে বের করতে হবে। এবং সে অনুযায়ী কাজ করতে হবে।
অবশ্য ই বেশী প্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া যাবে ।যে যত বেশী ডেমো প্রাকটিস করবে তার অভিডঞতা তত বারবে এবং সে তত ভালো ট্রেডার হতে পারবে ।সব কাজই বেশী প্রাকটিস করলে সফল হওয়া যায় ।ফরেক্স মার্কেট ও তেমনই ।
কোন ব্যবসা করতে হলে আগে সে ব্যবসা সর্ম্পকে জানতে হবে বা তা জেনে করতে হবে।সুতরাং ফরেক্স যেহেতু ব্যবসা সেহেতু আমাদেরকে এ ব্যবসা সর্ম্পকে ভালভাবে জানতে হবে এবং এর জন্য আমাদেরকে ডেমো প্রেকটিস করতে হবে।তাই ডেমো ট্রেড করা আবশ্যিক।
বেশী প্রাকটিস করলেই ফরেক্স ব্যবসায় লাভবান করা যায় । ফরেক্স ব্যবসা হল একটি লাভবান করা যায় । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী ফরেক্স ব্যবসা দিয়ে সাফল্য অর্জন করতে পারে । অবশ্যই আমরা সকলে এই ব্যবসা ভালোভাবে শিখবো তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
ফরেকাস সম্পর্কে ভালো ভাবে যেনে প্রাকটিস করলে লাভ হবে না । আগে ভালো ভাবে জনতে হবে তারপর প্রাকটিস করতে হবে । ফরেক্স করতে হলে অনেক পরিশ্রম আর প্রকটিস এর দরকার ।