-
টাইম ফ্রেমে একেক সফটওয়্যারে একেক রকম । কোন কোন সফটওয়্যারে ডে থেকে শুরু করে মিনিট ওয়ান পযর্ন্ত । আবার অনেক সফটওয়্যারে কাস্টম টাইমফ্রেম ব্যবহার করা যায় । ফরেক্স ট্রেডিং করতে গেলে আমরা দেখতে পাই যে এখনে পাচ মিনিট এক মিনিট এক ঘন্টা এরকম আর আছে। আপনি যে টাইমটা সব থেকে ভাল মনে করবেন সেই সময়ে আপনি ট্রেড করলে অনেক ভাল করবেন।
-
মেটা ট্রেডার এ অনেক টাইম ফ্রেম আছে যেটা আপনি তুলে ধরেছেন। এখানে আমি বলতে চাই যে যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের সর্ট টাইম ফ্রেম না ব্যাবহার করাই ভাল। প্রথমে তাদের উচিত লং টাইম ফ্রেম এ কাজ করা তারপর যখন তাদের অভিজ্ঞতা হবে তখন অনায়াসে সর্ট টাইম ফ্রেমে কাজ করতে পারবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে টাইম ফ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইম ফ্রেমের উপর এনালাইসিসের উপর লাভ বা লস নির্ভর করবে। একটা নিদিষ্ট সময় অন্তর অন্তর ক্যান্ডেলের যে পরিবর্তন হয় তাকেই টাইম ফ্রেম বলা হয়। মেটাট্রেডারে সাধারণত এই আট প্রকারের টাইম ফ্রেম দেখা যায় ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ সপ্তাহ, ১ মাস।
-
সাধারনত ইনস্টাফরেক্স এ টাইমফ্রেম ৮ প্রকার এর। যেমন, M1, M5, M15, M30, H1, H4, Daily, Week টাইমফ্রেম আছে। এই টাইমফ্রেম গুলো বিভিন্ন ট্রেডারগন তারা তাদের পছন্দ মত করে টাইমফ্রেম ব্যবহার করে থাকে। এছাড়া ফরেক্স এর ক্যান্ডেলিষ্ট গুলো প্রাইস উঠানামা করে শুরু এবং শেষ হয় এই টাইমফ্রেম দ্বারা বুঝা যায়।
-
টাইম ফ্রেম হচ্ছে আপনি ফরেক্স মার্কেট করতে কোন সময়টা বেছে নিবেন। ফরেক্স ট্রেডিং করতে গেলে আমরা দেখতে পাই যে এখনে পাচ মিনিট এক মিনিট এক ঘন্টা এরকম আর আছে।যতটুকু সময়ের জন্য প্রকাশ করা হয় সেই নির্দিষ্ট সময় হল একটা টাইম ফ্রেম। টাইম ফ্রেমে মুলত ১মিনিট, ৫মিনিট,১৫ মিনিট, ৩০ মিনিট, ১ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ৭দিন, ও ১মাস হিসাবে দেখানো হয়।
-
ফরেক্স মার্কেটে একটা নির্দিষ্ট সময় পরপর ক্যান্ডেল পরিবর্তন হওয়াকে টাইমফ্রেম বলে।টাইমফ্রেম এর ওপর ভিত্তি করে একেকজন একেকরকম ট্রেড করে থাকে।সচরারচর মেটাট্রেডার সফটওয়্যারের আমরা ৮রকমের টাইমফ্রেম দেখি। ফরেক্সের সাথে লাভ অর্জন করতে চান তবে সময় সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং কোনও চুক্তি খুলবেন না জুয়ার মতো, লোভ থেকে দূরে, অর্থ হারাতে ভয় এই জিনিসগুলি এড়ান তবে আপনি সফল ব্যবসায়ী হতে পারেন lআলও ইতিবাচক হতে পারেন
-
মেটাট্রেডার ফোর ভার্সনে নিম্নক্ত ভাগে টাইম্ফ্রেম ভাগ করা হই যথাঃm1, m5, m15, m30, h1, h4, d1 mn etcটাইম ফ্রেম থাকার কারনে আমরা অনেক সময় নিজেরাই হিসেব হারিয়ে ফেলি আমি কোন টাইম ফ্রেমে কাজ করব। কখন ঘন্টার চার্টে আবার কখনো ডে ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকি। এটা ঠিক নয়। যে কোন একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে ট্রেড করা উচিত। এতে আপনার এ্যানালাইসিসের ভুলগুরো খুব দ্রুত বেরিয়ে আসবে।
-
আমার জানা মতে, যে কোন নিদ্দিষ্ট সময়ে ফরেক্স মার্কেটে প্রাইসের মুভমেন্টের জন্য একটা ক্যান্ডেল স্টিক তৈরী হয় আর যে সময়ের ব্যবধানে এক একটা ক্যান্ডেল স্টিক সৃষ্টি হয় সেই সময়কে বলে টাইম ফ্রেম ফরেক্স মার্কেটে মোট ৯ টা টাইম ফ্রেম আছে m1, m5, m15, m30, h1 h4, d1, w1, এবং একমাসের জন্য mn একটি টাইম ফ্রেম দেখা যায়। এই সকল টাইম ফ্রেম ট্রেডিং এর জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ।
-
টাইম ফ্রেম হচ্ছে আপনি ফরেক্স মার্কেট করতে কোন সময়টা বেছে নিবেন। ফরেক্স ট্রেডিং করতে গেলে আমরা দেখতে পাই যে এখনে পাচ মিনিট এক মিনিট এক ঘন্টা এরকম আর আছে। আপনি যে টাইমটা সব থেকে ভাল মনে করবেন সেই সময়ে আপনি ট্রেড করলে অনেক ভাল করবেন।
-
টাইমফ্রেম কি এবং কয় ভাগে ভাগ করা যায়?
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
m1
m5
m15
m30
h1
h4
d1
w1
সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।