অনেক সময় দেখা যায় আমরা লস করার পর টা সহজে মেনে নিতে পারি না, এবং এই লস কাভার করার জন্য আমরা আরও বেশি করে ত্রেদ করে থাকি জাকে বলা হয়ে থাকে রিভেঞ্জ ত্রেদ, আপনি যদি এই বেবসাহ্য টিকে থাকতে চান তাহলে আপনাকে এই রিভেঞ্জ ত্রেদ করা থেকে বিরত থাকতে হবে।
Printable View
অনেক সময় দেখা যায় আমরা লস করার পর টা সহজে মেনে নিতে পারি না, এবং এই লস কাভার করার জন্য আমরা আরও বেশি করে ত্রেদ করে থাকি জাকে বলা হয়ে থাকে রিভেঞ্জ ত্রেদ, আপনি যদি এই বেবসাহ্য টিকে থাকতে চান তাহলে আপনাকে এই রিভেঞ্জ ত্রেদ করা থেকে বিরত থাকতে হবে।
সকল বিজনেসেই রিস্ক আছে। ফরেক্স ও এর ব্যতিক্রম না। ফরেক্সেও লস হতে পারে। লস হলে হতাশ হতে নেই। ধৈর্য ধরে বিজনেস চালিয়ে যেতে হবে। লাভ আসবেই।
আপনি যখন ফরেক্স টেডিং এ লস করবেন। তখন প্রথমেই চেষ্টা করবেন আপনার লসের কারন খুঁজে বের করতে । প্রতেক্যবার লস থেকে আপনি কোন না কোন শিক্ষা গ্রহন করবেন। এবং প্রতিবারই চেষ্টা করবেন একই ভুল যেন আর দ্বিতীয় বার না হয়।
ফরেক্সে লস করার অন্য তম করণ হল অভিজ্ঞতা ও ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিস না করা।কারণ অ্যানালাইসিস এমন এক পর্যবেক্ষণ যাহা আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা দিবে। আপনি কখন ট্রেড শুরু করবেন আর কখন ক্লোজ করবেন, এ সকল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে। ফরেক্স মার্কেটে লস হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। এজন্য আপসেট না হয়ে কিভাবে লস মিনিমাইজ করা যায় তাই নিয়ে কাজ করাই শ্রেয়।
লসটা খুব সহজেই হয়ে যায়। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যখন ট্রেড ওপেন করি তখন যদি লস থাকে কিছুক্ষণ পরে লাভে চলে আসে। আর ট্রেড ওপেন করার সাথে সাথে লাভ হলে পরক্ষনে লস হয়ে যায়।এজন্য আমি আজকাল আর লস নিয়ে টেনশন করি না।একটু ধৈর্য্য ধরে ট্রেড করে যাই।তবে যখন অনেক বড় লস হয়ে যায় আর লাভে আসার সম্ভবনা কম থকে তখন ঐ ট্রেড ক্লোজ করে দেই।
আপনি যখন ফরেক্স টেডিং এ লস করবেন। তখন প্রথমেই চেষ্টা করবেন আপনার লসের কারন খুঁজে বের করতে । প্রতেক্যবার লস থেকে আপনি কোন না কোন শিক্ষা গ্রহন করবেন। এবং প্রতিবারই চেষ্টা করবেন একই ভুল যেন আর দ্বিতীয় বার না হয়।
প্রতিটা ব্যাবসাতেই লাভ লস আছে এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে ফরেক্সে লসের কারণ হতে পারে অদক্ষতা ও ভুল নিউজে ট্রেড করা। আমিও এখানে অনেক লস করেছি তবে সেটা আবার পুষিয়ে নিয়েছি। তবে এটা আমার হয়তো ভুল ট্রেডিং এর জন্য লস হয়েছে। আসলে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাও এখানে লস করে তবে তারা সেটা পরবর্তীতে পুষিয়ে নিতে পারেন। তাই আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অভিজ্ঞ হওয়া এবং মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করা তাহলে অবশ্যই লসের পরিমাণ কম হবে। ধন্যবাদ
লাভ এবং লস নিয়ে প্রতেক টি বিজিনেস,ফরেক্স ট্রেডিং এ আমরা যখন লস করে থাকি তখন আমাদের মানসিক অবস্থা খারাপ থাকে,কিন্তু এমন হলে চলবে না আমরা লস করলে আমাদের ট্রেডিং আরো মন স্থির করতে হবে,লস কেনো করলাম এর কারন বের করতে হবে,যাতে একি ভুল আবার না করে লস এর স্বীকার হয়।
অনেক সময় দেখা যায় আমরা লস করার পর সেটা সহজে মেনে নিতে পারি না, এবং এই লস কাভার করার জন্য আমরা আরও বেশি করে ট্রেড করে থাকি যাকে বলা হয়ে থাকে রিভেঞ্জ ট্রেড, আপনি যদি এই বেবসাহ্য টিকে থাকতে চান তাহলে আপনাকে এই রিভেঞ্জ ট্রেড করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
ফরেক্সে আমরা লস বা ভুল করি যখন নিয়ম বহির্ভূত বা সঠিক ভাবে আমাদের দক্ষতাকে কাজে লাগাতে না পারি। এছাড়াও অনুমানের উপর ট্রেড করলে প্রচুর সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে তাই আপনাকে অ্যাডভান্স লেভেলের জ্ঞান দক্ষতা অর্জন করতে হবে এবং ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করার যোগ্যতা অর্জন করতে হবে। সবচাইতে বড় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গুরুত্বসহকারে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং কৌশল বৃদ্ধি করতে হবে তাহলে আপনি যে সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারবেন এবং অনেকটাই কমে যাবে।