-
হ্যা ছাত্ররাও ফরেক্স ব্যবসায়ে জয়েন করতে পারবে । ফরেক্স ব্যবসায়ে জয়েন করার জন্য পুরুষ , মহিলা , ছাত্র-ছাত্রী , ব্যবসায়ী যেকেউ ফরেক্স ব্যবসায়ে জয়েন করতে পারে । এজন্য দরকার শুধুমাত্র ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ধারনা আর অভিজ্ঞতা । এসমস্ত না থাকলে ফরেক্স মারক্রত র কাজ করা কঠিন । ছাত্রদের জন্য ফরেক্স একটা ভালো মাধ্যম , এর মাধ্যমে ছাত্ররা পড়ালেখার পাশাপাশি ঘরে বসে প্রতিমাসে কিছু টাকা আয় করতে পারে । যার মাধ্যমে ছাত্রদের অনেক উপকার হয় ।
-
আমাদের দেশে এখন দিনে দিনে ফরেক্স ট্রেডিং এর সংখা বেড়েই চলছে, তবে এখানে সর্বাধিক ই হছে ছাত্র, আমাদের দেশে এমন অনেকেও রয়েছেন যারা ট্রেডিং কে এতাই ভালবাসেন যে, তারা নিজের আইডি কার্ড না থাক সত্তেও তারা বাবা অথবা মার আইডি কার্ড দিয়ে আচ্কুত ওপেন করেও ট্রেড করা শুরু করেন. এতে তারা পড়ালেখার পাশাপাশি বাসায় বসেই বারটি কিছু আয়ের উত্স খুঁজে পান. পড়ালেখার ক্ষতি না হলে, ইটা অনেক উত্তম.
-
হাঁ ছাত্ররা অবশই ফরেক্স ব্যবসা করতে পারে। পড়াশুনার পাশাপাশি ফরেক্স করে তারা তাদের দয়নন্দিন জীবনের খরচ থেকে মিটাতে পারে। ছাত্ররা পারটাইম জব হিসাবে ফরেক্স করতে পারে। যে যখন সময় পাই তখনি ফরেক্স করতে পারে। ছাত্ররা করতে পারবে না এরকম নিশেদ নাই।
-
হ্যা ছাত্ররা এই ফরেক্স ব্যবসা অবশ্যই করতে পারে। কারন ফরেক্স হল এমন একটা ব্যবসা যা ছাত্ররা নিজেদের পড়া-লেখার ক্ষতি না করেই এই ব্যবসা থেকে টাকা উপার্যন করতে পারে। এবং এই ফরেক্স ব্যবসা দ্বারা ছাত্ররা নিজেদের খরচ নিজেরাই বহন করতে পারবে আর ভাল ট্রেডার হতে পারলে তাদের পরিবারকেও অর্থ প্রদান করে সাহায্য করতে পারবে।
-
হ্যা অবশ্যই ছাত্ররা ফরেক্স করতে পারবে। ছাত্ররা ফরেক্স করে পরালেখার পাশাপাশি ফরেক্স করে নিজেদের বিভিন্ন চাহিদা পূরন করতে পারবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ফরেক্স ব্যবসা করতে গিয়ে যেন কোনমতেই পরালেখার ক্ষতি না হয়। আর একটা বিষয় হলো আগে ভাল করে ফরেক্স শিখে তারপর করতে হবে।
-
ফরেক্স মার্কেটকে কোন বিশেষ পেশা,গোত্র,বংশ,দেশ ইত্যাদি দিয়ে বিভাজিত করার কোন সুযোগ নেই। এই মার্কেটে সকলেই ট্রেড করে প্রফিট লাভের সমান অধিকার রাখে তবে কে কত এই মার্কেট থেকে আয় করে নিতে পারবে সেটি নির্ভর করে প্রত্যেক ট্রেডারের নিজস্ব ট্রেডিং দক্ষতা,অভিজ্ঞতা এবং কেৌশলের উপর।
-
পড়াশোনার পাশাপাশি ফরেক্স ব্যবসার সাথে জড়িত থাকলে তারা কিছু ইনকাম করতে পারবে। মূলধন এর ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় তা তারা বুঝতে পারবে।
-
হা সবার পাসা পাসি ছাত্ররা ও এ কাজ করতে পারে।
কারন এ কাজ যে কনও সময় করতে পারা জাই।
-
হা ছাত্ররা এই বিজনেস করতে পারবে এমন কি যে কোন সেনির বা যে কোন লোক ই এই বিজনেস করতে পারবে , ফরেক্স খুব সহজ একটা বিজনেস , ছাত্ররা এই বিজনেস করে আর বেশি লাভ বান হয়ে পারবে ফরেক্স বিজনেস করার জন্য অনেক পড়াশুনা করতে হয় অনেক সময় দিতে হয় যা কিনা ছাত্র দের জন্য অনেক ভাল ।
-
হ্যা অবশ্যই ফরেক্স ব্যবসা ছাএদের জন্য খুব ভালাে।ফরেক্স ব্যবসা যেমন পার টাইম করাযায় তাই ছাএরা পরাশুনার পাশাপাশি পারটাইম ফরেক্স ব্যবসা করতে পারে।পরাশুনার পাশাপাশি ছাএরা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা পুরন করতে পারে।তাছাড়া এই ফরেক্স ব্যবসা সবার জন্য উন্নুক্ত।আর ছাএরাই দেশের মেরুদন্ট তারাই পারে একমাএ দেশের অর্থনেতিক পরিবর্তন করতে।আর এটা পারে একমাএ ফরেক্স।আমার মনে হয় ফরেক্স শুধুমাএ ছাএদের জন্যই।ধন্যবাদ