-
যেকোন কাজে সফলতা পেতে হলে সেই কাজে ভালবাসা থাকাটা জরুরী বলে আমি মনে করি । তাই যেকোন কাজ শুরু করার আগে দেখতে হবে কাজটা ভাল লাগে কিনা । ফরেক্স এর প্রতি সবার একটি ভালবাসা থাকে কারন ফরেক্স এ নানা রকম সুবিধা রয়েছে । এসব সুবিধার কারনেই মানুষ ফরেক্স ট্রেডিং করতে আগ্রহী হয় ।
-
আসলে ফরেক্স আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি ফরেক্স ভালোবাসি। ফরেক্স এখন আমার প্রতিদিন এর একটা সঙ্গি।কারন আমি ফরেক্স থেকে অনেক টাঁকা আয় করতে চাই।ফরেক্স মার্কেট এ না থাকতে পারলে আমার ভাল লাগে না। ফরেক্স আমার জীবনের একটা অংশ হয়ে গেছে।তাই আমি ফরেক্স নিয়েই ভবিষ্যতের স্বপ্ন দেখছি।
-
ফরেক্স বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক এবং লাভজনক ব্যাবসা।। ফরেক্স আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে।। তাই আমাদের পেশাকে পবশ্যই আমাদের ভালবাসা উচিত । ফরেক্স করে আমরা প্রতিদিন ইনকাম করতে পারি।। এটা আমরা যে কোনো সময় যে কোনো ভাবে করতে পারি।।
-
আমি ভালোবাসি,
আমি ভালোবাসি শুধু ফরেক্স কে,
সুন্দর এই ভূবনে।
দোষ কি বলো সে কথা মেনে নিতে,
আমি ভালোবাসি শুধু ফরেক্স কে।
-
যেকোন কাজ করতে হলে সেই কাজকে আগে ভালবাসতে হবে । তেমনি ফরেক্সে কাজ করতে হলেও ফরেক্সকে ভালবাসতে হবে । যারা ফরেক্সকে ভালবেসে ফরেক্সে কাজ করতে আসে টাকা উপার্জন করার জন্য তাদের উচিত আগে ফরেক্স সম্পর্কে ভাল করে জানা ও ফরেক্স শেখা তারপর ফরেক্স থেকে টাকা আয় করার কথা চিন্তা করা । যদি ফরেক্সকে ভালবেসে ফরেক্সে কাজ করে কোন লাভ না হয় তাহলেতো ফরেক্সের উপর বিশ্বাস কমে যাবে এবং ফরেক্সের উপর থেকে ভালবাসা টাও উঠে যাবে ।
-
আমি মনেকরি,, আমরা যে কেউ যে পেশার সাথেই যুক্ত থাকি না কেন আমাদের পেশাকে ভালবাসতে হবে।। ফরেক্স আমার একটা প্রিয় পেশা এবং নেশা।। ফরেক্স করে আমি আমার অবসর সময়কে যেমন উপভুগ করি তেমনি আমার এখান থেকে ভাল একটা প্রফিট ও আসে।
-
হ্যা বন্ধু আমিও ব্যাক্তি গত পর্ষায়ে ফরেক্স ট্রেডিংকে খুব বেশি গুরুত্ব দিয়ে কারন আমি বিশ্বাস করি ফরেক্স ট্রেডিংয়ের এর মাধ্যমে ভাল একটা ক্যারিয়ার গঠন করা সম্ভব এবং তা দিয়ে সফলতাও পাওয়া সমভব তা্ই আমি ফরেক্স ট্রেডিং বিভিন্ন কলা কৌশল এবং মার্কেট আচরন পত্যাক্ষ করছি যদিও আমি প্রায় তিন বছর এই লাইনে আছি তার পরেওতেমন আত্নবিশ্বাসী হতে পারি নি, ধন্যবাদ।
-
হা, আমি ফরেক্স ব্যবসাকে খুব ভালবাসি, এই জন্যতো জব করি তবুও ফরেক্স ব্যবসা করতে এসেছি । কারন আমি জানি ফরেক্স থেকে আমি জত টাকা আয় করতে পারবো দুনিয়ার অন্য কোথাও থেকে আমি তত টাকা আয় করতে পারবো না । অনেকে বলে ফরেক্স ব্যবসা হলো টাকা বানানো মেশিন । তাই আমি ফরেক্স ব্যবসাকে খুব ভালবাসি ।
-
হ্যা বন্ধু আমিও ব্যাক্তি গত পর্ষায়ে ফরেক্স ট্রেডিংকে খুব বেশি গুরুত্ব দিয়ে কারন আমি বিশ্বাস করি ফরেক্স ট্রেডিংয়ের এর মাধ্যমে ভাল একটা ক্যারিয়ার গঠন করা সম্ভব এবং তা দিয়ে সফলতাও পাওয়া সমভব তা্ই আমি ফরেক্স ট্রেডিং বিভিন্ন কলা কৌশল এবং মার্কেট আচরন পত্যাক্ষ করছি যদিও আমি প্রায় তিন বছর এই লাইনে আছি তার পরেওতেমন আত্নবিশ্বাসী হতে পারি নি, ধন্যবাদ।
-
ফরেক্সকে ভালবাসলে আপনি এর থেকে ভাল কিছু পাওয়ার আশা করবেন অবশ্যই । আমরা যে পেশার সাথেই সম্পৃক্ত থাকি না কেন আামরা যদি স্ব স্ব পেশাকে ভালবাসি তবে সে কাজের প্রতি আন্তরিকতা অনেক গুণ বেড়ে যাবে এবং সে কাজ থেকে আমরা অনেক বেশি আউটপুট পেতে পারি । ফরেক্স মার্কেটে লাভবান হতে হলে আমি সবসময় বলব যে আগে ফরেক্সকে ভালবাসতে হবে ।