এর কোন নির্দিষ্ট সময় নেই। ৩ বা ৪ ঘণ্টা ট্রেড করি। আবার মাজে মাজে এর চেয়ে বেশি ট্রেড করি।
Printable View
এর কোন নির্দিষ্ট সময় নেই। ৩ বা ৪ ঘণ্টা ট্রেড করি। আবার মাজে মাজে এর চেয়ে বেশি ট্রেড করি।
ফরেক্স এ আমি সাধারনত অনেক সময়ই মার্কেটে অবস্থান করি। মার্কেটের অবস্থা বুঝে ট্রেড ওপেন করি। সেক্ষেত্রে অনেক সময় একদিনে অনেক বার ট্রেড ওপেন করি তাতে প্রায় ৫-৭ ঘন্টা গড়ে মার্কেটে অবস্থান করি।
আমি প্রতি দিন সাত থেকে আট ঘন্টা করে ট্রেড করতাম তবে আমার একটা একাউন্ট ডিজএবল করার কারনে আপাতত ট্রেড করতে পারছি না তবে আমি মার্কেট খোলা থাকা কালীন প্রতিদিন সাত-আট ঘন্টা বা তার বেশি সময় করে ফরেক্স মার্কেটে থাকি। ধন্যবাদ।
আিম িদেন ৪-৫ঘন্টা েট্রড কির।
আমি ফরেক্স মার্কেট এক দিনে আমি ৭ ঘন্টা টেড্র করি।
কারন আগে ফরেক্স মার্কেট ভাল করে দেখে ও বুঝে তারপর আমি একটি দিনের ট্রেড করি।
আমি সে একটি দিনের ট্রেড করে লাভ করি ।
আমি সাধারনত লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করে থাকি।গড় হিসাবে দিনে আমি প্রায় ৪-৫ঘন্টা ট্রেড করি ।আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট।আমি এটা করি আমার ট্রেডিং প্লান এবং স্ট্রাটেজির সাথে মিল রেখে।
দিনে ৩-৪ ঘন্টা আমি ট্রেড করি।
ফরেক্স ট্রেডিং এ সফল হওয়ার জন্য,আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডে বেশি সময় দিতে হবে।আমি প্রতিদিন ফরেক্স মার্কেটে ৩ থেকে ৪ ঘন্টা সময় দিয়ে থাকি।বিশেষ করে আমি ফরেক্স মার্কেটে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সময় দিয়ে থাকি,কারন এই সময়ের মধ্যে মার্কেট মুভমেন্ট করার সম্ভাবনা বেশি থাকে।
আমি সাধারণত সকালে খুব ভোরে ঘুম ঠেকে উঠে মার্কেট এনালাইসিস করি এবং মার্কেট দিনের যখনই আমার এনালাইসিসের এন্ট্রি পয়েন্টে আসে তখনই আমি এন্ট্রি নিয়ে থাকি এবং একটি নির্দিস্ট লেভেলে স্টপলস এবং টেকপ্রফিট সেট করে দেই।অনেক সময় সন্ধ্যার আগেই আমার স্টপলস কিংবা টেকপ্রফিট হিট করে ফেলে আবার কখনো রাতে করে।তাই মূলত একটা ট্রেড নিয়ে আমাকে দীর্ঘদিন বশে থাকতে হয় না।
একদিনে কত সময় ট্রেড করব তা ঠিক করে বলা যায় না। তবে কেউ যদি চাই সারা দিন রাতই ফরেক্স ট্রেড করবে, তা হলে সে তাই করতে পারে। ফরেক্স মার্কেট প্রতি সপ্তাহে ৫পাঁচ দিন খোলা থাকে। ঠিক তেমন ভাবে একদিনকে চারভাগে ভাগ করে চারবার বিশেষ ভাবে ট্রেড করা যায়। কারণ দিনের বেশ কিছু সময়ে মার্কেটে বেশি পরিবর্তন লক্ষ করা যায়।