বাংলাদেশি সময়ে দুপুর ২টা থেকে রাত ১০ টা পর্ষন্ত ট্রেড করা ভাল কারন এই সময় মার্কেটের গতি বেশি থাকে । তাই যতটা সম্ভব এই সময়ের মধ্যে ট্রেড করুন।
Printable View
বাংলাদেশি সময়ে দুপুর ২টা থেকে রাত ১০ টা পর্ষন্ত ট্রেড করা ভাল কারন এই সময় মার্কেটের গতি বেশি থাকে । তাই যতটা সম্ভব এই সময়ের মধ্যে ট্রেড করুন।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। এই সময় আপনি যেকোন সময় এ ট্রেড করতে পারবেন। তবে আমি বলব ফরেক্স মার্কেট এ তিনটা সেশন আছে। এই তিন টা সেশন এ ট্রেড করতে পারলে মোটামটি ভাল করা যাবে। আর নিউজ ট্রেডিং এর ক্ষেত্রে নিউজ পাবলিশ হওইয়ার ২০-৩০ মিনিট পর।
আমার মনে হয় ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। আপনি দিনের যে কোন সময়ই ট্রেড করতে পারেন। তাবে কারো কারো মতে আমেরিকা ও লন্ডন টাইম দুপুর ২টা থেকে রাত ১০টা পযন্ত ট্রেড করার জন্য ভাল সময়। তবে আমি মনে করি ট্রেড মুদ্রার মানের উঠানামা প্রতি লক্ষ্য রেখে ট্রেড উচিৎ।
আপনি ভূল বলেছেন -যে ২৪ ঘন্টা ট্রেড এর জন্য ভালো৷কখোনোই তা সঠিক না৷প্রত্যেক কারেন্সী পেয়ারের একটা সুনি্র্দিষ্ট সেশন রয়েছে৷অবশ্যই ঐ সেশন মোতাবেক আপনাকে ট্রেড করতে হবে যদি সঠিকভাবে প্রফিট করতে চান৷যেমন নিউইয়র্ক সেশনে usd পেয়ারে ট্রেড করবেন৷২৪ ঘন্টার মধ্যে ট্রেড করার সবচেয়ে ভালো সময় হলো সন্ধা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত৷এই সময়ে সর্বাধিক লেনদেন হয়৷
ফরেক্স মার্কেটের ট্রেড সকাল বেলায় করলেই ভালো হয় । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে সময় দেওয়ার চেষ্টা করব । অামরা বেশী করে ডেমোতে সময় দেওয়ার চেষ্টা করব । অামরা নিউজের সময় ট্রেড করব না তাহলেই অামরা বিপদে পড়ে যাব । অতএব বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
ফরেক্স মার্কেট এ একটি আন্তজার্তিক মুদ্রা ব্যবসা। এই ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা যায়। ফরেক্স মার্কেট এ কম আর বেশী সব সময় উঠানামা করে। ফরেক্স মার্কেট এ কখন এবং কোন সময়তে উঠানামা করে তা ধারনা করে বলাটা অনেকটা কঠিন। আমার মতে ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ সন্ধে ৬টা থেকে রাত ১২ মধ্যে অনেকটা উঠানামা করে।
আমি মনে করি 24 ঘন্টা ট্রেড এর জন্য ভাল যদি সে ট্রেডার নিউজ দেখে ট্রেড করে ও এনালাইসিস করে ট্রেড করে । আর যদি নিউজ না দেখে ট্রেড করা ও এনালাইসিস না করে ট্রেড করা হয় তাহলে কোন সময়ে ট্রেড করা ঠিন না কারন নিউজ না দেখে ট্রেড করা ও এনালাইসিস না করে ট্রেড করা মানেই নিজের এমাউন্ট লস করে বসে থাকা ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন নির্দিস্ট টাইম নেই আপনি দিনে ২৪ ঘন্টা এই মার্কেটে কাজ করতে পারবেন কিন্তু আপনি লন্ডন এবং আমেরিকার সময় তথা দুপুর ২.৩০ টা হতে রাত ১১টা পয্রন্ত ট্টেড করতে পারেন তাহলে ভাল কেননা এসময় মার্কেটের গতি ভাল থাকে এই সময় মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড করলে ভাল ইনকাম করার সম্ভাবনা থাকে । তাই একটি নির্দিস্ট টাইমে আমরা ট্রেড করবো । তাহলে আমরা লাভবান হতে পারবো ।
ছোট ছোট ট্রেড করার জন্য বিকাল এর দিক ভাল। কারন লন্ডন সেশোন এবং নিউইররক সেশ্অনে মার্কেট প্রচুর মুভ করতে থাকে। তখন আমরা ট্রেড নিয়ে মার্কেট থেকে দ্রুত প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারি। তাই যথা সময়ে ট্রেড করার বিক্লপ নেই।
ট্রেড করার জন্য কোন সুনির্দিষ্ট সময় দেয়া হয় নি। সুনির্দিষ্ট সময় হলে আমরা অনেকেই ফরেক্স করতে পারতাম না। কারন ফরেক্স মারেকেট ২৪ ঘন্টা খোলা থাকে। আর ২৪ ঘন্টাই আমরা ট্রেড করতে পারি না। শুধু প্রফিট এর আশায় ট্রেড করলে ফরেক্স কোন দিন ও সফল হওয়া সম্ভব নয়।