জীবনের পরিবরতনের জন্ন ফরেক্সের ভুমিকা অনেক । এখানে কাজ করে বেকারত্ব দূর করা যায় নিজের পরিবারের আরথিক প্রয়োজন মেটানো যায় । তাই ফরেক্সে এসে দক্ষতা অরজন করুন স্বাবলম্ভী হোন ।
Printable View
জীবনের পরিবরতনের জন্ন ফরেক্সের ভুমিকা অনেক । এখানে কাজ করে বেকারত্ব দূর করা যায় নিজের পরিবারের আরথিক প্রয়োজন মেটানো যায় । তাই ফরেক্সে এসে দক্ষতা অরজন করুন স্বাবলম্ভী হোন ।
আপনার প্রশ্নটা আমার কাছে একেবারেই অগোছালো মনে হয়েছে এবং আমি আপনার প্রশ্নটা ঠিক মত বুঝতে পারি নাই। আপনি আপনার প্রশ্নে আরও জানতে চেয়েছেন যে কিভাবে ইন্সটা ফরেক্সে ডেমো অ্যাকাউন্ট খুলতে হয় এর জন্য আপনাকে ইন্সটা ফরেক্সের ওয়েব সাইডে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে ওপেন এ ডেমো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে এর পর যে পর্মটি আপনার সামনে প্রদর্শিত হবে সেটি পূরন করলেই আপনি সফল ভাবে ডেমো অ্যাকাউন্ট খুলতে পারবেন।
জীবন পরিবর্তনে ফরেক্স এর যথেষ্ট ভূমিকা রয়েছে কারন ফরেক্স এমন একটি ব্যাবসা যেখানে একটু ধৈর্য্য আর পরিশ্রমের দ্বারা অনেক সহজেই আয় করা সম্ভব।তবে এজন্য আপনাকে ফরেক্স বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং তার বাস্তব প্রয়োগ করে ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলতে হবে তাহলেই সফল হতে পারবেন।আর কোনরকম দক্ষতা ছাড়া ফরেক্স থেকে আয় করার কথা চিন্তা করাও উচিত নয় কারন এতে শুধু লসই হবে এজন্য ফরেক্স থেকে আয় করার আগে নিজেকে দক্ষ করে তুলুন।
ফরেক্স এ বিনিময় এর মাধ্যমে লাভ-লস হয়.আপনি যে রেট্ এ ট্রেড বাই করলেন তার থেকে যদি বেশি রেট্ এ আপনি ট্রেডti close করে থাকেন তবে যত লট এ আপনি ট্রেড ওপেন করেছিলেন তত লত করে ওই রেট্ এর সমপরিমাণ আপনার লাভ হবে.তেমনি সেল করলেও ঠিক যে দামে সেল করেছেন or থেকে ট্রেড যত নামবে তত আপনার লাভ.
ফরেক্স আমাদের জীবন পরিবর্তনে অবশ্যই ভূমিকা পালন করে । তবে সে ক্ষেত্রে লক্ষ রাখতে হবে যে আমাদের নিজস্ব দক্ষতা ও যোগ্যতার বলেই কিন্ত আমরা অনেক বেশি পরিমাণে আয় করতে পারি । জীবন ইতিবাচক ও নেতিবাচক উভয় দৃষ্টিভঙ্গি থেকে পরিবর্তন হতে পারে । তবে তা সবচেয়ে বেশি নির্ভর করবে আমাদের উপরেই । আমরা যদি ভালভাবে চেষ্টা করি তবে অবশ্যই ভাল কিছু অর্জন করতে পারব ।
ফরেক্স থেকে আমরা বেকরত্ব দূর করতে পারি।আমাদের দেশে বেশির ভাগ যুবক বেকার।ফরেক্স শিখে আমরা সার্বলম্বি হতে পারি।ফরেক্সের উপর বাংলা বই লাব্রেরিতে পাওয়া যাচ্ছে বা বিভিন্ন সাইট ঢুকে আমরা ফরেক্স শিখতে পারি।কারন ফরেক্সে প্রায় ৯০ ভাগই ট্রেদার লস করে।
এশিয়াবাসী হিসেবে খবরটা সত্যি খুবই আনন্দদায়ক, কিন্তু ভাবতে অবাক লাগে যে ভারতের মত অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা দেশ থেকে বিশ্বে ধনির তালিকার শীর্ষস্থানে? চীন না হয় ঠিক আছে, প্রযুক্তির দিক দিয়ে ওরা অনেক এগিয়ে। তাহলে আমরা কি ভাবতে পারি এই ধনিরা শুধু নিজের পুঁজির কথাই ভাবে না দেশের জন্য কিছু ভাবছে?
ফরেক্স মার্কেট অনেক ঝুকি পূর্ণ একটা ব্যবসা তার পর ও এটার মাধম্যে অনেকে তাদর অর্থনৈতিক অবস্থার পর্রিবর্তন করেছে অনেক বেকার তাদের বেকার্তের অবসান ঘটিয়েছে। আমরা যারা নবীন অনভিজ্ঞ তারও একদিন আমদের লক্ষ ফরেস্কে এর সহায়তায় অর্জন করবে ।
আমি মনে করি ফরেক্স ট্রেড করার মাধ্যমে জীবনে চলার পথে পরিবর্তন বয়ে নিয়ে আনা যায়। কারণ ফরেক্স ট্রেড করার মাধ্যমে আর্থিক উপার্জন করে আর্থিক ভাবে লাভবান হওয়া যায়। যে ব্যবসার মাধ্যমে আর্থিক উন্নায়ন ঘটানো যায় সে ব্যবসার মাধ্যমে জীবনে পরিবর্তন বয়ে নিয়ে আনা যায় বলে আমি মনে করি। অভিজ্ঞ ট্রেডারগন ফরেক্স ট্রেড করার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে।
আমি ফরেক্স করে আমার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হতে পারব কারন ফরেক্স মার্কেটে ব্যাবসা অনেক কঠিন তবে সেটা সহজ করে নিতে পারলে তাহলে সফলতা পাব।ফরেক্স কে আমরা সিরিয়াস ভাবে ব্যাবসা করতে গিঢে একাউন্ট জিরো করে পেলি।