-
যে কোন কিছু করার আগে সেটা শিখতে হয়। আর ফরেক্স একটি ব্যবসায়, আর অবশ্যই ফরেক্স করার আগে আপনাকে ফরেক্স সম্পরকে জানতে হবে। আপনি যদি ফরেক্স এর ওপর কোন ধারণা না থাকে, তাহলে আপনি ফরেক্স এ ট্রেড করতে পারবেন না। আমার মতে ফরেক্স এ দক্ষ না হয়ে ফরেক্স করা উচিত না। তাই আপনাকে অনেক ডেম ট্রেড করতে হবে, নতুবা আপনি ফরেক্স এ ট্রেড করতে গেলে লস করবেন। তাই আগে ফরেক্স জানুন।
-
ফরেক্স ব্যবসা করতে হলে আগে ফরেক্স মার্কেট , ফরেক্স ক্যালন্ডোর , ফরেক্স বার্তা সর্ম্পকে ধারণা রাখতে হবে । আর ফরেক্স সর্ম্পকে তো আগে ধারনা রাখতেই হবে কেননা শিক্ষিত হতে হলেও তো আগে স্কুলে পড়াশুনা করতে হয় । সুতরাং আয় করার আগে অবশ্যই ফরেক্স সর্ম্পকে অভিজ্ঞতা অর্জন করতে হবে । আর এই অভিজ্ঞতা থাকলেই অধিক আয় করা সম্ভব ।
-
কোন কাজ করার আগে যদি সেই কাজ সম্পর্কে অভিজ্গতা না থাকে তাহলে ঐ কাজ করা সম্ভব নয়। তেমনি ফরেক্স না শিখে ফরেক্স থেকে আয় করা সম্ভব নয়।তাই ফরেক্স সম্পর্কে ভাল ভাবে অভিজ্গতা না নিয়ে ফরেক্স ট্রেড করলে ফরেক্স থেকে আয় করা সম্ভব নয়। তাই আমাদের উটিৎ আগে ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করা তারপর ফরেক্সে ট্রেড করা।
-
শুধু ফরেক্সই নয়।যেকোন ব্যবসা আপনাকে করতে হলে আগে তা অবশ্যই শিখতে হবে।তেমনি ফরেক্স একটি ব্যবসা।এ ব্যবসা করতে হলেতো আপনাকে/আমাদেরকে অবশ্যই তা শিখতে হবে।তা না হলে লস করে ঘরে বসে থাকতে হবে।যা মোটেই আমাদের পক্ষে কাম্য নয়।
-
ফরেক্স অনলাইন ভিত্তিক একটি ব্যাবসা।ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে হলে এটি সম্পর্কে ভাল ভাবে জেনে নেয়া প্রয়োজন।ফরেক্স থেকে খুব ভাল আয় করা যায় যদি ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা থাকে।ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতার জন্য ফরেক্স শিক্ষার প্রয়োজন।তাই ফরেক্স থেকে আয় করার জন্য আগে ফরেক্স সম্পর্কে শিখে দক্ষ ট্রেডার হয়ে নেওয়া প্রয়োজন।
-
আমি জা জানি তা থেকে বলেতে পারি জে ফরেক্র মারকেটে যে কেউ ট্রেড করতে পারে কিন্তু আয় সহজে যে কেউ করতে পারে না। তাই আমরা বলতে পারি যে ফরেক্র মারকেটে আয় করতে হলে ফরেক্র মারকেট সম্পরকে অধিক ধারণা শিখা থাকতে হবে। যদি ফরেক্র সমপরকে শিখা থাকে তাহলে আয় করা সম্ভব। এই থেকে বলতে পারি আগে ফরেক্র শিখ তারপর আয় কর।
-
স্টাডির যখনি ডেমো ট্রেডিং অধ্যায় শেষ করে ফেলবেন তখন থেকেই ডেমো প্র্যাকটিস শুরু করেন। আর পাশাপাশি চালিয়ে যেতে থাকুন আপনার নিয়মিত স্টাডি। নিয়মিত স্টাডি যেভাবে ফিক্সড করেছেন সেভাবে ডেমো ট্রেডিং প্র্যাকটিসটা ফিক্সড করবেন।না শিখে কোন কাজে হাত দেয়া বোকামি
-
আপনি একটা প্যান্ট কিনতে গেলেও আগে ট্রায়াল দেন। মানে খরচ করার আগে চেষ্টা চালান। তাহলে আয়ের ক্ষেত্রে কেন নয়। না শিখার ভয়াবহতা তারা ভাল করেই জানেন, যারা ফরেক্সে একবার হলেও ব্যালেন্স হারিয়েছেন। অনেক সময় ফরেক্সের অনেক ভাল জ্ঞান রাখার পরেও কেউ কেউ লাভ করতে পারে না। এর অর্থ একটাই, শেখার পাশাপাশি তা প্রয়োগ করে দেখতে হবে। যার সঠিক ঠিকানা হল প্রথমত ডেমো ট্রেডিং।
-
হ্যা, আপনি ঠিক বলেছেন যে ফরেক্স ব্যবসায় করতে হলে আগে ফরেক্স ভালোভাবে শিখতে হবে তারপর আয়ের কথা চিন্তা করতে হবে অন্যথায় মূলধন হারানোর চূড়ান্ত সম্ভবনা রয়েছে। কেননা ফরেক্স একটা বিস্তর মার্কেট এখানে না জেনে আন্দাজে ট্রেড করতে গেলে কোনো ভাবেই নিয়য়মিত প্রফিট করে টিকে থাকা সম্ভব নয়।
-
প্রতিজন ফরেক্স ট্রেডার কে বলব আগে ডেমো দিয়ে ফরেক্স ট্রেড শিখুন তার পরে ফরেক্স ট্রেড করুন। কারন ফরেক্স শেখার আগে যদি ডলারে একাউন্টে ভরেন তাহলে একাউন্ট নিল হওয়ার সম্ভাবনা থাকে।