ফরেক্স ট্রেডিং ব্যবসাতে কোন ইমোশন ট্রেড করা যাবেনা।কারণ আপনি যদি ইমোশন হয়ে কোন ট্রেড এ্যান্টি দেন তাহলে সেই ট্রেড থেকে ভালো কিছু পাওয়ার আশা থাকবেনা।তাই আমি মনে করি ফরেক্স মারর্কেট ভালো করে এ্যানালািসিস করে তারপর ট্রেড এ্যান্টি দেওয়া ভালো।
Printable View
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে কোন ইমোশন ট্রেড করা যাবেনা।কারণ আপনি যদি ইমোশন হয়ে কোন ট্রেড এ্যান্টি দেন তাহলে সেই ট্রেড থেকে ভালো কিছু পাওয়ার আশা থাকবেনা।তাই আমি মনে করি ফরেক্স মারর্কেট ভালো করে এ্যানালািসিস করে তারপর ট্রেড এ্যান্টি দেওয়া ভালো।
ফরেক্সে ইমোশোনাল হলে আমরা সফল হতে পারবো না তাই আমাদেরকে লোভ ও ইমোশোনালকে কন্ট্রোল করে ট্রেড করতে হবে। মার্কেটের উঠানামার গতি মাঝেমাঝে এত দ্রুত হয় যে আমরা লাভ করার আশায় অনেক সময়ে ভুল ট্রেড করি যার কারনে লস হয় আর এরকম ইমোশোনাল আমাদের কন্ট্রোল করতে হবে।
ইমোশন হলো খুব খারাপ এবং গুরুত্বপূর্ন একটা ব্যাপার । বেশিরভাগ নতুন ট্রেডাররা তাদের অর্থ লস করে ইমোশন এর জন্য । নতুন ট্রেডাররা তাদের ইমোশন Control করতে ব্যার্থ হয় । আর এটার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে ,,,
ইমোশন ফরেক্স মার্কেট এ একটা বড় ঘাতক। ইমোশন এর কারনে ফরেক্স লাভ করা কঠিন হয়। এই ইমোশনের কারনে লসের ট্রেড আর লাভের ট্রেড এর ভিতর অনেক পার্থক্য হয়। এর কারনে মুলত অনেক ট্রেডার লস বেশি করে থাকে। বেশি বেশি মার্কেট দেখলে ইমোশন বেশি কাজ করে। আর বড় লট ব্যবহার করলে ইমোশন হয় বেশি।
ফরেক্স মার্কেটে তিন ধরনেন এনালাইসিস করে ট্রেড করা হয় এই গুলোহল ফান্ডামেন্টাল এনালাইসিস ট্রেড, ইকোনমিকাল এনালাইসিস ট্রেড ও ইমোশনাল ট্রেড। ফরেক্স মার্কেটে ইমোশনাল ট্রেড না করার ভাল। কারণ ফান্ডামেন্টাল ট্রেড, ইকোনমিক্যাল ট্রেড দুটিই মার্কেট এনালাইসিস করে করা হয়। ইমোশনাল ট্রেড বোকারের ইমোশনের উপর নির্ভরশিল তাই ইমোশনাল ট্রেড কখনো কখনো আর্থিক ক্ষতির কারণ হয়ে পরে।
আমাদের যথাযথ প্রাপ্য নগদ হারানোর জন্য আমাদের কারও দরকার নেই তাই আমাদের নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে যেহেতু আমাদের একটি আবেগময় বাণিজ্য হ্রাস এই কারণেই রয়েছে যে আমাদের সাধারণত ফোরেক্স মার্কেট থেকে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর মাধ্যমে কে লাভ করবে। আমি যেতে চাই.
ইমোশনাল ট্রেড বলতে সাধারণত আবেগের বশে ট্রেড করাকে বোঝায়।এই প্রবণতা নতুন ট্রেডারদের মাঝেই বেশী দেখা যায়।বেশীরভাগ নতুন ট্রেডাররাই প্রথমদিকে ফরেক্স মার্কেটে এসেই এখান থেকে প্রচুর টাকা আয়ের স্বপ্ন দেখে।তাই সামান্য লস হলেই তারা ভেঙ্গে পড়ে এবং অভারট্রেড করে লসটাকে পুষিয়ে নিতে চায়।যার ফলে তারা আরও বেশী লস করে ফেলে।তাই সব ট্রেডারকেই ইমোশনালি ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।
ফরেক্সে ট্রেড করতে হলে কয়েকটি জিনিস আপনাকে দূরে রাখতে হবে। যেমন ইমোশন এবং লোভ। ফরেক্স ট্রেডিং এর সময় যদি আপনার মধ্যে ইমোশন কাজ করে,তাহলে আপনি ফরেক্সে লাভবান হতে পারবেন না। তাই ট্রেডিং এর সময় ইমোশনকে দূরে রাখুন।
ফরেক্স ট্রেডিং এর পতনের মূল হচ্ছে ইমোশনাল ট্রেডিং।আমরা কেউ চাইনা আমাদের কষ্ট অর্জিত টাকা বিফলে যাক,তাই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে ইমোশনালকে কন্ট্রোল করতে হবে,বেশিরভাগ নতুন ট্রেডাররা ইমোশনাল হয়ে ট্রেড করার কারনে ফরেক্স মার্কেটে তাদের পতন হয়।
আসলে ফরেক্স মার্কেটে হলাে একটি অন লাইন মার্কেট। এই সব অন লাইন মার্কেটে সব সময় Risk তাকে। আর আমরা কখনও চাই না আমাদের আয় করা টাকা ক্ষতি হক। তাই আমাদের সবাই কে বুঝে কাজ করতে হবে। তাই ফরেক্স মার্কেটে ইমোশনাল ট্রেড করা যাবে না। করলে লস হওয়ার আশংকা অনেক বেড়ে যায়। তাই বুঝে শুনে ট্রেড করতে হবে।