হ্যা সবারই নির্দিষ্ট কোনো পিপস লাভ করার ইচ্ছা না থাকলেও সময়ের প্রয়োজনে কিছু পিপস লাভ করার ইচ্ছা সবারই থাকে।আমি সচরারচর লস লাভ মিলিয়ে ৪০-৫০পিপস লাভ করতে পারলেই খুশি।
Printable View
হ্যা সবারই নির্দিষ্ট কোনো পিপস লাভ করার ইচ্ছা না থাকলেও সময়ের প্রয়োজনে কিছু পিপস লাভ করার ইচ্ছা সবারই থাকে।আমি সচরারচর লস লাভ মিলিয়ে ৪০-৫০পিপস লাভ করতে পারলেই খুশি।
আসলে নির্দ্রিষ্ট একটা পিপস্ টার্গেট থাকা উচিৎ। ফরেক্স একটি অনলাইন বিজনেস । আর এ ফরেক্স এ লাভ করা আর লস্ করা সবই নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে । আপনার টার্গেট প্রতিদিন ৪০/৫০ পিপস্ হলেই যটেষ্ট ।
আসলে নির্দ্রিষ্ট একটা পিপস্ টার্গেট থাকা উচিৎ। সবারই নির্দিষ্ট কোনো পিপস লাভ করার ইচ্ছা না থাকলেও সময়ের প্রয়োজনে কিছু পিপস লাভ করার ইচ্ছা সবারই থাকে।আমি সচরারচর লস লাভ মিলিয়ে ৪০-৫০পিপস লাভ করতে পারলেই খুশি।
স্বাভাবিকভাবে ফরেক্স ট্রেড করে দিনে কত পিপ্স লাভ করবেন এটা নির্দিষ্ট করে রাখা ঠিক নয় এবং ভালো ট্রেডাররা তা কখনো করেন না এটা মার্কেট মুভমেনট উপর নির্ভর করে তাই নিধারিত কোন টার্গেট রাখা ঠিক হবে না, মার্কেট মুভমেনট ভালো হলে প্রফিট ও ভালো হবে ভালো না হলে রিস্ক নিয়ে ট্রেড করা উচিত নয়, আর আমার মতে গড়ে ৩০/৪০ পিপ্স লাভ হলে আমি সন্তুষ্ট থাকি ।
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডারেরই নির্দিষ্ট একটা স্টাটেজি আছে যে তার প্রতিদিন গড়ে কত পিপস মার্কেট থেকে গেইন করতে হবে। এটা একটা সাধারন ব্যাপার আমারও ঠিক তেমন ই আমার সাধারন ধারনা মাফিক প্রতিদিন আমি ২০ পিপস নিতে পারলেই আমার সেই কাংখিত লক্ষ্য পুরন হয়ে যায়।
ভাই আমি একজন লং টার্ম ট্রেডার । সেজন্য আমি কখনই প্রতি দিন কত পিপস লাভ করলাম সেটা হিসেব করি না । আমার হিসেবটা হয় ২ সপ্তাহ পর অথবা ১ মাস পরে । তবে সচারচর ৩০০ পিপস প্রতি মাসে আশা করি । আমি সাধারনত ৫০ সেন্ট এর ট্রেড দিয়ে থাকি , যার কারণে প্রতি মাসে ৩০০ পিপস মানে ১৫০$ আয় করতে পারলে আমি খুশি । সেই জন্য আমাকে খুব বেশি রিস্ক এবং মার্কেট নিয়ে বসেও থাকতে হয় না , শুধু অবসর সময়ে ট্রেড করি ।
সবসময় পিপস লাভ হবেনা এটা স্বাভাবিক আসলে কত পিপস নিবেন তা অনেকটা নির্ভর করবে মার্কেট বর্তমানে কোন পজিশনে আছে। যদি মার্কেট ভালো পজিশনে থাকে তাহলে অনেক ক্ষেত্রে প্রতিদিন ৫০ পিপস আশা করা যায়।আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা নির্দিষ্ট করে বলা যায় না।
আসলে ফোরেক্স মার্কেট এর উপর যথেষ্ট জ্ঞান থাকলেও আপনি প্রতিদিন নির্দিষ্ট পিপ পবেন এটা বলা খুব কঠিন তবে আপনাকে আপনার পজিশনের জন্য অপেক্শা করতে হবে। এবং পজিশন যদি পেয়েই যাই তবে আমি প্রতিদিন ২০ পিপ নিতে পারলেই অনেক বেশি খুশি লাগে
প্রতিদিন একজন ব্যক্তি কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার একাউন্ট ব্যালেন্স এবং ট্রেডিং দক্ষতার ওপর। আমি ফরেক্স এ নতুন এখনো ট্রেডিং শিখছি এজন্য আমি প্রতিদিন ৫০ থেকে ১০০ পিপস লাভ করতে পারলে খুশি। আমার কাছে এখন লাভ করা থেকে একাউন্ট টিকিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ।
আমার প্রাথমিক লক্ষ্য অন্তত প্রতিদিন 30 পিপ । তারপর অবস্তা বুজে আমার অবিজ্ঞতা দিয়ে চেষ্টা করি বেশি করার । পারলে তার থেকে বেশিও হয় আবার কমও হয়