-
ছোট্ট ছোট্ট লাটের ট্রিট করা অনেক নিরাপদ কারণ এটা আপনাকে একটা সঠিক ব্যালেন্সের উপর রাখবে যেটা আপনার লস থেকে বাঁচিয়ে রাখবে লজ বলতে অতিরিক্ত লস লস হলে ছোট করতে যাবে কিন্তু লাভ ও রকমের আসে এবং ছোটলোক গুলোই সম্ভাবনা খুব কম থাকে কারণ আপনি যথাযথভাবে যদি মার্কেটিং করে ছোট ছোট লটে টার্গেট করে ট্রেড করতে পারেন তাহলে আপনার একটু বেশি থাকে।
-
ছোট ছোট লটে ট্রেডিং করা খুবই ঝুঁকিপূর্ণ এবং ভালো বিনিয়োগের প্রয়োজন হয় ঝুঁকিপূর্ণ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আপনাকে ছোট ছোট রিক্স নিয়ে ট্রেনিং গুলো শুরু করতে হয় তবে যদি আপনার ট্রেডিং করেছি তা যদি একুরিসি 90% হয় তবে আপনি ছোট ছোট লটে ট্রেডিং করতে পারেন অথবা ট্রেডিং করতে পারেন তবে আমার মতে ডে ট্রেডিং করা সব থেকে উত্তম।
-
আমার মতে ছোট ছোট লটে ট্রেড করা অনেক নিরাপদ। কারণ ছোট লটে ট্রেড করলে সহজে মার্জিন কল পাওয়া যায় না আর লসের পরিমাণও কম হয়। ছোট লটে ট্রেড করলে টেনশনও কম থাকে যার ফলে ভুল সিদ্ধান্ত খুব কম নেওয়া হয়। যদি এই ব্যবসায় কেউ সফলতার সহিত মুনাফা উপার্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করতে হবে। আমি বর্তমানে ছোট লটে ট্রেড করে থাকি এবং দীর্ঘ সমযের জন্য। এতে করে আমি অনায়সে নিরাপদে ভাল মুনাফা উপার্জন করতে পারি।
-
ফরেক্স ট্রেডিং এ লট একটি গুরুত্বপূর্ণ বিষয়,মানি ম্যানেজমেন্ট এর উপর ডিপেন্ড করে লট নিরর্ধারণ করে ট্রেড করতে হয়,আমি নিজেও ছোট লট এ ট্রেড করে থাকি,লাভ কম হলেও বেশি লস হয় না ব্যালেন্স সেফ থাকে,তাই সবার উচিত ছোট লট এ ট্রেড করা।