-
ফরেক্স কে চিন্তামুক্ত পেশা ভাবা আর আমাবস্যায় পুর্নিমার চাদ খোজা একই কথা। কারন দুটোই কাল্পনিক। যারা ফরেক্স করে তারা কখনোই চিন্তামুক্ত থাকতে পারে না। কখনো নিউজ নিয়ে চিন্তা, কখনো মার্কেট নিয়ে চিন্তা, আবার কখনো এ্যানালাইসিস নিয়ে চিন্তা। কখনো হারানোর চিন্তা, আবার কাখনো মানি ম্যানেজমেন্ট এর চিন্তা একটা না একটা চিন্তা থাকেই ফরেক্স এ। এ সকল চিন্তাকে জয় করেই যখন একজন ট্রেডার মুনাফা অর্জন করে তখনই তাকে সফল ট্রেডার বলা যায়।
-
আমার জানা মতে ফরেক্স একতা চিন্তা মুক্ত পেশা।কারন একানে কোন পুজি দরকার হয় না।যেখানে পুজি দরকার হয় না সেখানে আবার কিসের চিন্তা।আপনি কোম্পানি থেকে ডলার নিয়ে ভাল করে ট্রেড করলে কিসের চিন্তা ১০০% ভাল করতে পারা যাই যা চিন্তা মুক্ত। এবং ভাল আয়ের ব্যবসা চাকরি পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি।
-
ফরেক্স চিন্তা মুক্ত পেশা না। আমি মনে করি ফুরেক্স এমন আক্তা পেশা যেখানে কনো কোন সমই খুবি চিন্তা হই কি হবে কি হবে মনে হই। কারন ট্রেদ করার সমই যখন মার্কেট উপরে উঠতে উঠতে নিচে নেমে যাই। তখন খুব চিন্তা হই। তবে আমরা যদি ঠিক ঠিক এনালাইঞ্চ দেখে মার্কেট এ কজ করি তাহলে এতটা ভই থাকে না। তাই আমরা ভাল করে ডিম শিখে ফরেক্স মার্কেট এ কাজ করতে জাব তাহলে অনেক লাভ করতে পারব।
-
আর ও একতা কথা বলতে চাই আপনি যদি ভাল করে ডেম তে ট্রেদ করেন তাহলে চিন্তা সারা ব্যবসা করা যাই।সে জানে এবং তার জ্ঞান আসে এনাল্যসি করার মত ক্ষমতা।তাহলে সে ককনও চিন্তা করবে না।শুদু সে আয় করে যাবে।সাথে ভাল জীবন যাপন করতে।
-
ফরেক্স চিন্তা মুক্ত পেশা কেন হবে? এখানে আপনার টাকা ইনভেসট হচ্ছেনা? যদি ইনভেস্ত হয় তাহলে সেতা লাভ হয় নাকি লস হয় সেটা নিয়েতো আপনার এমনিতেই টেনশন হবেই। তা ছাড়া এখানে এখানে প্রতি মুহুর্তে সুচক উঠানামা করে, তাই মুহূর্তে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তাহলে টেনশন ফ্রি থাকার কোন সুযোগ থাকেনা।
-
ফরেক্স কে আমি কখনই চিন্তামুক্ত পেশা ভাবি না কারন ফরেক্স হল খুব রিস্কের বেবসা এতে বলা যাবে না বাজার কখন নাম্বে আর কখন উঠবে ।তাই আমি ফরেক্স কে চিন্তা মুক্ত পেশা বলি না ।
-
ফরেক্স মার্কেটে চিন্তা মুক্ত পেশা না কারন ফরেক্স মার্কেটে একটি কঠিন মার্কেট এই মার্কেটে ট্রেড করতে গেলে অনেক কিছু চিন্তা করতে হবে তাই এই চিন্তা মুক্ত ভাবে ফরেক্স ট্রেড করা যাবে না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে অবশ্যই অনেক চিন্তা করতে হবে ।
-
কোন পেশাই চিন্তা মুক্ত না ।হোক সেটা কাইক শ্রম অার অার্থিক শ্রম। ফরেক্স কোন মতেই চিন্তা মুক্ত পেশা হিসে বে মানা যায় না এখানে জত ঝঢ়ই অাসুকনা কেন প্রথমে সেটা মস্তিস্কের উপর দিয়ে যায়।লাভ হয় নাকি লস হয় সেটা নিয়েতো আপনার এমনিতেই টেনশন হবেই। তা ছাড়া এখানে এখানে প্রতি মুহুর্তে সুচক উঠানামা করে, তাই মুহূর্তে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তাহলে টেনশন ফ্রি থাকার কোন সুযোগ থাকেনা।
-
কোন পেশাই আসলে চিন্তা মুক্ত না । হোক সেটা কাইক শ্রম অথবা মানিষক শ্রম। ফরেক্স কোন মতেই চিন্তা মুক্ত পেশা হিসে বে মানা যায় না এখানে জত ঝঢ়ই অাসুকনা কেন প্রথমে সেটা মস্তিস্কের উপর দিয়ে যায়।লাভ হয় নাকি লস হয় সেটা নিয়েতো আপনার এমনিতেই টেনশন হবেই। তা ছাড়া এখানে এখানে প্রতি মুহুর্তে সুচক উঠানামা করে, তাই মুহূর্তে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তাহলে টেনশন ফ্রি থাকার কোন সুযোগ থাকেনা
-
ফরেক্স অনেক কঠিন মার্কেট এই মার্কেটে কোন ভাবে ফরেক্স করার জন্য চিন্তা না করে বা চিন্তা মুক্ত করে ফরেক্স মার্কেটে টড়েড করা জায় না কারন ফরেক্স মার্কেটে অনেক চিন্তা ভাবনা করে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় তাই এই মার্কেটকে ফরেক্স মার্কেট কোন ভাবে চিন্তা মুক্ত পেশা না।